ভুল করার মাধ্যমেও আমরা নতুন কিছু শিখতে পারি

in r2cornell •  11 days ago 

আমরা সকলেই জানি জীবনে শেখার জন্য ভুলের প্রয়োজন আছে, যে ব্যক্তি যত ভুল করবে সে তত শিখতে পারবে। তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুল করারও প্রয়োজন আছে আবার কিছু কিছু ক্ষেত্রে ভুল করার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, সে বিষয়ে আমাদের খেয়াল রাখা প্রয়োজন আছে। আমরা যদি সব জায়গায় ভুল করতে যাই তাহলে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাব এবং আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। ঠিক সেরকমই ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের পাশের বাসার একজন।

IMG_20250102_153412.jpg

আপনারা উপরে দেখতেই পাচ্ছেন একটি সাদা গাছ আর এই সাদা গাছ দেখে অনেকে চিনতে পারছেন আবার অনেকেই নয়। এটি হল ভুট্টার গাছ, যারা ভুট্টা রোপন করে থাকেন তারা দেখে একটু আশ্চর্য হবেন,, যে সাদা রঙের ভুট্টার গাছ আদৌ আছে কিনা। আসলে এটা একটা ভুলের কারণে গাছের রং এরকম হয়ে গেছে।

IMG_20250102_153506.jpg
IMG_20250102_153252.jpg

আপনারা জানেন বর্তমানে ভুট্টার রেট প্রতি কেজি ৮০০ টাকার উপরে আর এই ভুট্টার গাছ যদি এরকম হয় তাহলে একজন মানুষ কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে। মূলত সে ব্যক্তিটা ভুট্টা রোপন করার সময় ভুট্টার বীজের সাথে একটা ওষুধ মিশ্রিত করেছিল।। মূলত সকলেই বীজের সাথে ওষুধ মিশ্রিত করে গাছ রোপণ করে থাকে কিন্তু সে একটি ওষুধ দেয়ার বদলে ভুলে অন্য একটি ওষুধ দিয়ে ফেলে যার কারণে গাছ গুলো সাদা হয়ে যায়। যার কারণে সে ব্যক্তি অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে যায় যে এখন কি হবে?

IMG_20250102_153154.jpg
IMG_20250102_153120.jpg

এরকম গাছ দেখে সবাই একটু আশ্চর্য হয়েছে,, আমি আমার বয়সে এরকম সাধা রংগের ভুট্টার গাছ কখনোই দেখেনি শুধু আমি না কেউ দেখেছে বলে আমার মনে হয় না। আর এই গাছগুলো দেখানোর জন্য কৃষি কার্যালয় থেকে মানুষ নিয়ে আসা হয়েছিল। তারা পর্যবেক্ষণ করে দেখে ভুট্টা গুলো আর হবে না। এ কথা শুনে তার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ে বেশ কিছু জমিতে একই সমস্যা হয়েছে।

এত দামি ভুট্টা রোপন করার পর যদি একটি ভুলের জন্য এরকম হয় তাহলে কার মাথা ঠিক থাকবে। এখন সে অনেক হতাশার মধ্যে পড়ে যায় আর সে আবারও নতুন ভাবে ভুট্টা রোপন করতে থাকে। আর এতে করে তার অতিরিক্ত অনেক টাকা আবারো ব্যয় করতে হয়। যদি তার এরকম ভুল না হতো তাহলে আজ তার অতিরিক্ত এতগুলো টাকা নষ্ট হতো না।

তাই আমরা যে কোন কাজ করার আগে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ এরকম ভুলের জন্য আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!