আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই

in r2cornell •  2 days ago 

আমাদের দেশে এখনো অনেক হতদরিদ্র লোক আছে যাদের মাথা গোজার যায়গা পর্যন্ত নেই। এখনো দারিদ্রসীমার অনেক নিচে তাদের বসবাস। যদিও বা আমাদের দেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত লাভ করতে সক্ষম হয়েছে।

V9N4wevejZUbdQxax4Qf7FmrK7o8hY5mrWX8bmXa1vDraFMCMcv7dJsDGKtXBK6MxrzUZYJfaMgNa6GByQ7iTd4ABwGGnBbsxV43hvLEx64AtXS5d16zrDpoKaKJZG4Gk5ZPPqy2tytmH5yMKf8Mwx3bzsCaAsj2Uw5y5iWNEwhP8qXqwg8DQh6BfqfEohBrjpzGB1CGSdhKhC1Yv44dk.jpegsource

তবুও এই দরিদ্র মানুষগুলোর কথা ভাবার মতন খুব কম ব্যক্তিই এই সমাজে আছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ যথেষ্ঠ করে যাচ্ছেন। তবুও কিছু মানুষ দরিদ্রই থেকে যাচ্ছে।

যাইহোক এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। আমরা একটু চেষ্টা করলেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। সমাজের যারা বিত্তশালী লোক আছেন তাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qf4VUNBU7pQEWf1j2Sqnh5TBeE95jF1FdfZmx2BNwnU6DXA7QzF3bZnwgf9LuDsG5cTGQNTEiFH3Lx79BdrjXAayDFZRHro1prok2ZZFreeGoXU.jpegsource

AmRc67RgYaWTCbCd1L4AQP82AFWYYzZC15DpSZWeSYgzVPS4TeGhNMuADUN74Fm28kg6dLtNs1VrQaLBnacqNrmXyWD5aP71u9KMpRUZuAtV79k39oULF3YVm75ELSuTADThQCfGSNphXYynteqT3EvNEuWT7gHU.jpegsource

প্রয়োজনে বিলাসিতা বর্জন করতে হবে। আমরা যারা নিজেদের ছেলে মেয়ের বিয়েতে অনেক টাকা খরচ করি, বিশাল ধুমধাম করে বিয়ে দেই তারা যদি সেখান থেকে কিছু পরিমান টাকা এসব অসহায় মানুষদের জন্য বরাদ্দ করি তাহলে কিন্তু অনেক অসহায় মানুষের উপকার হয়।

ধরুন আপনি আপনার মেয়ের বিয়েতে পাঁচ লক্ষ টাকা খরচ করবেন। ভালো কথা, করতেই পারেন। পাশাপাশি যদি এক লক্ষ টাকা গরীব, দুস্থ এবং অসহায় মানুষ, যারা শীতের সময় অনেক কষ্ট করে জীবনযাপন করে, তাদের জন্য যদি বরাদ্দ করি তাহলে তাদের অনেক উপকার হবে।

একদিকে সমাজ সেবাও হবে। আর গরীবদের পাশে দাঁড়ালে স্বয়ং সৃষ্টিকর্তাও খুশি হন। আর যিনি বিয়েতে পাঁচ লক্ষ টাকা খরচ করতে পারেন তিনি অবশ্যই গরীব দুখিদের জন্য সামান্য কিছু হলেও খরচ করতে পারবেন।

আমাদের যাদের শীতের কাপড় কেনার সামর্থ আছে তারা হয়তো শীতের প্রকট কম বুঝি। কিন্তু যারা অসহায়, যাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই তাদের কী অবস্থা একবার ভেবে দেখুন তো? কারো অসহায়ত্ব নিয়ে কখনই ঠট্টা কিংবা ফাজলামো করা উচিত নয়।

আমরা যারা মনে করি অসহায় মানুষগুলো একটু কষ্ট পেলে কি বা হবে তাদের বলছি, একবার শীতের রাতে পাঁচ মিনিটের জন্য বাইরে বেড়িয়ে শীতবস্ত্র ছাড়া ঘুরে আসুন দেখি। জানি দুই মিনিটও টিকতে পারবেন না। তাহলে ভাবুন শীতবস্ত্রহীন মানুষগুলো ঠান্ডায় কিভাবে রাতযাপন করছে।

একটা কাঁথা গায়ে দিয়ে কজন থাকছে। সময় এসেছে এখন বিত্তবানদের এগিয়ে আসার। আর হ্যাঁ আমাদের মনে রাখা উচিত সম্পদ দান করলে কমে না বরং বৃদ্ধি পায়।

21PRtjKRXPQybj4WUXScWv5QPLninWRxfbcWNsx7SenD7FwqDf4t83Juj5aDXLfrpn6E5u7hbNz4eDiynHmHq3MWCyPboEmdRjng8sCLT4fh7y8Mfo4H4cHajksbtXLbUWcYR1TtTXCeFJSEC5BoXjU.jpegsource

আমরা সকলেই সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিতি অর্জন করতে চাই। অনেকে অনেক ভাবে চেষ্টা করি। সব চেষ্টা কিন্তু সবসময় সফলও হয় না। তবে নিঃস্বার্থভাবে যদি কারো উপকারে আসতে পারি তাহলে সফলতা অর্জনের সম্ভাবনা সবথেকে বেশি বেড়ে যায়।

শীতের এই সময়টায় যদি আমরা শীতার্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাদের বিভিন্নভাবে সহযোগীতা করতে পারি, এই মানুষগুলোর ভালোবাসা অর্জন করতে পারি তাহলে এর থেকে আর বড় পাওয়া কী হতে পারে বলুন।

আমরা আমাদের এলাকার কিছু ছেলে একত্রিত হয়ে একটি তহবিল গঠন করেছি এই মর্মে, এবার শীতে কিছু শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো বলে। মোটামুটি ভালই অর্থ সংগ্রহ হয়েছে।

এর মধ্যে কিছু শীতবস্ত্র ক্রয় করে কিছু মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আগামী শুক্রবার আরো কিছু বস্ত্র বিতরণ করা হবে।

আমার মতে, আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিটি এলাকায় এমন টিম গঠন করা এবং এলাকার যারা অসহায় দুখী মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো। এতে একটু হলেও অসহায় মানুষগুলো শীতের ঠান্ডা থেকে মুক্তি পাবে।

There are still many poor people in our country who do not even have a place to eat. They still live below the poverty line. Although our country has been able to gain recognition as a developing country.

Yet there are very few people in this society who think about these poor people. Higher authorities are doing enough. Yet some people remain poor.

However, it is your responsibility to stand beside these poor people. If we try a little, we can stand next to the helpless people. The wealthy people of the society should come forward first.

If necessary, luxuries should be avoided. Those of us who spend a lot of money on the marriage of our sons and daughters, marry with great fanfare, if we allocate some money from there for these helpless people, then many helpless people will be benefited.

Suppose you spend five lakh rupees on your daughter's wedding. Good thing, you can do it. Besides, if we allocate one lakh rupees for the poor, distressed and helpless people, who live hard during winter, it will benefit them a lot.

On the one hand, there will be social service. And if you stand by the poor, even the Creator himself is pleased. And he who can spend five lakh rupees on a wedding can surely spend even a little for the poor and needy.

Those of us who can afford to buy winter clothes may not understand the obvious of winter. But think about the situation of those who are helpless, who cannot afford to buy winter clothes? One should never make fun of someone's helplessness.

I say to those of us who think what will happen if poor people suffer a little, go outside for five minutes on a winter night and walk around without winter clothes. I know you can't last even two minutes. Then imagine how the people without winter clothes are spending the night in the cold.

How many people are wearing a kantha. The time has come for the rich to come forward. And yes we should remember that giving wealth increases not decreases.

We all want to be known as good people in the society. Many try many ways. All efforts are not always successful. However, if you can help someone selflessly, then the chances of achieving success increase the most.

At this time of winter, if we can stand by the cold and helpless people, help them in various ways, gain the love of these people, then tell me what can be a greater gain than this.

We have some boys from our area come together and form a fund to stand by some cold people this winter. Money has been collected fairly well.

Some of these winter clothes have been purchased and distributed to some people. Some more clothes will be distributed next Friday.

According to me, we all should form such teams in every area and stand by the poor and needy people of the area. In this even a little, the helpless people will get rid of the cold of winter.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!