বন্ধুরা দেখতে দেখতে 2025 সালের তিন টা দিন ইতিমধ্যেই অতিবাহিত করে ফেললাম। কিভাবে কোন দিক দিয়ে তিনটা দিন চলে গেল একটুও বুঝতে পারলাম না। সময় যেন খুব দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে। আর নতুন বছর সবার হয়তো অনেক ভালো ভাবে কাটছে আর দোয়া করি সকলের ২০২৫ সাল যেন ভালোভাবে অতিবাহিত হয় এবং সবার স্বপ্ন যেন পূরণ হয়।।
নতুন বছর আসার পর থেকে শীত যেন বেড়েই চলছে তবুও গতকালকে রোদের দেখা পেয়েছিলাম। ঘুম থেকে উঠেছিলাম ৭.৩০ মিনিটে এত সকালে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে বোন চলে যাবে। যদিও আরো দুইটা দিন আগে চলে যেত কিন্তু ভোটার হওয়ার জন্য দুটো দিন অপেক্ষা করেছে তবুও হতে পারল না।। এখন নাকি ২০ তারিখের পর থেকে বাড়িতে বাড়িতে যেয়ে নতুন ভোটার নেবে।
যাই হোক বোন চলে যাবে সেজন্য মনটা ভীষণ খারাপ ছিল, বিশেষ করে ভাগ্নাদের জন্য। ছোট ভাগনাকে দেখলে মনটা ভরে যায় আর এখন চলে যাবে সত্যি অনেক কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার ছিল। বোনের গাড়ি ছিল ৯.১৫ মিনিটে তাই বাসা থেকে বের হয়েছিলাম ৮.০০ একটু পরে। আমরা যাওয়ার একটু পরেই গাড়ি চলে আসে পরে বোনকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। আর হ্যাঁ বোন পঞ্চগড় দেবীগঞ্জে থাকে।
বাসায় আসার পর পাশের বাসার একটা ভাইকে দেখতে যায়। সে মূলত ঢাকায় থাকে ভোটার হওয়ার জন্য এসেছে আর আসার পর হঠাৎ করেই মারাত্মকভাবে এক্সিডেন্ট করেছে, তাই তাকে দেখতে যায়। তিনদিন হসপিটালে ভর্তি ছিল ব্যস্ততার জন্য হসপিটালে যেতে পারিনি এখন বাসায় নিয়ে এসেছে,, তাই ভাবলাম যেয়ে দেখে আসি। পরে সেখানে যাওয়ার পর উনার সাথে দেখা করে কিছুক্ষণ গল্প করি আর সেখান থেকে বাসায় চলে আসি।
গতকাল ছিল শুক্রবার, তাই বাসায় আসার পর গোসল করে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে নেই। পরে মসজিদে যেয়ে ইমাম সাহেবের কিছু আলোচনা শোনার পর নামাজ আদায় করে বাসায় চলে আসি। আর বাসায় আসার পর দুপুরের খাবার খেয়ে রুমে কিছু সময় শুয়ে ছিলাম।
তার একটু পরেই আমার চাচাতো ভাই ডাকতে আসে বলে যে ক্রিকেট খেলবে। আগে এই সময়ে আমরা বন্ধুরা মিলে ক্রিকেট খেলার টুর্নামেন্ট আয়োজন করতাম কারণ এই সময়ে অনেক জমি ফাঁকা থাকতো। বর্তমান সময়ে আগের মত সেরকম ক্রিকেট খেলার টুর্নামেন্ট আয়োজন করার সময় হয়ে ওঠেনা কারণ সবাই অনেক ব্যস্ত সেই সাথে জমি ফাঁকা থাকে না।
পরে চাচাতো ভাইয়ের সাথে ক্রিকেট খেলতে যায়, বাসা থেকে একটু দূরে।। ফাঁকা জমিতে ছোট ভাইয়েরা মাঠ দিয়েছে। পরে ছোট ভাইদের সাথে খুবই আনন্দের সাথে দীর্ঘ সময় ক্রিকেট খেলি। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে খেলা শেষ করে বাসায় চলে আসি আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে পড়তে বসি। আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।।