সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে অতীত

in r2cornell •  8 days ago 

ভবিষ্যত সম্পর্কে আমরা সকলেই অনভিজ্ঞ। মানুষ বর্তমান নিয়েই বেঁচে থাকে। অতীত স্মৃতি হয়ে রয়ে যায় আর ভবিষ্যত সম্পর্কে জানা আমাদের নাগালের বাইরে থাকে।

এ ক'দিন কেন জানি একটু অন্য রকম বিষয় মাথায় ভিতর ঘুরপাক খাচ্ছে। ছোটবেলার কথা খুব মনে পড়ছে। এখনকার বাচ্চাদের ছোটবেলার সাথে আমাদের সময়ের ছোটবেলার মিল খোজার চেষ্টা করি সব সময় তবে দুঃখের বিষয় এখন মিল খুজে পাওয়াটা অনেক কষ্টের।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrBeBgoVMmEQ8fZ3fMQtxWkAhTkp6AsRQtJf1UvsSeTQgXJJgiqye8tCSaYzkv51FMkYREztLktKW5Rd41n3DjjzhB32FFRUgVRQNUhAxncgcViMyEe.jpegsource

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JHkkS335GNujfyuiKcWqqe7BaVF1Z5qhT3Ca5EZHriFcBHPFLpoJV1vjnXXuxDGJ1VjQMgMKLtAGGFA2J7GupdMwg3m9MAEJ.jpegsource

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ytN7DFTL6HdiXn6yg26C4zM1d5emUKbmcift6aRNEAqCNpTVBsvZYme1U3fZ1FhcitmKro4XUaf51PaFrND3SdwkpF5Qa.jpegsource

আমাদের সময়ে খেলার সঙ্গী ছিলো ফুটবল, ক্রিকেট আর এখন সবাই মোবাইল গেম নিয়ে ব্যস্ত।

বাড়ির থেকে স্কুলেই সব থেকে সময় দিতে হতো। দিনের অধিকাংশ সময়ই স্কুলে কাটাতে হতো। স্কুলে যখন টিফিন দিতো তখন বন্ধুরা মিলে দৌড়াদৌড়ি আর খেলাধূলা করেই সময় পার করতাম।

প্রতি বছর স্কুলে ক্রিয়া প্রতিযোগিতা হতো আর এই সময়টা আমরা সকলে অনেক বেশি উপভোগ করতাম। দৌড়প্রতিযোগিতা, মোরগ লড়াই, লম্বা লাফ ইত্যাদি নানা ধরনের খেলায় অংশ নিতাম।

তবে তখন আমাদের মাঝে এই খেলাগুলো নিয়ে যতটা উৎসাহ কাজ করতো এখনকার বাচ্চাদের মধ্যে তেমনটা কাজ করে না।

ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার হাতে তুলে নেওয়ার সময় সত্যি নিজের ভিতর অনেক খুশি লাগতো। যাক সেসব এখন অতীত।

প্রতিদিন স্কুল ছুটি হলে মন থাকতো বাড়িতে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসতাম আর তারপর বাড়িতে এসে সকলে মিলে খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চারা অপেক্ষায় থাকে কখন মোবাইল হাতে নিয়ে গেম খেলবে।

শারীরিকভাবে খেলাধুলার চেয়েও মোবাইলেই বেশি সময় দিয়ে থাকে। ক্রিকেট খেলার মাঠ তৈরি করা থেকে শুরু করে সবাই মিলে সব কিছু প্রস্তুত করে খেলাধূলা করতাম।

আমরা বাড়িতে মাঝে মাঝে বকা শুনতাম অতিরিক্ত খেলাধূলা করার জন্য আর এখন মোবাইল দেখার জন্য বকা শোনে।

তবে এখনও অনেকেই খেলাধুলা করে তবে আমি মাঝে মাঝে ভাবি-

কয়েকদিন আগেও আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেমন ছিলো এখন তার অধিকাংশ পরিবর্তন হয়ে গেছে। তবে পরবর্তী কয়েক বছরে আর কত পরিবর্তন দেখতে হবে?

দুনিয়া প্রযুক্তিগত এগিয়ে যাচ্ছে অনেক তবে সেই সাথে আমাদের বাল্যকাল হারিয়ে ফেলছি। চারপাশের উন্নতি দেখলে ভালো লাগে তবে সত্যি বলতে কিছু কিছু বিষয়ের উন্নতি না মেনে নিতে খারাপ লাগে।

শুধুমাত্র লেখা পড়া আর প্রযুক্তিগত বিদ্যাই কি যথেষ্ট বেঁচে থাকার জন্য নাকি তার পাশাপাশি আরও অন্য কিছুর প্রয়োজন রয়েছে।

অন্তত শারীরিক ব্যায়াম করার জন্যেও তো খেলাধুলার প্রয়োজন রয়েছে। তবে এখন কাউকে আর আগের মতো খেলাধুলা করতে ডেকেও পাওয়া যায় না।

আসলে প্রতি বছরই শীতের সময় ব্যাডমিন্টন খেলা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি পাড়ার বড়রা মিলে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলতো আর তাই আমার মানসিকতাও তেমনই তৈরি হয়েছে।

তবে এখন ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ তৈরি করতে অনেককেই প্রয়োজন হয় তবে এই কাজে কেউ এগিয়ে আসতে চায় না৷ এবছর যখন মাঠ তৈরির প্রস্তুতি নিবো তখন দেখলাম ছোটদের কারোর মধ্যে তেমন আগের মতো উৎসাহ নেই।

তাই এই ভাবনা গুলো মাথায় আসলো। কয়েকবছর পর হয়ত গ্রামে আর এসব খেলার প্রচলন থাকবে না। ভালো থাকবেন সবাই।

We are all inexperienced about the future. People live in the present. The past remains a memory and knowing the future is beyond our reach.

I don't know why a few different things have been going around in my head these days. I remember my childhood very much. We always try to find similarities between the childhood of today's children and the childhood of our time, but unfortunately it is very difficult to find similarities now.

In our time, football, cricket and now everyone is busy with mobile games.

He had to devote more time to school than home. Most of the day was spent in school. When tiffin was served at school, my friends used to pass the time by running and playing sports.

Every year there was kriya competition in school and this time we all enjoyed a lot. I used to participate in various sports like running competition, cock fight, long jump etc.

But the enthusiasm we used to have for these games is not as much as it is among the children of today.

I felt really happy inside myself when I received the prize of Kriya competition. Let that be the past now.

Every day when school was off, I was at home. I used to come home as soon as possible and then come home and play sports together. And today's kids look forward to playing games with their mobile phones.

Physically spends more time on mobile than sports. Starting from building the cricket ground, we all prepared everything together and played sports.

We used to listen to Baka at home sometimes to play extra sports and now listen to Baka to watch mobiles.

But still many people play sports but sometimes I think-

Much of our surroundings have changed as they were a few days ago. But how many changes will be seen in the next few years?

The world is advancing technologically but at the same time we are losing our childhood. It is nice to see the improvement around, but to be honest, it is bad to not accept the improvement of some things.

Is literacy and technical knowledge alone sufficient for survival or is there something else besides?

At least for physical exercise there is a need for sports. But now no one can be found to play sports like before.

Actually Badminton is played every year during winter. Ever since we were kids, I have seen the elders of the neighborhood playing badminton together at night and that's how my mentality has been formed.

But now many people are needed to prepare the field for playing badminton but no one wants to come forward for this work This year, when I was preparing to make the field, I saw that some of the children were not as enthusiastic as before.

So these thoughts came to mind. After a few years, these games may no longer be practiced in the village. Everyone will be fine.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!