বন্ধুরা অন্যান্য দিন থেকে শুক্রবারের দিন একটু অন্যভাবেই অতিবাহিত হয়। প্রতিটি মুসলমান শুক্রবার টা একটু অন্যভাবে অতিবাহিত করে এই দিন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের ধর্মে লিখিত আছে যে শুক্রবার হলো গরীবের হজের দিন । আর আমরা প্রতিটি মুসলমান শুক্রবারের দিনে আগে থেকেই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। যদি কাজ থাকে সেগুলো আগেই সেরে নেই তারপরও নামাজকে আগে আমরা মর্যাদা দিয়ে থাকি। যদিও শুধু শুক্রবারে নামাজ না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় প্রতিটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।
ঘুম থেকে উঠেছিলাম নয়টার দিকে আর ওটার পর ফ্রেশ হয়ে খাবার খাওয়ার পর বাসায় কিছু কাজ করি। যদিও বাসায় এখন তেমন কাজ নেই শুধু ধানের কাজ রয়েছে সেটা শুরু করব খুব তাড়াতাড়ি। সকালে একটু দেরি করে উঠলেই দ্রুত যেন দিনটা পার হয়ে যায়। যাই হোক কিছু সময় পরে প্রতিদিনের মতোই গোসল করে নেই আর শুক্রবার একটু তাড়াতাড়ি গোসল করে নেই কারণ সাড়ে বারোটায় আজান হয়।
আর গোসল করার পর ফ্রেশ হয়ে রেডি নেই মসজিদে যাওয়ার জন্য। আর মসজিদে যাওয়ার পর ইমাম সাহেবের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। এ সপ্তাহে আমাদের ইমাম সাহেব খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যেটা আমাদের প্রতিটি মানুষের জানার খুবই প্রয়োজন ছিল। পরে নামাজ শেষ করে দুইটার দিকে বাসায় চলে আসি আর বাসায় আসার পর কিছু সময় শুয়ে থাকি।
তার একটু পরেই দুপুরের খাবার খেয়ে নেই, আর খাওয়া শেষ হলে বাইরে কিছু সময় বসে ছিলাম। তারপরে রুমে এসে শুয়ে থেকে কিছু সময় মোবাইল ব্যবহার করি তার একটু পরে মা ডাকতে ছিল আর বলতেছিল চাউল গুড়া করে নিয়ে আসতে পরে মার কথা শুনে আমি চাউল নিয়ে যাই রাইস মেলে আর গুড়া করে নিয়ে আসি।
তার একটু পরেই বাসার কিছু কাজ ছিল সেগুলো করি আর বিকাল মুহূর্তে আমার ছোট ভাগিনা কে নিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। সৃষ্টিকর্তার রহমতে মনে হচ্ছে বাবু অনেক শান্ত হবে। আর শান্ত হলে বোনের জন্য অনেক সুবিধা কারণ ও বাইরে থাকে আর বাচ্চা নিয়ে থাকা একটু সমস্যায়। যদি বাচ্চা সান্ত্বনা না হয় তাহলে অনেক বেশি সমস্যা। আর এবার যাওয়ার পর আমার বড় ভাগনাকে স্কুলে ভর্তি করে দেবে তখন আর একটু সমস্যার মধ্যেই পড়তে হবে।
যাই হোক বেশ কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করার পর বাসায় চলে আসি। আর বোন দেখি চা রান্না করেছে পরে চা খাওয়ার পর বোনের সাথে বসে কিছু সময় গল্প করি। তারপরে একটু পরেই পড়তে বসি বর্তমান সময়ে প্রতিদিনই রাতে কিছু সময় পড়াশোনা করি। তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
Friends, Fridays are spent a little differently from other days. Every Muslim spends Friday a little differently, this is one of our most important days. It is written in our religion that Friday is the Hajj day of the poor. And we every Muslim prepare in advance to pray on Friday. If there are tasks that have not been completed yet, we give dignity to prayer first. However, it is the responsibility and duty of every Muslim to pray five times a day not only on Fridays.
I woke up around nine o'clock and after that after freshening up I did some work at home. Although there is not much work at home now, there is only rice work, I will start it very soon. If you wake up a little late in the morning, the day passes quickly. Anyway, after some time, I did not bathe as usual and on Friday I did not bathe a little early because the azaan is at half past twelve. the
And after taking a bath, you are not ready to go to the mosque. And after going to the mosque, I listened to the very important discussion of Imam Sahib. This week our Imam Sahib has discussed a very beautiful topic that every one of us needs to know. After finishing namaz, I came home around two o'clock and after coming home I slept for some time.
After that, I had lunch, and after eating I sat outside for a while. Then I came to the room and used the mobile for some time after that my mother called me and told me to bring the rice powder, after listening to my mother I took the rice and grinded the rice and brought it.
After that, I did some housework and in the afternoon I took my little niece for a walk along the road. By God's grace, it seems that Babu will be very calm. And if it's quiet, it's a lot of benefits for the sister because she's out and having a baby is a bit of a problem. If the baby is not comforted then there are many problems. And after leaving, my elder nephew will be admitted to school, then he will be in a little trouble.
Anyway, after walking outside for some time, I came home. And I saw that my sister had cooked tea and after having tea I sat with my sister and talked for some time.
ভাই দেখছি গত কয়েকদিন যাবত কমিউনিটিতে পোস্ট করছেন না।