পারিবারিক সমস্যা

in r2cornell •  20 days ago 

কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্‌ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।

আমরা সকলেই পারিবারিক সমস্যা এই শব্দটার সাথে পরিচিত। যদিও এটি ব্যক্তিগত একটি ব্যপার তারপরেও এই সমস্যা সমাধানে সু-পরামর্শের প্রয়োজন আছে বলে আমি মনে করি। প্রতিটি পরিবারেই কমবেশি কলহ বিদ্যমান।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y7X2VHcrdd7isstXGmAjGh8CuC34Q66eGLBjg2vgVUxhK3MhpaEhBm7uKpSrrBuLkSqL2yxpFeQMGTMQdBRyA1mERzmxz.jpegsource

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcqqfVtnpwgQpXDk25ExocwCyUZ8GXGk1QgCC4mv9w7CTFhp6rU8KsbWkr9HU1vxmakmbpY6L4DGBKDdhpuWbY7AeWGSi.pngsource

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9nvjGBNZ3PpEBaQBqZWa6gtYzrBC8YWV11C3wzFe2eGrzeFru7KD3Vw72cZy8fo58bSKTiUviAJBBkdJkadG485R1YFroEN.jpegsource

এই কলহের জেরে অনেক একান্নবর্তী পরিবার ভেঙ্গে একক পরিবার গঠন করছে। এতে করে একে অপরের সাথে যোগাযোগ কমে যাচ্ছে, সাথে পারিবারিক ও জোটগত শক্তিও কমে যাচ্ছে।

পারিবারিক কলহ বিভিন্ন কারণে হতে পারে। সবথেকে যেটি বেশি পরিলক্ষিত হয় সেটি হলো জমি নিয়ে বিরোধ। ভাইয়ে ভাইয়ে দন্দ কিংবা পরিবারের অন্য সদস্যদের সাথে জমি জমা সংক্রান্ত ঝামেলা বিশেষ ভাবে পরিলক্ষিত হয় আমাদের সমাজে।

আর এখান থেকেই শুরু হয় পারিবারিক কলহ। তাছাড়াও একই বাড়িতে দুই ভাইয়ের কলহ, আবার ভাইয়ের বউদের কলহ তো রয়েছেই।

পারিবারিক কলহ দূর করতে হলে সবার আগে আমাদের কলহের কারণ খুঁজে বের করতে হবে। খুব বিচক্ষনতার সাথে এই কাজটি করতে হবে। যতদূর পারা যায় সমাধানে আসতে হবে।

যদি নিজের মাঝেও কোন ভুল ত্রুটি থাকে, যার কারণে কলহ হচ্ছে তাহলে সেই ভুল ত্রুটি থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। প্রয়োজনে ছাড় দিতে হবে। দিনশেষে তো শান্তি আসল কথা তাইনা। জীবনে যদি শান্তি না থাকে তাহলে সবকিছুই অশান্তিতে ভরে যাবে।

পারিবারিক কলহ দূর করতে প্রথমত আমাদের খুঁজে দেখতে হবে কী কারণে কলহ হচ্ছে, কার কারণে হচ্ছে, কোন বিষয় নিয়ে হচ্ছে। দ্বিতীয়ত পারিবারিক কলহে জড়িত ব্যক্তিদের একত্রিত করতে হবে। বড়দের এই বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে।

তৃতীয়ত সকলের মতামত শুনতে হবে। কার অভিযোগ কোন বিষয়গুলো নিয়ে। সকলের অভিযোগ ভাগ ভাগ করে শুনতে হবে। প্রয়োজনে আলাদা যায়গায় তাদের অভিযোগ গুলো শুনতে হবে।

সবার সব অভিযোগ শোনা শেষ হলে সবাইকে একতাবদ্ধ থাকার প্রয়োজনীয়তা বোঝাতে হবে। যার যে অভিযোগ রয়েছে সেগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আবার সকলের সাথে সকলকে মিলিয়ে দেয়া কিন্তু বড়দের দায়িত্ব।

কেননা পরিবারের ছোটরা ভুল করবে। কলহের সৃষ্টি করবে। তাদেরকে আবার বুঝিয়ে সঠিক পথে ফেরত আনতে হবে।

পারিবারিক কলহ দূরীকরণের অন্যতম আরেকটি উপায় হলো পরিবারের সবার সাথে আত্মিক যোগাযোগ স্থাপন করা।

যেকোন অনুষ্ঠানে বিভিন্ন আত্মীয়স্বজনকে দাওয়াত করা এবং সবাইকে একসাথে নিয়ে সেই অনুষ্ঠান পালন করা। পরিবারের সবাইকে নিয়ে একসাথে তিনবেলা খাবার খাওয়া।

কোন বিষয়ে কারোর আপত্তি থাকলে তৎক্ষণাৎ সেই বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা। বিষয়টি যদি সঠিক হয় তাহলে সেই সদস্যকে ভালোভাবে বোঝানো এবং সেই বিষয়টির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে অবগত করা।

আর বিষয়টি সত্যি যদি আপত্তিজনক হয় তাহলে বিষয়টির সুষ্ঠ সমাধানের ব্যবস্থা করা।

আমি এরকম অনেক দেখেছি, পারিবারিক কলহের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যেতে। পরিবারের সদস্যদের শারিরিক এবং মানসিক বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে।

এমনো হয়েছে একজন আরেকজনের সাথে কলহে জড়িয়ে অসুস্থ হয়ে পরপারে পারি জমিয়েছে। সেই প্রভাব আবার তার উত্তরসূরীর উপর পরেছে। এক ভাই আরেকভাইকে দেখতে পারে না। সবসময় জমিজমা নিয়ে কলহ বেধেই থাকে।

দুশ্চিন্তায় খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে কলহ নিয়েই পরে থাকে। এতে যেমন তাদের শারিরীক অবস্থার অবনতি হচ্ছে, সাথে সাথে মানসিক অবস্থারও অবনতি হচ্ছে।

পারিবারিক কলহের প্রভাব সবথেকে শিশুদের উপর বেশি পরে। কেননা শিশুরা যা দেখে তাই শেখে। পরিবারের অন্য সদস্যের মধ্যে বিদ্যমান কলহ একটি শিশু প্রত্যক্ষ করে এবং সে সেটি শিখে নেয়।

এমন একদিন আসে সেই শিশুটি তার নিজের পরিবারের সদস্যদের সাথে এমন আচরন করে, যা কখনো কেউ মেনে নিতে পারেনা।

তাই আসুন পারিবারিক কলহ বন্ধ করি। এব্যপারে যাবতীয় পদক্ষেপ নিই। আর শিশুদের সবসময় পারিবারিক কলহ থেকে দূরে রাখি।

How are you friends? By God's infinite mercy I am healthy and well. Health is the greatest blessing of Allah Ta'ala. And I am very happy to have this blessing.

We are all familiar with the term family problem. Although this is a personal matter, I think good advice is needed to solve this problem. Every family has more or less strife.

Due to this conflict, many contiguous families are breaking up and forming single families. This reduces communication with each other, as well as family and alliance strength.

Family conflict can be caused by various reasons. One of the most observed is land disputes. Disputes related to land acquisition between brothers and sisters or other family members are especially observed in our society.

And this is where the family feud starts. Moreover, there is a quarrel between two brothers in the same house, and there is a quarrel between the wife of the brother.

To eliminate family conflict, first of all we need to find the cause of conflict. This should be done very carefully. Come to a solution as far as possible.

If there is any mistake in yourself, due to which there is conflict, then you have to remove yourself from that mistake. If necessary, discount should be given. At the end of the day, peace is not real. If there is no peace in life then everything will be full of chaos.

To eliminate family conflict, first of all we have to find out what is causing the conflict, who is causing it, and what is the issue. Second, people involved in family disputes should be brought together. Adults have to take important responsibility in this regard.

Thirdly, everyone's opinion should be heard. Who complains about what issues. Everyone's complaints should be shared and heard. If necessary, their complaints should be heard in a separate place.

After listening to all the grievances of all, all should be made aware of the need to be united. Those who have grievances should try their best to solve them. Again, it is the responsibility of the elders to match everyone with everyone.

Because the younger ones in the family will make mistakes. Will create conflict. They need to be re-convinced and brought back to the right path.

One of the other ways to eliminate family conflict is to establish spiritual contact with everyone in the family.

Inviting various relatives on any occasion and celebrating the event together. Eating three meals together with the whole family.

If anyone has any objections, look into the matter immediately. If the matter is correct then to convince the member well and inform about the pros and cons of the matter.

And if the matter is really objectionable, then to arrange a fair solution to the matter.

I have seen many such, many families destroyed due to family feuds. Family members face various physical and mental problems.

It happened that one got into a quarrel with the other and got sick. That influence again fell on his successor. One brother cannot see another brother. There is always a dispute over land.

Eating, drinking, and sleeping in worry are followed by strife. As their physical condition deteriorates, their mental condition also deteriorates.

Family conflict affects children the most. Because children learn from what they see. Conflict between other family members is witnessed by a child and he learns from it.

There comes a day when the child behaves with his own family members in a way that no one can ever accept.

So let's stop family feuds. We take all steps in this regard. And always keep children away from family quarrels.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  20 days ago  ·  

খুবই চমৎকার একটি পোস্ট করেছেন আপনি। বেশ ভালো লেগেছে আমার কাছে। ভাই পোস্টগুলো কমিউনিটিতে করলে ভীষণ ভালো হয়। আমরা আমাদের কমিউনিটিকে নাম্বার ওয়ান পজিশনে আনতে অনেকগুলো কাজ করতেছি। ধন্যবাদ

  ·  20 days ago  ·  

ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।। আর হ্যাঁ পোস্ট করার সময়ে ভুলে কমিউনিটির বাইরে হয়ে যায় অবশ্যই আমি খেয়াল রাখবো এখন থেকে।।