সুন্দর একটি দিন

in r2cornell •  4 days ago 
Picsart_24-03-19_19-32-04-599.jpg

বন্ধুরা প্রতিদিনের মতোই গতকালকে সেহেরিতে ওঠা, আর সময় মত খাবার খেয়ে নামাজ আদায় করে কিছু সময় মোবাইল ব্যবহার করি। তার একটু পরেই ঘুমিয়ে যায়, আর ঘুম থেকে উঠতে উঠতে ৮.৩০ বেজে যায়। আর গতকালকে ঘুম থেকে উঠে দেখি আকাশ অনেক মেঘলা।

IMG_20240318_192825.jpg

অনেকদিন হয় বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টির খুবই প্রয়োজন কারণ ফসল ভালো হওয়ার জন্য বৃষ্টির বিকল্প কিছুই নেই যতই পানি দেওয়া হোক না কেন। যাই হোক পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যেয়ে বসে থাকি আর একটু পরেই আমার দুইটা ছোট ভাইও আসে পরে তাদের সাথে বসে থেকে বেশ কিছু সময় গল্প করি।

IMG_20240318_170608.jpg

তাদের সাথে গল্প করে আমি বাসায় চলে আসি আর বাসায় এসে কিছু সময় পড়তে বসি। আর বেশ কিছু সময় পড়াশোনা করে শুয়ে থেকে কিছু সময় মোবাইল ব্যবহার করি।আর তার কিছু সময় পর আবার একটু বাইরে যায়। আর বাইরে যেয়ে দেখি ভাইয়া ছাগলকে খাস খেতে দিয়েছে। আমাদের বাসায় বেশকিছু ছাগল রয়েছে এটা আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন। আর ছাগলকে খাওয়ানোর জন্য ঘাস লাগানো হয়েছে।

যাই হোক কিছু সময় পরেই দুপুরের আযান হয়ে যায় পরে প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে রুমে চলে আসি। আর রুমে এসে শুয়ে থেকে বেশ কিছু সময় মোবাইল ব্যবহার করি সেই সাথে একটা পোস্টও লিখে ফেলি। বিকাল মুহূর্তে এতটাই খারাপ লাগে যে মোবাইল ব্যবহার করতে একদম ইচ্ছে করে না তারপরও করতে হয়।

পরে একটা পোস্ট লেখে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়ি। আর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু সময় খেলা দেখি। আপনারা হয়তো জানেন গতকালকে বাংলাদেশ বনাম শ্রীলংকার ওয়ানডে ম্যাচ ছিল। পরে বেশ কিছুক্ষণ খেলা দেখে একটু বাইরে বের হয়।

IMG_20240318_163234.jpg

আর বাইরে বের হয়ে দেখি ভাইয়া হাঁসের বাচ্চাকে খাওয়াচ্ছে। হাঁসের বাচ্চা গুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। ৪০ টা নিয়ে আসা হয়েছিল এখনো ৪০ টায় আছে। যদি সৃষ্টিকর্তা রহমতে সবগুলোই থাকে তাহলে ভালই হবে।

IMG_20240318_170904.jpg

পরে বাহিরে কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি আর বসে থেকে একটু মোবাইল দেখতে ছিলাম ইতি মধ্যেই ইফতারের সময় হয়ে যায়। পরে সবাই মিলে একসাথে প্রতিদিনের মতোই ইফতার করে নেয়।

পরে ইফতার শেষ করে রুমে চলে আসি, সারাদিন রোজা রাখার পর ইফতার করলে শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। যাইহোক পরে রুমে এসে কিছু সময় শুয়ে থেকে প্রতিদিনের মতো পড়তে বসি। আর বেশ কিছু সময় পড়াশোনা করার পরই তারাবি নামাজের সময় হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই তারাবি নামাজ আদায় করতে চলে যায় মসজিদে।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Friends, yesterday, like every day, I woke up for Sehri, ate food on time, prayed, and used my mobile for some time. After that, I fell asleep, and when I woke up, it was 8.30 am. And yesterday, when I woke up, I saw that the sky was very cloudy.

IMG_20240318_192825.jpg
It hasn't rained for a long time and rain is very much needed because there is no alternative to rain for good crops, no matter how much water is given. Anyway, I wake up later, freshen up, go outside and sit. After a while, my two younger brothers also come and we sit with them for a while.

IMG_20240318_170608.jpg
After talking to them, I went home and after coming home, I sat down to study for some time. And after studying for some time, I lay down and used my mobile for some time. And after some time, I went out again. And when I went out, I saw that my brother had fed the goats with khas. You may already know that we have several goats at our house. And grass has been planted to feed the goats.

Anyway, after some time, the noon call to prayer comes, then I take a bath in the afternoon like every day and go back to my room. And after coming back to my room, I lie down and use my mobile for some time and also write a post. I feel so bad in the afternoon that I don't feel like using my mobile at all, but I have to.

Later, after writing a post, I fell asleep like every day. And in the afternoon, I woke up, refreshed myself, and watched the game for a while. As you may know, yesterday was the Bangladesh vs. Sri Lanka ODI match. After watching the game for a while, I went out for a while.

IMG_20240318_163234.jpg
And when I went outside, I saw my brother feeding the ducklings. The ducklings had grown a lot. They had brought 40 of them, and there were still 40 of them. If by the grace of God, they all remain, it would be good.

IMG_20240318_170904.jpg
Later, after spending some time outside, I came home and sat down to look at my mobile phone for a while. It was already time for iftar. Later, everyone had iftar together like every day.

Later, after breaking my fast, I went to my room. After fasting all day, my body gets very tired after breaking my fast. Anyway, I came to my room and lay down for some time and studied like I do every day. And after studying for some time, it was time for Tarawih prayers. Later, I went to the mosque to perform Tarawih prayers like I do every day.

So friends, I'm saying goodbye here today. May everyone be well and healthy. Thank you.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp