সুন্দর একটি দিন

in r2cornell •  yesterday 
Picsart_25-01-10_19-00-26-245.jpg

আমাদের বাসায় একটা গাভী ছিল, কয়েকদিনের মধ্যে বাচ্চা হওয়ার কথা কিন্তু গতকাল সকালে গোয়াল ঘরে যেয়ে দেখি বাচ্চা একা একাই হয়ে আছে। সৃষ্টিকর্তার কি রহমত,, যেখানে মানুষের বাচ্চা হওয়ার জন্য কত চিকিৎসা কত সাবধানতা,, কত যত্ন নেওয়ার পরেই একটা বাচ্চা জন্ম দেই। আর সেখানে একটা পশু কোন মানুষের সাহায্য ছাড়াই বাচ্চা জন্ম দেই। আর এখান থেকেই আমরা অনেক কিছু বুঝতে পারি যে সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই করতে পারেন।

IMG_20250109_184940.jpg

যদিও এরকম অনেক গবাদি পশু একা একাই বাচ্চা জন্ম দিয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় মানুষ না থাকার জন্য গবাদি পশুর বাচ্চার অনেক সমস্যা দেখা দেয়। আর হ্যাঁ বাসায় গবাদি পশু থাকলে দুধ খাওয়ার জন্য অনেক সুবিধা হয়। আমরা বাজারে যে দুধ পেয়ে থাকি অনেক সময় সেগুলো ভেজাল থাকে আর বেশিরভাগ গুলোই বিদেশী গাভীর দুধ হয়ে থাকে। কিন্তু বিদেশি গরুর দুধের চাইতে দেশি গরুর দুধের স্বাদ অনেক বেশি।

যাইহোক ঘুম থেকে ওঠার পর বাছুর দেখে অনেক ভালো লাগতেছিল। তারপর প্রতিদিনের মধ্যেই ফ্রেশ হয়ে গরুগুলোকে খেতে দেই তারপর আমিও সকালের খাবার খেয়ে বাসায় কিছু কাজ ছিল সেগুলো করতে থাকি। তুলনামূলক শীত অনেকটা কমে গেছে। দশটা বাজতে বাজতে অনেক রোদের দেখা পাওয়া যায় আর শীতের দিনে রোদের দেখা পেলে অনেক ভালো লাগে।

IMG_20250109_185800.jpg

কিছু সময় পরেই প্রতিদিনের মতো গোসল করে নেই। আর রোদের মধ্যে গোসল করতে অনেক ভালো লাগে যদিও শীতের সময় গোসল করতে খুব বেশি ইচ্ছে করে না তারপরও প্রতিদিনের গোসল করি। আর গোসল করার পর রুমে চলে এসে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখতে থাকি। তার একটু পরেই দুপুরের খাবার খেয়ে অনলাইনে কিছু কাজ ছিল সেগুলো করি।

IMG_20250109_151321.jpg

বিকাল মুহূর্তে বাসার কিছু কাজ ছিল সেগুলো করি। তারপর একটু ক্রিকেট খেলতে যাওয়ার জন্য প্রস্তুত নেই কিন্তু ভালো লাগতেছিল না তাই আর ক্রিকেট খেলতে যাই না। পরে হাঁটতে হাঁটতে আমাদের একটা জমি রয়েছে সেদিকে যায় আর সেখানে গিয়ে দেখি আমার একটা বন্ধু শাক উঠাচ্ছে। আর এই বন্ধুরা প্রতিবছরই জমিতে অনেক শাক লাগিয়ে থাকে আর এ বছরও লাগিয়েছে। পরে আমি তাকে জিজ্ঞেস করি এ বছরে কত টাকার শাক বিক্রি করেছে। সে আমাকে বলে প্রায় এক লাখ টাকার মত শাক বিক্রি করেছে‌। শুনে আমি একটু আশ্চর্য হয়ে যায়।

IMG_20250109_152232.jpg

আসলে এ বছরে সব সবজির দাম অনেক বেশি ছিল আর ওরা যখন শাক তুলেছিল তখন শাকের মূল্য অনেক বেশি ছিল। যার ফলে এত টাকা উপার্জন করতে পেরেছে। যাইহোক পরে আমি তার সাথে কিছুক্ষণ গল্প করার পর বাসায় চলে আসি। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে তাই বাসায় এসে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে প্রতিদিনের মতই পড়তে বসি। আর এভাবেই আমি আমার গতকালকে দিনটি অতিবাহিত করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!