বন্ধুরা যতদিন যাচ্ছে শীতের তাপমাত্রা তত বৃদ্ধি পাচ্ছে আজ দুদিন হয় অনেক বেশি ঠান্ডা পড়েছে সকাল মুহূর্তে কুয়াশায় ভরে যায়। আর সকাল মুহূর্তে প্রতিটি মানুষ একটু রোদের ছোঁয়া পেতে চায়। একটু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা রোদের দেখা মেলে কিন্তু রোদের তাপমাত্রা নেই বললেই চলে। শীতের দিনে শীত করবে এটাই স্বাভাবিক আর যত শীত পড়বে তত শীতের ইমেজ বোঝা যাবে।
যাইহোক যেহেতু শীত পড়েছে তাই সকালে উঠতে একদম ইচ্ছা করে না, মা সকাল সকাল ডাকতে ছিল একটু সাড়া দিয়ে আবারও নেপের নিচে। এইভাবে করতে করতে প্রায় ৯:৩০ টার পর ঘুম থেকে উঠি। আর ওটার পর প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে একটু বাইরে বের হই আর রোদকে উপভোগ করতে থাকি।
বসে বসে মোবাইল টিপতে ছিলাম আর এমন সময় আমার একটা ভাতিজি আমার কাছে এসে বসে। বর্তমান সময়ের ছোট বাচ্চাগুলো কম বয়সেই অনেক কথা বলতে পারে, আর তাদের কথা শুনে মনে হয় তাদেরকে যেন কথা শেখানো হয়েছে। আমার এই ভাতিজি টা অনেক কথা বলে কথা শুনলে মনে হয় অনেক বড় হয়ে গেছে। আমি বেশ কিছু সময় তার সাথে দুষ্টামি করতে থাকি সে অনেক দুষ্ট আর অনেক মিষ্টি। তার নাম হলো মনিরা কিন্তু সবাই তাকে পরী বলে ডাকে।
কিছু সময় রোদ পোহানোর পর বাসায় চলে আসি, আমাদের ধান এখনো জমিতে রয়েছে অতিরিক্ত শীত পড়ায় বাসায় নিয়ে আসতেছে না রোদের দেখা মিললেই বাসায় নিয়ে আসবে।আর হ্যাঁ যে জমিগুলোর ধান বাসায় নিয়ে আসা হয়েছিল সেই জমিগুলো সব চাষ শুরু করে দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যেই ভুট্টা রোপন করার কাজ চলবে। আর হ্যাঁ শীতের দিনে দুপুরের আগেই গোসল করতে ভালো লাগে কারণ দুপুরের পরেই যেন ঠান্ডা পড়ে যায়। তাই একটু তাড়াতাড়ি গোসল টা করেই নেই আর রুমে চলে আসি।
বর্তমানে কয়েকদিন হয় বাসায় তেমন কাজ নেই, তাই বাসায় থাকা হয় আর টুকটাক কাজ করা হয়। রুমে আসার পর শুয়ে থেকে কিছু সময় ফোন দেখি তারপরে দুপুরের খাবার খেয়ে নেই। আর খাবার খাওয়ার পর রুমে এসে কিছু সময় অনলাইনে কাজ করি তারপরে একটু ঘুমিয়ে যায়।
বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে গরুগুলোকে খেতে দেই আর যেন বিকাল হওয়ার সাথে সাথে শীত পড়া শুরু হয়ে গেছে। তাই শীতের পোশাক পরে বাইরে কিছু সময় হাঁটাহাঁটি করে রুমে চলে আসি। আর হ্যাঁ বর্তমান সময়ে পড়াশোনার জন্য প্রিপারেশন নিচ্ছি অনেকদিন হয় পড়াশোনা থেকে বাইরে আছি। যাই হোক রুমে এসে বসে ছিলাম পরে দেখি মা নুডুলস এনে দিল পরে নুডুলস টা খেয়ে একটু পড়তে বসি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।
Friends, as long as the winter temperature is increasing, it has been very cold for two days now, the morning is filled with fog. And every person wants to get a touch of sunshine in the morning. As the day progresses, some sunshine appears, but the temperature of the sun is not there. It is normal to feel cold in winter days and the more cold it is, the more the image of winter will be understood.
However, since it's winter, he doesn't want to get up in the morning at all, mother was calling him in the morning with a little response and again under the nape. I woke up after 9:30 doing this. And after that, like every day, after having breakfast, I went outside and enjoyed the sun.
I was sitting and pressing the mobile phone and at that time one of my nieces came and sat near me. Today's toddlers can talk a lot at a young age, and it sounds like they've been taught to talk. Hearing this niece of mine talking a lot seems to have grown up a lot. I kept mischievous with him for quite some time, he is very mischievous and very sweet. Her name is Monira but everyone calls her Pari.
After basking in the sun for some time, we came home, our paddy is still in the field due to excessive winter, we are not going to bring it home as soon as the sun shines. Work will continue. And yes, it is good to take a bath before noon on a winter day because it gets cold after noon. So I took a quick shower and went to the room.
Currently, there are days when there is not much work at home, so I have to stay at home and do some work. After coming to the room, lie down and look at the phone for some time, then do not eat lunch. And after eating I come to the room and work online for some time and then sleep a little.
I woke up in the afternoon and let the cows eat and it was as if the winter had started. So I put on winter clothes and walked outside for some time and went to the room. And yes, currently I am taking preparation for studies, I am out of studies for a long time. Anyway, I was sitting in the room, then I saw that mother brought noodles, after eating the noodles, I sat down to read a little. And that's how I spent my day yesterday.