![]() |
---|
এই পৃথিবীতে যদি একটা জিনিস খেয়াল করে দেখি তাহলে বুঝতে পারবো প্রতিটি মানুষ অনেক বেশি ব্যস্ত।। এত বেশি ব্যস্ত যে আমরা আমাদের আপন মানুষদের সময় দেয়ার মত সময় আমাদের হয় না। যে কারণে হাজারো সম্পর্ক আজ বিষন্ন হয়ে যাচ্ছে শুধুমাত্র সময় না দেওয়ার কারণে।। প্রতিটি মানুষ চায় তার আপন মানুষগুলো যেন তাকে একটু সময় দেয় ।।
![]() |
---|
আমরা মানুষ এমন হয়ে গেছি যে, আমাদের চাহিদার শেষ নেই।। আমরা নিজেরাও জানিনা আমাদের কত অর্থের প্রয়োজন,, কত অর্থ হলে আমরা সুখী। আমরা প্রতিটি মানুষ অর্থের পেছনে এমনভাবে ছুটছি যে আর কোন দিকে খেয়াল করার সময় নেই শুধু মনে করি আমাদের শুধু অর্থের প্রয়োজন। যার যত অর্থ সে ততো চিন্তিত কিভাবে তার অর্থ দ্বিগুণ করা যায় ।। আর এই ভাবতে ভাবতে আমাদের আপন মানুষ গুলো দিন দিন যেন পর হয়ে যাচ্ছে তার পরও আমরা একটুও ভাবার চেষ্টা করি না।
![]() |
---|
আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাদের আপন মানুষগুলো আপনাদের কাছে বেশি কিছু চায়না শুধুমাত্র সময় আর ভালোবাসা চায়। আর এই চাওয়াটা যদি আমরা আপন মানুষদেরকে না দিতে পারি তাহলে আমরা কখনো আপন মানুষ হতে পারব না। আমাদের আপন মানুষগুলো চায় আমরা যেন তাদেরকে একটু সময় দিই তাদের সাথে ভালোভাবে কথা বলি।। কিন্তু এই ব্যস্ত শহরে যেন আমরা এইটুকু করতে পারিনা।
কোথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না।। ঠিক সে রকমই আমাদের আপন মানুষগুলো কাছে আছে তাদের মর্ম আমরা বুঝতে পারছি না কিন্তু যখন চলে যাবে তখন ঠিকই বুঝতে পারব। তখন বুঝেও আর কাজ হবে না কারণ সে এতদিনে পর হয়ে গেছে।। শুধুমাত্র অবহেলার কারণে তাই আমাদের আপন মানুষদের সময় দেওয়া উচিত।
আমি মনে করি আমাদের সম্পর্ক ভালো রাখার জন্য অর্থের চাইতে ও সময়ের প্রয়োজন বেশি। কারণ অর্থ আপনি চাইলে উপার্জন করতে পারবেন কিন্তু আপনি চাইলে আপনার মনের মত মানুষ কখনো খুঁজে পাবেন না। তাই আপন মানুষদেরকে সময় দেওয়া আমাদের অতি প্রয়োজন। যে জিনিসটা আমরা খুবই কম মানুষ বুঝে থাকি যে আমাদের আপন মানুষদের আসলেই সময় দেওয়া উচিত।।
অনেক সময় এমনও হয়ে যায় একজন মানুষ অর্থের পেছনে ছুটে তার স্ত্রীকে সঠিক সময় দেয় না আর এই কারণে অনেক স্ত্রী আজ পরকীয়ার সাথে লিপ্ত। আমি মনে করি এই দায়ভার আমরা নিজেরাই।। আর এরকম খবর আমরা প্রায় দেখতে পাই ফেসবুক ইউটিউবে। তাই আমি মনে করি আমাদের আপন মানুষদের সময় দেওয়াটা অনেক বেশি প্রয়োজন কারণ তারাও মানুষ তাদেরও মনের আকাঙ্ক্ষা আছে। শুধু অর্থ দিয়ে মানুষের সব চাহিদা পূরণ হয় না।