বন্ধুত্বের মূল্য

in r2cornell •  11 days ago 

According to you, what is the Value of friendship?
pexels-photo-12813668.jpegpexels

আমার কাছে বন্ধুত্বের মূল্য অনেক। আমরা যখন ছোট থেকে বড় হতে শুরু করি, তখন থেকে আমাদের বন্ধুত্বের সূচনা শুরু হয়। আর এই বন্ধুত্ব সবার সাথে অজীবন থাকে না, বয়স বাড়ার সাথে সাথে হারিয়ে যায় অনেক বন্ধু। আর হ্যাঁ বন্ধুত্ব কোন জাত মানে না, ধনী গরিব সবার সাথে বন্ধুত্ব হতে পারে।

আর শুধু বন্ধুত্ব হলেই হবে না, বন্ধুত্বের প্রতি ভালোবাসা থাকতে হবে সম্মান থাকতে হবে। যদি ভালবাসা সম্মান বন্ধুত্বের মধ্যে না থাকে তাহলে সে বন্ধুত্ব কখনও টিকে থাকে না। বন্ধুত্ব যেমন আমাদের প্রয়োজন তেমন বন্ধুত্বের প্রতি গুরুত্ব দেওয়া তেমনি প্রয়োজন।।

Do you believe we can share various things with friends that we can't share with our blood relation? Justify your answer.
pexels-photo-10029704.jpegpexels

হ্যাঁ আমি এই কথার সাথে সহমত পোষণ করছি, যে আমাদের জীবনের কিছু মুহূর্ত বা কিছু কথা আমরা চাইলে আমাদের রক্তের মানুষের সাথে ভাগাভাগি করতে পারি না। যে কথাগুলো বন্ধুদের সাথে একদম মন খুলে শেয়ার করতে পারি।

আমরা জানি আমাদের মা বাবা ভাই বোন সবচাইতে আপন কিন্তু কিছু কিছু কথা বা ঘটনা রয়েছে যেগুলো আমরা চাইলেও এই মানুষগুলোর সাথে শেয়ার করতে পারি না। আর এই কথাগুলো চাইলেই আমাদের বন্ধুত্বের সাথে শেয়ার করতে পারি। জানি এ কথাগুলো শেয়ার করে এর কোন সমাধান হবে না। তারপরও বন্ধুদের বললে মনে হয় মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল।।

Share about your first close friend and mention whether you are still in touch or not!
34028.0.jpg

আমাদের প্রতিটি মানুষের জীবনের অনেক বন্ধু থাকলেও তার মধ্যে থেকে খুবই ঘনিষ্ঠ বন্ধু অবশ্যই একটা বা দুইটা রয়েছে। সেরকম আমারও ঘনিষ্ঠ বন্ধু রয়েছে। আর আমার ঘনিষ্ঠ বন্ধুর নাম হচ্ছে আল-আমিন ইসলাম।

আমি যখন প্রথম প্রাইমারি স্কুল পার হয়ে হাই স্কুলে ভর্তি হই তখন আমার এই বন্ধুর সাথে পরিচয় হয়। আর এই বন্ধুর সাথে এতটাই বন্ধুত্ব হয় জীবনের প্রতিটি কথাই তার সাথে শেয়ার করি। জীবনে এমন কিছু কথা রয়েছে আমার এই বন্ধু ছাড়া কেউ জানে না।

আমরা যখন স্কুলে একসাথে লেখাপড়া করেছি সে আর আমি সবসময় একই বিরিঞ্চিতে বসতাম এবং সবসময় এক সাথে চলাচল করতাম। আহ এই বন্ধুর সাথে আমার এখনো সম্পর্ক রয়েছে আর সারা জীবন থাকবে। এখন তার সাথে খুব বেশি দেখা হয় না কিন্তু সব সময় যোগাযোগ হয়।

Do you have any memorable incidents with your friend? Share.

আমার বন্ধুর সাথে খুব বেশি কোন ঘটনা নেই কিন্তু ছোট একটি ঘটনা রয়েছে তা আপনাদের সাথে শেয়ার করছি।

আমি একটা জিনিস বিশ্বাস করি আমাদের বন্ধুত্ব নষ্ট করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মেয়ে। এই মেয়ের কারণেই হাজারো বন্ধুত্ব নষ্ট হয়। ঠিক আমার সাথেও এরকম একটি ঘটনা ঘটেছিল। স্কুলে চলাফলে আমার বন্ধু আর আমি একটা মেয়েকে পছন্দ করতাম পরবর্তীতে আমাদের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একটা সময় যে আমরা বুঝতে পারি এই মেয়ের কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে পরে আমরা সেই মেয়েকেই ছেড়ে দিয়ে আমাদের বন্ধুত্ব আগলে রাখি।।

আমার কাছে সবচাইতে বেশি এই ঘটনাটাই স্মরণীয় বলে মনে হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp