প্রতিটি মানুষের কল্পনা থেকে বেড়িয়ে আসা উচিত। কেননা কল্পনার সাথে বাস্তব জীবনের কোন মিল নেই। বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। বলতে গেলে বাস্তবতার দাসত্ব করি আমরা। আর কল্পনা আমাদের দাসত্ব করে।
কেননা আমরা কল্পনায় যা ইচ্ছা করতে পারি। সাত সমুদ্র পার হয়ে প্রেমিকাকে নিয়ে আসতে পারি, কিন্তু বাস্তবে তা আদও সম্ভব নয়। তাই কল্পনা করা ছেড়ে দেয়াই উত্তম বলে আমি মনে করি।
দেখুন কল্পনা কিন্তু আমাদের মাঝে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি করে। বিভিন্ন বিষয় বিকৃত করে আমাদের সামনে উপস্থাপিত হতে চায়। একটু সুযোগ পেলেই আমাদের মাথায় সেই চিন্তা গেথে দেয়। কিন্তু আদতে তার কোন অস্তিত্বই নেই। কল্পনার মধ্যে শুধু অতীত আর ভবিষ্যৎ ই স্থান পায়।
বর্তমান কোন কিছু কল্পনায় আসতে চায় না। যা অতীত তা আর কখনই ফিরে পাবো না আর যা ভবিষ্যতে হবে তাতে আমাদের কোন হাত নেই। বর্তমান সময়ের কর্মফলই ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে।
বুদ্ধিমানরা বাস্তববাদী হয়। বাস্তবতাকে মেনে নেয়। অতীত আর ভবিষ্যৎ নিয়ে পরে থাকে না। আর বাস্তববাদী মানুষ সবসময় সত্যের পথেই নিজের জীবন পরিচালনা করে। আমাদের প্রতিজনের হৃদয়ে যে কল্পনার আবির্ভাব হয় তাকে দূরে ঠেলে দেওয়াই শ্রেয়।
গুরুজনরা সবসময় একটি কথাই বলেন সেটি হলো বাঁচার জন্য জীবনের বন্দনা করো। কেননা নিন্দনীয় কোন কাজ এবং নিন্দা করার মনমানসিকতা কখনো ভালো কিছু বয়ে আনেনা আমাদের জীবনে। আপনি নিন্দা করবেন কাকে। আপনার আপনজনকেই তো।
কিন্তু এতে কোন লাভ নেই বরং ক্ষতি। অপরের নিন্দা করবেন আর আপনার ভেতর হিংসার জন্ম হবে। আপনি হিংসায় জ্বলে পুড়ে ছাই হবেন আর ঐদিকে যাকে নিন্দা করলেন সে একটু একটু করে এগিয়ে যাবে। এটাই বাস্তবতা।
আমরা অনেকেই আছি কল্পনা করতে বেশ পছন্দ করি। মাঝে মধ্যে নিজেকে অন্যের সাথে মেলানোর চেষ্টা করি। ভাবি তার মতো যদি হতাম, তার মতো যদি এত কিছু আমার থাকতো ইত্যাদি। কিন্তু কখনো ভেবে দেখি না যে, যার কল্পনা আমি করছি সে এই পর্যন্ত পৌঁছাতে কতটা পরিশ্রম করেছে।
আর আমি কতটা পরিশ্রম করছি। একবার যদি এই কল্পনা আপনার মাঝে চলে আসে তাহলে হয়তো সেই কল্পনা করা শোভা পায়। নচেৎ মিছেমিছি তার মতো হওয়ার কল্পনা করে কোন লাভ নেই।
হ্যাঁ যারা কল্পনা করে অনেক বড় হওয়ার, স্বপ্ন দেখে সবাইকে নিয়ে সুন্দর করে বেঁচে থাকার এবং সেই অনুযায়ী পরিশ্রম করে সামনে এগোয় আমি তাদের কল্পনা করাটাকে স্বার্থক বলবো। জীবন তো একটাই। তাই কল্পনা করা যে দোষের তা আমি বলবো না।
কিন্তু বাস্তববাদী হতে হবে আমাদের সকলকে। বাস্তবতা মেনে জীবনকে পরিচালনা করতে হবে। আর কল্পনা অনুযায়ী যদি পরিকল্পনা সাজাতে পারি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি তাহলে হয়তো কখনো কল্পনা আর বাস্তবতা মিলেও যেতে পারে। যেদিন কল্পনার সাথে বাস্তবতা মিলে যাবে সেদিন হয়তো আমাদের জীবনের আর পাওয়ার মতো কিছুই থাকবে না।
Every man should come out of imagination. Because fantasy has nothing to do with real life. We have to accept the reality. In other words, we are enslaved to reality. And imagination enslaves us.
Because we can do whatever we want. I can cross the seven seas and bring my lover, but in reality it is not possible at all. So I think it's best to leave it to the imagination.
See imagination but creates various confusions among us. Different things want to be distorted and presented before us. Whenever we get a chance, that thought comes to our mind. But he doesn't really exist. Only the past and the future have a place in the imagination.
Nothing in the present wants to be imagined. We can never take back what is past and we have no hand in what will happen in the future. Karma in the present is the most likely to be reaped in the future.
Wise people are realistic. Accepts reality. The past and the future do not follow. And realistic people always lead their lives on the path of truth. It is better to push away the fantasy that arises in each of our hearts.
Elders always say one thing that is worship life to live. Because any reprehensible act and condemning mentality never bring anything good in our life. Who will you condemn? Your own.
But there is no benefit but loss. Criticize others and envy will be born in you. You will burn to ashes with jealousy and the person you condemned will move forward bit by bit. This is the reality.
Many of us like to imagine. Sometimes I try to match myself with others. I think if I were like him, if I had so many things like him etc. But never think how hard the person I imagine has worked to get this far.
And how hard I work. Once this fantasy comes to you, then maybe that fantasy will come true. But there is no use in imagining that Michemichi is like him.
Yes, those who dream of growing up, dream of living beautifully with everyone and work hard to move forward, I would call them self-interested. Life is one. So I won't say that imagining is wrong.
But we all have to be realistic. Life should be managed according to reality. And if we can make plans according to imagination and act accordingly, then maybe sometimes imagination and reality can match. On the day when fantasy meets reality, we may have nothing left to gain in life.
Community te post koren vai