pexels |
---|
কুকুর চেনেনা এমন মানুষ হয়তো পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা মানুষ কুকুরের সাথে পরিচিত আছে আবার অনেকেই বাসায় নিজের নিরাপত্তার জন্য কুকুর ব্যবহার করে থাকে। এছাড়াও কুকুর দিয়ে বিভিন্ন রকমের কাজ করানো যায় বিশেষ করে অপরাধীদের চিহ্নিত করার জন্য কুকুর অনেক বেশি কার্যকর আবার অনেক মানুষ সখের বসে কুকুর বাসায় পালন করে থাকে।
pexels |
---|
কুকুর যেমন মানুষের উপকার করে তেমনই আবার ক্ষতিও করে থাকে। বিশেষ করে কিছু কিছু কুকুর রয়েছে যেগুলো মানুষ দেখলেই তাদের উপর আক্রমণ করে থাকে। ঠিক এমনই আমাদের এলাকায় কয়েকটি কুকুর আছে যারা মানুষের নানার রকম ক্ষতি করে যাচ্ছে। ছোট থেকে শুরু করে অনেক মানুষের উপর আক্রমণ করে যাচ্ছে আবার অনেকেই কামড় দিয়ে অহত করে দিচ্ছে।
এইতো কয়েকদিন আগে একটি বাচ্চা রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা কুকুর অনেক বাজে আক্রমণ করে। এমন ভাবে আক্রমণ করেছে যে তার শরীরের মাংস ছিঁড়ে নিয়ে গেছে শুধু কি ছোট বাচ্চা? আজকে একটা মহিলাকে আক্রমণ করেছে তার হাতের মাংস ছিঁড়ে নিয়ে গেছে। এছাড়াও গরুর বাচ্চাদেরও অনেক ক্ষতি করছে। এই নিয়ে এলাকায় মানুষ অনেক বেশি আতঙ্কের মধ্যে রয়েছে।
pexels |
---|
কুকুরগুলোর মধ্যে হঠাৎ করে এই রকম সমস্যা দেখা যাচ্ছে কিন্তু দেখে মনে হয় না এই কুকুরগুলোর কোনো সমস্যা আছে । বর্তমানে এই কুকুরগুলো মুরগির বাচ্চা বা মুরগি ধরেও মেরে ফেলে। আজকাল মানুষ একা বাইরে বের হতে ভয় পাচ্ছে। কয়েকদিন হয় এরকম সমস্যার জন্য মানুষ অনেক বেশি আতঙ্কে আছে আজ দুদিন হয় অনেক বেশি সমস্যা হচ্ছে। তাই সবাই মিলে পরিকল্পনা করতেছে যে এই কুকুরগুলোকে মেরে ফেলবে। যদিও প্রাণি হত্যা করা কখনো ঠিক না। কিন্তু মাঝে মাঝে নিরুপায় হয়ে এরকম জঘন্য কাজ করতে হয়।
যদি কুকুর গুলোকে মেরে না ফেলে তাহলে আরো সমস্যা বাড়বে তাই সবাই মিলে পরিকল্পনা করেছে কুকুরগুলোকে মেরে ফেলবে। নিরাপত্তার জন্য এই কাজটা করা প্রয়োজন বলে আমি মনে করি। তা না হয় মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হবে। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বেশি চিন্তা। তাই সব কিছু বিবেচনা করে একটাই উপায় সেটা হলো কুকুর গুলো কে মেরে ফেলা।
আজকে যে মহিলাকে আক্রমণ করেছে তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আমাদের বাসা থেকে কিছুটা দূরেই তার বাসা। এই কুকুরগুলো এমন ভাবে আক্রমণ করে যে কোন কিছু দেখে ভয় পায় না। আপনি তাদেরকে ভয় দেখাবেন তারা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। এমন চলতে থাকলে মানুষ আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে।।
A person who does not know dogs may not be found on the face of the earth. Every person from small to old people is familiar with dogs and many people use dogs for their own security at home. Also, dogs can be used for various tasks, especially for identifying criminals, dogs are very effective, and many people keep dogs at home as a hobby.
Dogs do good as well as harm to humans. There are certain dogs in particular that attack humans on sight. Just like that, there are some dogs in our area who are doing all kinds of harm to people. Starting from small, they are attacking many people and many are biting and injuring them.
A few days ago, a child was attacked by a dog while crossing the road. Attacked in such a way that the flesh was torn from his body, was it just a small child? Today a woman was attacked and her arm was torn off. Also causing a lot of damage to the baby cows. People in the area are in a lot of fear about this.
These dogs suddenly appear to have this problem but these dogs don't seem to have any problems. Nowadays these dogs also catch and kill chicks or chickens. Nowadays people are afraid to go out alone. People are in a lot of panic because of such problems for a few days, today there are many problems. So everyone is planning to kill these dogs. Although it is never right to kill animals. But sometimes you have to do such heinous things by being helpless.
If the dogs are not killed then more problems will arise so everyone has planned to kill the dogs. I think it is necessary to do this for safety. Otherwise people will suffer a lot. Especially with small children. So all things considered the only way is to kill the dogs.
The woman who was attacked today has been admitted to hospital. His house is a little far from our house. These dogs attack in a way that is not afraid of anything. You will scare them