আজ দুই দিন হয় রোদের তাপমাত্রা অনেক বেশি দেখা যাচ্ছে ঘুম থেকে উঠেই রোদের দেখা পাই। শীতের সময় রোদ পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার আর রোদ পোহাতে আমার বেশ ভালই লাগে। শুধু আমার না শীতের সময় প্রতিটি মানুষের রোদ পোহাতে অনেক ভালো লাগে।
যাই হোক প্রতিদিনের মতোই গতকালকেও ঘুম থেকে দশটার দিকে উঠি। আর ওটার পর ফ্রেশ হয়ে কিছু সময় আমার বড় আংকেলের বাসায় যাই আর ছাদে যেয়ে বসে থাকি। যদিও চাচাতো বোন ও ভাইরা ছিল সবাই মিলে বেশ কিছু সময় আড্ডা করি। তার একটু পরেই সেখান থেকে বাসায় চলে আসি আর সকালের খাবার খেয়ে নেই। আর খাবার খাওয়া শেষ হলে বাসায় কিছু কাজ ছিল সেগুলো করতে থাকি।
ধানের কাজ এখনো শেষ হয়নি তাই ধানে কাজ করার জন্য সব কিছু রেডি করি পরে দেখি বিদ্যুৎ নেই তাই আর ধানের কাজ করা হয় না। ধানের কাছ টুকু শেষ করতে পারলে কিছুটা রেহাই পাব ।। আর দুইদিন কাজ করলে ধানের কাজ শেষ হয়ে যাবে তখন আগের থেকে কিছুটা ফ্রি থাকবো। আর পড়াশোনার দিকে একটু ফোকাস দেব যেহেতু ফাইনাল ইয়ারে উঠেছি ভালোভাবে অনার্সটা পাস করতে পারলেই হয়।।
যাই হোক তার একটু পরেই প্রতিদিনের মতোই গোসল করে নেই। শীতের সময় আসার পর থেকে একটু চেষ্টা করি তাড়াতাড়ি গোসল করার কারণ দুপুরের পর গোসল করতে একদম ইচ্ছা করে না। গোসল করার পর প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে নেই। সেই সাথে রুমে এসে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখতে থাকি।
আর এমন সময় আমার একটা বন্ধু ফোন করে আর বলে তার বিয়ে আগামী ১২ তারিখ। দেখতে দেখতে প্রায় সব বন্ধুদের বিয়ে শেষের দিকে।। একসাথে পড়াশোনা করেছি কত আড্ডা, কত গল্প। আর আজ সকল বন্ধুগুলোই বিয়ে করা শেষ।। যদিও বেশ কিছু বন্ধু এখনো পড়াশোনা নিয়ে ব্যস্ত।
কিছু সময় শুয়ে থাকার পর বিকাল মুহূর্তে একটু বাইরে বের হই। আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি, যেন রোদের মধ্যে থাকায় যায় না। বেশ কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করি তারপর সেখান থেকে ক্রিকেট খেলতে যায়। ছোট ভাইরা মাঠে যাওয়ার পর ফোন করে যাওয়ার জন্য আর আমারও ক্রিকেট খেলতে বেশ ভালই লাগে।
পরে ক্রিকেট খেলার মাঠে যেয়ে ছোট ভাইদের সাথে অনেক আনন্দের সাথে ক্রিকেট খেলি। তারপর সেখান থেকে বাসায় চলে আসি। আর বাসায় আসার পর কিছু কাজ ছিল সেগুলো করে হালকা নাস্তা করে প্রতিদিনের মতোই পড়তে বসি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।।