আসক্ত

in r2cornell •  4 hours ago 

আসক্ত শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তাই না!

আসক্ত বা Addicted শব্দটা শুনলেই আমাদের মাথায় নেতিবাচক চিন্তাধারা ঘুরপাক খেতে থাকে। তবে আসক্তি তো ভালো কাজের প্রতিও হতে পারে। একেকজন একেক বিষয়ের প্রতি আসক্ত হতে পারে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xaom4nu5GFQBq2NtpXTiPTKcGZ2RD2hT6VLKn7Nh8WFitKW8QjCyGUNH65jat52t8a4R6yhDjaecEgPcH9iwtD45D1HYa.jpegsource

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z32ABUJs1N1ETv7H3VeFs8oB3XNXRbrkbSHgCkQrTveWemu4f1f66SvZwqe7HrJ3yfJYTfV2FiYpEyRYm9KyVxEFuQ2z2.jpegsource

ছোটবেলায় বই পুস্তকে পড়েছিলাম সমাজের ক্ষতি করে এমন কিছুর প্রতি আসক্ত ব্যক্তি হলো- সামাজিক ব্যাধি। যেকোনো বাজে কোনো কিছুর প্রতি আসক্ত যে কতটা ভয়ংকর সেটা আমরা সবাই জানি।

তাহলে এর ভয়াবহতা জানার পরও কেন আমরা আমাদের সন্তানদের আসক্ত করে তুলি।
অবাক হচ্ছেন আর ভাবছেন, কিভাবে আমার সন্তানকে কোনো বিষয়ে আসক্ত করে তুললাম ???

তাহলে একটা কথা বলি শুনুন,,,

প্রথমত,

  • আপনার সন্তান খেতে না চাইলে কি মোবাইলে কার্টুন বা গেম চালু করে ফোনটা হাতে ধরিয়ে দেন?

দ্বিতীয়ত,
সন্তান পড়তে বসতে না চাইলে কি তাকে ১ ঘন্টা পড়া আর ১ ঘন্টা কার্টুন দেখার অফার করেন?

তৃতীয়ত,
কোনো বিষয়ে নিয়ে কান্না করলেও কি এই একই কাজটা করেন?

এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে আমার ধারনাটাই তো সঠিক! আপনি আপনার সন্তানকে মোবাইলের প্রতি আসক্ত করে তুলছেন।

LcTxR7u1XKaa3e4T1EBuBP18JezPvjFFo8gNuE9CiKHBn4HXVoqtb457M5kvtfXMPT3aoKiwJT79q9KmJcXvAKbUNEjxPtsMAZP3UXUcYw7PRHwj4uWJc3d5wQUPuAvpUXGzDwEhxFSTSFVCpr5q1nQCe.jpegsource

LcTxR7u1XKaa3e4T1EBuBP18JezPvjFFo8gNuE9CiKHBn31m2GVPivpEMnwnArzNHLPEFnh9Q7F3fJaLQUnDvGGSPmzBErMe5FEQ1bWZn167hnb9YvGAS37d3vQfY8LAYJqRbpKAjJNV74a4aQfmPLTgJ.jpegsource

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpsgwA6hYcbB6LYTXoBpwJGK6RGWa7Lc8D3H9GadYY2rA6UzTUTD5JrqPX1BB9VdZurmBBitEfHctMPE3hUFz6vyfQRyexD8jJmzfDoC.jpegsource

আপনি ভাবতে পারেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এতে কি এমন হবে, এখন সবাই তো এমনই করে।

মোবাইল ফোনের তেজস্ক্রিয় আলো একজন পূর্ণবয়স্ক মানুষের চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর তাহলে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারনে ছোট বাচ্চাদের চোখের উপর কতটা প্রভাব ফেলছে, এবার ভেবে দেখেছেন কি??

শুধু তাই নয়,,,

এখন থেকেই যদি সন্তানের মোবাইলের প্রতি আসক্তি জন্মে যায় তাহলে যতদিন যাবে এটা তো ততই বৃদ্ধি পেতে থাকবে আর এটা আপনার সন্তানের পড়াশুনা তথা ভবিষ্যত জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

মোবাইল গেমিং বা অনলাইন গেমিং এ আসক্ত হওয়াটা যে কতটা মারাত্মক সেটা আমি নিজে খুব ভালো করেই জানি কারন সেটার ভুক্তভোগী ছিলাম আমি নিজে।

মনে আছে, এইত কয়েকবছর আগের কথা!

যখন প্রথম প্রথম করোনা মহামারীতে ছেয়ে গেলো গোটা বিশ্ব। ধীরে ধীরে এটা বিস্তার লাভ করতে থাকে আর অকালেই ঝরে যেতে থাকে লাখো প্রাণ। তখন স্কুল, কলেজ, কোচিং, সকল কর্মস্থল বন্দ করে দিলো।

রাস্তা দিয়ে সব সময় পুলিশ টহল দিত তাই রাস্তায় বেরোনো সম্ভব নয়। বাড়িতে বসে সারাদিন কি করবো? না আছে কাজ, না আছে পড়াশুনা, ঠিক তখনই বন্ধুদের পাল্লায় পড়ে অনলাইন গেম ডাউনলোড করলাম, সর্বনাশের শুরু এখান থেকেই।

হয়ে গেলাম গেমিং এর প্রতি আসক্ত। খাওয়া, ঘুম বাদে বাকি সময় শুধু গেমিং করতাম। নিজেও বুঝতাম যে আমি আসক্ত হয়ে পড়েছি তবুও ফিরতে পারতাম না এটা থেকে। এভাবে অনেক দিন চললো।

আস্তে আস্তে যখন কলেজ খুললো, একদিন রাগ করে সব ডিলিট করে দিলাম। এখন মাঝে মাঝে ভাবি জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছি।

আমরা হয়ত সাময়িকভাবে সন্তানকে খুশি রাখতে এসব করতে দিয়ে থাকি তবে ওদের অবুঝ মন অজান্তেই এটা প্রতি আসক্ত হয়ে পড়ে। আমি এমনও অনেক বাচ্চা দেখেছি যাদের ফোনে কার্টুন না দেখানো পর্যন্ত কোনোভাবেই খাওয়ানা সম্ভব না।

ফোনে কার্টুন চালিয়ে দিলে ওদের চোখ থাকে ফোনের দিকে আর এদিকে খাওয়া চলতে থাকে। সত্যি বলতে আমার কাছে অনেক বেশি বিরক্তির কারন এটা। তাই এটা আরও ভয়ংকর রূপ ধারন করার পূর্বে এখনই বাধাদান করা উচিত।

এখন ছোটো ছোটো বাচ্চারা মাঠে গিয়ে ধুলাবালি মেখে খেলাধুলা করার বদলে ঘরে বসে মোবাইলে গেম খেলে। যেটা শুধুমাত্র তাদের শারীরিক দিক নয় বরং তাদের মানসিক দিক থেকে চাপ অনুভব করে।

আমি প্রথমেই বলেছিলাম,

ভালো কাজের প্রতিও আসক্তি হয়ে থাকে। যেমন- অনেকেই আছে আমাদের আশেপাশে যারা বই পড়ার প্রতি অনেক বেশি আসক্ত, এটা নিঃসন্দেহে খুবই ভালো একটা কাজ।

ভালো কাজের তো শেষ নেই, সব সময় চেষ্টা করা উচিত অন্তত আমরা নিজেরাই আমাদের সন্তানকে বাজে কিছুর দিকে ঠেলে না দিয়ে বিপরীতে ভালো কাজের প্রতি আসক্ত করে তোলার চেষ্টা করা। আমরা তো কেবল চেষ্টাই করতে পারি বাকিটা সৃষ্টিকর্তার হাতে।

এখানে অনেক গুণিজন রয়েছেন, জানিনা তারা আমার এই কথাগুলোর সাথে সহমত হবেন কিনা। বিষয়টা খুব সাধারণ তবে এটা থেকেই অনেক অস্বাভাবিক কিছু ঘটে যেতে পারে। তাই মনে হলো কথাগুলো শেয়ার করি।

We are all more or less familiar with the word addict, aren't we!

When we hear the word "addicted" negative thoughts start spinning in our head. But addiction can also be to good deeds. Everyone can be addicted to different things.

As a child I read in books that a person addicted to something that harms society is a social disorder. We all know how terrible it is to be addicted to anything bad.

So why do we get our children addicted despite knowing its horrors?
Wondering how to get my child addicted to something???

So let me tell you something.

First of all,

If your child does not want to eat, do you turn on the cartoon or game on the mobile and hand the phone over?

secondly,
If the child does not want to sit down to read, do you offer him 1 hour of reading and 1 hour of watching cartoons?

thirdly,
Do you do the same thing when you cry about something?

If you have done these things, then my idea is correct! You are making your child addicted to mobile.

As you might think, this is a very natural thing. What will happen to it, everyone does it now.

Radiant light of mobile phone is much more harmful for the eyes of an adult person, then how much effect is it on the eyes of small children due to excessive use of mobile phones, have you thought about it??

Not only that,

If the child's addiction to mobile is born from now then it will continue to increase as long as it goes and it can become an obstacle in the way of improvement in your child's education and future life.

I myself know very well how dangerous it is to be addicted to mobile gaming or online gaming because I myself have been a victim of it.

When the first corona epidemic covered the whole world. Slowly it spread and millions of lives were lost prematurely. Then schools, colleges, coaching, all workplaces were closed.

Police patrolled the road all the time so it was not possible to go out on the road. What to do all day sitting at home? There is no work, no study, just then I fell in line with my friends and downloaded online games, the disaster started from here.

I became addicted to gaming. Except for eating and sleeping, the rest of the time I used to just play games. Even though I knew I was addicted, I couldn't come back from it. This went on for a long time.

When the college opened slowly, one day I got angry and deleted everything. Now sometimes I think that I have wasted a lot of important time in my life.

We may allow the child to do these things temporarily to keep them happy but their stupid minds unknowingly become addicted to it. I have also seen many children who cannot be fed unless they show a cartoon on their phone.

If the cartoon is played on the phone, their eyes will be on the phone and they will continue to eat. To be honest, it annoys me a lot. So it should be stopped now before it takes a more dangerous form.

Now, instead of going to the field and playing dusty sports, small children sit at home and play mobile games. Which not only stresses them physically but also emotionally.

I said first,

There is also addiction to good deeds. For example, there are many people around us who are very much addicted to reading books, it is undoubtedly a very good thing to do.

There is no end to good deeds, we should always try at least to make our children addicted to good deeds instead of pushing them towards bad things. We can only try and the rest is in the hands of the Creator.

There are many geniuses here, I don't know if they will agree with my words. It's a very common thing, but something extraordinary can happen out of it. So I thought I'd share the words.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!