আমি গ্রামে থাকি আর গ্রামের অনেক কিছুই আমি দেখতে পারি এখন কার মাথা খাল বিল নদী নালা সবকিছুই আমার অনেক চেনা। গ্রামে থাকলে অনেক কিছুই দেখা যায় তাই আজকে আমি আপনাদের মাছ ধরা দৃশ্য দেখাবো দেখুন কতটা সহজ ভাবে মাছ ধরা যায় আমাদের গ্রাম অঞ্চলে। আরজে মাছ ধরছে সে আসলে কোন মাঝি নয় এমনি মাছ শখের বসে মারতেছে মূলত খাওয়ার উদ্দেশ্যে কোন বিক্রি করার উদ্দেশ্যে নয়।
গ্রামের মানুষ এভাবে অনেক সময় মাছ ধরে তারা অনেক সিস্টেমের মাছ ধরে থাকে তাদের কাছে যেটা সহজ মনে হয় তারাই পাবি মাছ ধরে। বর্তমানে চলছে বর্ষাকাল আর এই সময় মাছের সে যেন চলতেছে অনেক পরিমাণ মাছ বর্তমানে পাওয়া যায় কারণ খাল বিল নদী নালা পানি দিয়ে ভরা আর নতুন মাছ অনেক উৎপন্ন হয়েছে এই জন্যই মাছ অনেক পরিমাণ পাওয়া যায়।
অন্যান্য বছরের তুলনায় এবার একটু মাছ বেশি দেখা যাচ্ছে নদীতে। কারণ এবার মানুষ মাছ আগা চাইতে বেশি পরিমাণে ধরতেছে আর যারা মাঝি আছে তারা এবার অনেক বেশি জীবিকা নির্বাহ করতে পারছে এবং তাদের ভালো একটি পরিমাণ অর্থ উপার্জন করতে পারতাছে এবার। তারা অনেক খুশি আর তারা চায় প্রতিবছরের যদি এরকম মাছ ধরতে পারতো তাহলে তারা অনেক সুন্দর ভাবে জীবিকা নির্বাহ করতে পারতো।
প্রতিবছর একই রকম থাকেনা একেক বছর একেক রকম থাকে তাই মাজিদের অনেক কষ্ট হয়ে যায়। এ বছর মাঝিরা অনেক খুশি তারা তাদের মনমতো মাছ ধরতে পারতেছে এবং বিক্রি করতে পারতাছে। আর বর্তমান সময়ে তো মাছের দাম বা অন্যান্য নষ্ট দ্রব্যসমুদ্রের দাম অনেক পরিমাণ বেশি। এত পরিমাণ পণ্য দেব দাম বাড়ার জন্য আমাদের মত মধ্যবিত্ত মানুষের অনেক কষ্ট করতেছে তাদের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে।
শহরের তুলনায় গ্রামের মানুষই সবকিছু টাটকা বেশি খেয়ে থাকে। আমিও গ্রামে থাকি মাঝেমধ্যে মাছ ধরি আর আপনি আজকে দেখিয়েছেন গ্রাম অঞ্চলে কিভাবে মাছ ধরা হয় খুবই ভালো লেগেছে পোস্ট।