প্রিয় বন্ধুরা আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে,, মৃত্যু।
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সকল জীবকে সৃষ্টি করেছেন।
আল্লাহ তাআলা বলেছেন- প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, জন্মিলে মরিতে হয় একথা সকলেই জানি, পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ রয়েছে, কেউ আস্তিক কেউ বা নাস্তিক কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ অবিশ্বাসী। যে যেরকম হোক না কেন এমন কেউ নেই যে, সে কিনা মৃত্যুকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করতে পারে, কবরকে অস্বীকার করতে পারে, অস্বীকার করতে পারে মিজানকে, অস্বীকার করতে পারে জান্নাতকে, অস্বীকার করতে পারে জাহান্নামকে, অস্বীকার করতে পারে রাসূলদেরকে, অস্বীকার করতে পারে কুরআনকে, অস্বীকার করতে পারে মৃত্যুকে, অস্বীকার করবে এরকম কেউ নেই।
মৃত্যু অবধারিত মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেনা।
আল্লাহ তা'আলা বলেন- হে নবী আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, সেই মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ তা'আলা আরও বলেন প্রত্যেক প্রাণীর জন্য একটা নির্ধারিত সময়ে রয়েছে। যখন মৃত্যু আসে তার থেকে এক সেকেন্ড আগ পিস করা হবে না ।
আল্লাহ তা'আলা আরও বলেন তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদিও তোমরা সুউচ্চ শক্তিশালী অবস্থান করো। আল্লাহর রাসূল বলেন সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর রসূল আরো বলেন মৃত্যু হল একটা সাঁকো বা পুল। যা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়।
মানুষ মৃত্যুকে বিশ্বাস করে এ কারণে যে সে দেখে তার পাশে বন্ধু মারা গিয়েছে, তার দাদা মারা গিয়েছে, তার ছেলে মারা গিয়েছে, তার ভাই মারা গিয়েছে, তার বন্ধু মারা গিয়েছে, তার নাতি মারা গিয়েছে, তার ছাত্র মারা গিয়েছে, এগুলি স্বচক্ষে দেখার ফলে মানুষ মৃত্যুকে বিশ্বাস করে নিয়েছে।
মানুষ মৃত্যুকে বিশ্বাস করুক আর না করুক, মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। আর মৃত্যুর পরে রয়েছে সুবিশাল জিন্দেগি, যারা মৃত্যুকে ভয় করে আখেরাতকে সামনে রাখে তারা আখেরাতে সফলকাম হবে। পরিণামে পাবে আল্লাহর সন্তুষ্টি রাসুলের সন্তুষ্টি।
ফলস্বরূপ পাবে আল্লাহর বানানো জান্নাত, যাতে রয়েছে শান্তি আর শান্তি সুখ আর সুখ, যেখানে কাউকে গ্রাস করবে না, কষ্টের সামান্য লেশমাত্র হবে না। তাই সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে । তাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে আখেরাতের সামানা গুছিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন।।