চলছে জমিতে পানি দেওয়ার কাজ

in r2cornell •  18 days ago 

জীবনে প্রতিষ্ঠা বা ভালো কিছু অর্জন করার জন্য যত্ন সহকারে যেকোনো কর্ম করতে হবে। যত্ন কিংবা পরিশ্রম ছাড়া কখনো কোন কিছু অর্জন করা যায় না। কোথায় আছে যতনে রতন মেলে। আমরা যেকোনো কাজে যদি সঠিকভাবে যত্ন করি তাহলে সেটার ফলস্বরূপ অনেক ভালো কিছু পাই। যত্ন ছাড়া কখনো কোন কিছু সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। ভালো কিছু অর্জন করার জন্য যত্ন ও পরিশ্রম অনেক বেশি দরকার।

IMG_20241225_171030.jpg

যে কোনো ব্যক্তি যে রকম কর্ম করুক না কেন সেখানে যত্নের প্রয়োজন রয়েছে। বিশেষ করে কৃষি কাজের জন্য যত্ন অপরিহার্য। আমার বাবাকে কৃষক বলা যেতে পারে যদিও আমাদের একটা দোকান রয়েছে। আমার বাবা যে কোন ফসলের যত্ন নিতে কখনো অবহেলা করে না। যখন যেটার প্রয়োজন হচ্ছে সেটাই নিয়ম অনুযায়ী দিচ্ছে। যদি সঠিক সময় সঠিকভাবে যত্ন না নেওয়া হয় তাহলে ফসল কখনোই ভালো পাওয়া যাবে না। সঠিক যত্নের উপর কৃষি কাজের ফসল নির্ভর করে থাকে। কয়েক ধরেই জমিতে পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম একটু ব্যস্ত থাকার জন্য দিতে পারছিলাম না। অবশেষে সময় বের করে জমিতে পানি দেয়ার জন্য সবকিছু রেডি করি।

IMG_20241225_170952.jpg

যদিও আরো কিছুদিন আগে জমিতে পানি দিলে এতদিনে গাছ গুলো অনেক বড় হয়ে যেত। যে কোন ফসল রোপন করার জন্য কিছু প্রক্রিয়া থাকে আর সেই প্রক্রিয়া অনুযায়ী যদি সবকিছু দেওয়া যায় তাহলে অনেক বেশি ফসল উৎপন্ন করা সম্ভব। আমরা চেষ্টা করি যে কোন ফসল রোপন করার পর সঠিকভাবে যত্ন করার।

IMG_20241225_171136.jpg

যাইহোক জমিতে পানির লাইন দেওয়ার পর বাবা বলছিল অল্প কিছু সার দিতে। যদিও কিছুদিন আগে একবার সার দিয়েছি আর পানি দেওয়ার আগে আবারো দিলে সেটি আরো ভালো হয়। তাই পরে আমি বাসা থেকে সার নিয়ে যেয়ে জমিতে ছিটিয়ে দেই। বাসার পাশের জমি তাই পানি দিতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না।

আসলে জমিতে যদি সঠিক সময় পানি দেওয়া হয় ফসল খুব দ্রুত বেড়ে উঠে। সঠিক সময় পানি দেওয়া উচিত যেকোনো ফসলে তাহলে ফসল অনেক ভালো হয়। যদি আমরা কিছুদিন পরে পানি দিচ্ছি অন্যান্য কাজ থাকায়। আশা করি এখন খুব দ্রুত গাছগুলো বেড়ে উঠবে। আর হ্যাঁ একটা জমিতে কয়েকবার পানি দিতে হয় তাহলে ফসল অনেক বেশি বৃদ্ধি পায়।

IMG_20241225_171437.jpg

আসলে কৃষকের জন্য সবচাইতে ভালো হয় যদি বৃষ্টির পানি পাওয়া যায় কারণ বৃষ্টির পানিতে ফসল এমনিতে অনেক ভালো হয়। আমরা যতই পানি দেই না কেন বৃষ্টির পানির মত কখনোই হয় না। যদি বৃষ্টি হয় তাহলে মানুষের অনেক উপকার হবে কারণ অনেকেই এভাবে পানি দিচ্ছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!