আজকে দাদুর কথা খুবই মনে পড়ছে ২০২৩-০১-০১ সালের প্রথম দিনেই হঠাৎ করে না ফেরার দেশে চলে গাচ্ছে। দেখতে দেখতে দু বছর পেরিয়ে গেল তবুও মনে হয় কয়েকদিন আগেই যেন দাদুর সাথে সময় কাটিয়েছি কত গল্প কত আনন্দ আজ সবই স্মৃতি। কিছু কিছু মুহূর্ত যেন ভুলা যায় না জীবনে কোনো এক মুহূর্তে সেই আপন মানুষের স্মৃতিগুলো চোখে সামনে ভেসে বেড়ায়।।
পূর্বের ব্যবহিত ছবি |
---|
দাদুর সাথে অনেক স্মৃতি এখনো চোখের সামনে ঘুরে বেড়ায়। দাদুর মৃত্যুর দিন আমাকে বলেছিল যে আমি পান খাব আমাকে একটু বানিয়ে দে কখনো বুঝতে পারিনি এটাই দাদুকে শেষ খাওয়ানো হবে। মানুষ মরণশীল এটা আমরা সকলেই জানি তারপরেও কিছু কিছু মৃত্যু যেন আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়,, অনেক কষ্ট দেয় কোনভাবেই যেন সেই কষ্ট ভুলা যায় না। আজ পহেলা জানুয়ারিতে যে রকম ঠান্ডা পরেছে ঠিক দাদুর মূত্যর দিনও এই রকমই ঠান্ডা পরেছিল। দেখতে দেখতে দু'টি বছর অতিবাহিত হয়ে গেল সময় যে কিভাবে অতিবাহিত হয় বুঝায় যায় না।।
দাদু যেদিন মৃত্যুবরণ করেছে সেদিন আমার সাথে অনেক গল্প করেছে, আমার বাবার সাথে ও বাকি আঙ্কেলদের সাথে গল্প করেছে সেই সাথে সবার বাসায় গিয়েছিল । অতিরিক্ত ঠান্ডা থাকায় সন্ধ্যা বেলায় আগুন পোহাইছে এবং রাতে খাবার খেয়ে নামাজ পড়ার পর ঠিক ১১ টার পরে, কথা বলতে বলতে আমাদের চোখের সামনে না ফেরার দেশে চলে যায়।
যখন দাদু ছিল তখন দাদুর মর্ম বুঝতে পারেনি আর আজ যখন নেই তখন বুঝতে পারছি জীবনে দাদুকে কতটা প্রয়োজন। আসলে জীবনে একেকজনের ভূমিকা একেক রকম হয়ে থাকে বাবা-মার ভূমিকা এক রকম ভাই বোনের ভূমিকা একরকম চাচা চাচিদের ভূমিকা এক এক রকম সেরকম দাদা দাদির ভূমিকা একরকম। আমার দাদু চলে যাওয়াতে সত্যি আমি অনেক মর্মাহত হয়েছি আর আজও সেটা ভুলতে পারিনা। যদিও দাদি এখনো বেঁচে আছে কিন্তু মৃত মানুষের মতই কারণ বিছানা থেকে উঠতে পারে না সেই সাথে ব্র্যান্ডের একটু সমস্যা।
পৃথিবীতে সব কিছু মিথ্যা হলেও মৃত্যু জিনিসটা মিথ্যা না এটা প্রতিটি মানুষকে গ্রহণ করতেই হবে, জীবনের যেকোনো মুহূর্তে। মৃত্যুর জন্য কোন প্রস্তুতি নেই। আমরা যদি মনে করি এখনই আমার মৃত্যু হবে না, এরকম ধারণা একদম ভুল কারণ মৃত্যু বলে কয়ে আসেনা যে কোন মুহূর্তে যে কোন সময় যে কোন মানুষের মৃত্যু হতে পারে।
যাইহোক আজ যেহেতু দাদুর মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমার দাদুর বাসায় মিলাদের আয়োজন করেছে। কিছু গরিব মানুষ ও আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। যদিও আজকে অনেক ব্যস্ত ছিলাম আমি একটা জায়গায় গিয়েছিলাম আর সেখান থেকে আসতে তিনটা পার হয়েছে আর এসে দেখি মিলাদের আয়োজন শেষ। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন আমার দাদুকে জান্নাতুল ফেরদাউস দান করে।