আমরা সকলেই সমাজে বসবাস করি। তাই স্বাভাবিকভাবে সমাজের ভালো মন্দ পরিবেশ আমাদের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে।সমাজে কিছু মানুষ রয়েছে যারা সকলের মঙ্গলের জন্য কাজ করে আবার কিছু মানুষ আছেন যারা লোকচক্ষুর আড়ালে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। এরা শুধুমাত্র এই সমাজের কাছে না বরং গোটা দেশের শত্রু কিন্তু দুঃখের বিষয় এমন লোকের সংখ্যাই বেশি।
মানুষের উপর অত্যাচার, শোষণ আর নিপিড়ন করা এসব মানুষের কাছে খুব স্বাভাবিক ব্যপার। এই প্রকৃতির মানুষ সমাজ তথা দেশের আবর্জনাসরূপ। আমরা সকলেই আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আমাদের উচিত সেভাবেই সমাজের মধ্যে বসবাসকারী মানুষরূপী এসব আবর্জনাকে ধুয়েমুছে সমাজকে দূষিতমুক্ত করা।
প্রকৃত মানুষ তো সে যার মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে। মনুষ্যত্ব বোধ সম্পন্ন ব্যক্তি কখনও অন্যের ক্ষতি সাধন করতে পারে না কারন তার মনের ভিতর একটা অপরাধবোধ কাজ করে। কিন্তু উল্টো দিকে, যার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই তাদের ভালো মন্দ বিচার করারও ক্ষমতা নেই আর থাকলেও তারা সেটা বিচার করতে চায় না। তাদের একমাত্র লক্ষ্য থাকে সমাজের দুর্বল মানুষের উপর অত্যাচার করা।
সকল দেশের রাজনৈতিক বিরোধ লেগেই আছে, আর এটা থাকবে এটাই স্বাভাবিক। মাঝে মাঝে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে তার প্রভাব সাধারন মানুষের উপর এমনভাবে পড়ে যার কারনে বেঁচে থাকাটাই বড় চ্যালেন্জ হয়ে দাঁড়ায়।
আমি রাজনীতি বহির্ভূত একজন মানুষ, রাজনীতি বুঝিনা বললেই চলে তবে এটুকু অবশ্যই বুঝি, সর্বদাই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো তাদের প্রতিপক্ষের ক্ষতিসাধন করার প্রতিযোগিতায় নেমে যায়। তবে আমি মনে করি, প্রতিযোগিতা তো হওয়া উচিত দেশ ও জনগনের উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে।
দেশ, দেশের অর্থনীতি ও সর্বোপরি জনগণের উন্নতির জন্য যদি প্রতিযোগিতা হতো তাহলে কতই না ভালো হতো! জনগনই নির্ধারণ করতো তাদের জন্য কে বেশি উপযুক্ত। অথচ এটা শুধুমাত্র আমার কল্পনাতেই সীমাবদ্ধ, বাস্তবে এমনটা হতে কখনও দেখলাম না।
প্রতিপক্ষ মানেই শত্রু এই মনোভাবটা সত্যি হানিকর। হিংসা, মারামারি, শোষণ এসব করার থেকে উন্নয়নমূলক কাজ করে দেশের মানুষের মন জয় করার মধ্যে মাহাত্ম্য অনেক বেশি বলে আমি মনে করি।
আমি বরাবরই বিতর্ক থেকে দুরে থাকার চেষ্টা করি, এত দিন তাই করে এসেছি। কিছু কিছু বিষয় দেখেও না দেখার ভান করতে হয়, বুঝেও না বোঝার ভান ধরতে হয়, উওর থাকলেও এড়িয়ে আসতে হয়, শুধুমাত্র সুস্থ ভাবে বাচার আশায়। চোখ থাকতেও অন্ধের ভূমিকা পালন করতে হয়।
অবুঝকে বুঝানো যায় তবে যে বুঝতে চায় না তাকে বুঝানোটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। মূর্খের সাথে তর্ক করার থেকে নিজেকে মূর্খ মনে করে সরে আসাটাই উওম।
সকলের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আর অন্যের কষ্টকে অনুভব করার ক্ষমতা থাকলেই যথেষ্ট। যদি পারতাম, সমাজে বসবাসকারী এসব ব্যাধিস্বরূপ মানুষদের থেকে সবাইকে মুক্ত করতাম। তবে আফসোস এসব মানুষরা চোখের সামনে দিব্যি বুক ফুলিয়ে বীরত্ব দেখিয়ে যাচ্ছে আর সেটা দেখে দীর্ঘশ্বাস নেওয়া ছাড়া আর কিছুই করার নেই!
We all live in society. So naturally the good and bad environment of the society has a direct impact on our lives. There are some people in the society who work for the good of all and there are some people who try to achieve their own interests behind the public eye. They are enemies not only to this society but to the whole country but unfortunately the number of such people is high.
Torture, exploitation and oppression of people is very normal for these people. People of this nature are the garbage of the society and the country. We all try to keep the surroundings of our house clean, we should clean the society by washing these human garbages living in the society.
A real man is one who has humanity in him. A person with a sense of humanity can never harm others because a sense of guilt works in his mind. But on the contrary, those who have no sense of humanity do not have the ability to judge good and evil, and even if they do, they do not want to judge it. Their only aim is to oppress the weak people of the society.
All countries have political conflicts, and it is only natural that they will. Sometimes the conflict between political parties reaches such a level that its impact on the common people is such that survival becomes a big challenge.
I am a non-politician, I may not understand politics, but I do understand that every political party always competes to harm its opponent. But I think, there should be competition in the development work of the country and the people.
How much better it would be if there was a competition for the betterment of the country, the country's economy and above all the people! It was the people who decided who was more suitable for them. But this is only limited to my imagination, I have never seen it happen in reality.
The attitude that opponent means enemy is really harmful. I think there is more greatness in winning the hearts of the people of the country by doing developmental work than doing violence, fights, exploitation.
I always try to stay out of controversy, have done so for a long time. You have to pretend not to see some things, you have to pretend you don't understand, you have to avoid them even if they are there, just in the hope of a healthy life. Even if you have eyes, you have to play the role of the blind.
The unintelligent can be understood but to understand the one who does not want to understand is nothing but a waste of time. To argue with a fool is to walk away feeling foolish.
It doesn't take much to bring peace to all, just a sense of humanity and the ability to feel the suffering of others. If I could, I would free everyone from these diseased people living in the society. But alas, these people are showing bravery in front of their eyes and there is nothing to do but sigh!