pexels |
---|
জীবনে চলার পথে মানুষ কখনো একা বসবাস করতে পারে না। পরিবার আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী সকলকে নিয়ে,, মানুষ পৃথিবীতে বসবাস করে থাকে। কিন্তু জীবনে চলার পথে অনেক সময় অনেক কারণে অনেক মানুষের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন অনেক সময় প্রয়োজনে আমরা কাউকে পাশে পাই না। তখন আমাদের অনেক রাগ বা অভিমান হয় অনেকের উপর কারণ সেই মুহূর্তে সেই ব্যক্তিকে অনেক বেশি প্রয়োজন পড়ে।
pexels |
---|
পৃথিবীতে কোন মানুষ একা কখনো বসবাস বা সামনে এগিয়ে যেতে পারবে না। কারো না কারো সাহায্য বা কারো না কারো পরামর্শে একজন মানুষ জীবনে অনেক কিছু করতে সক্ষম হয়। কিন্তু এই পরিস্থিতিতে কারো সাহায্য বা কারো পরামর্শ আমরা চাইলেও পাই না। আর প্রয়োজনে আমরা সেটা না পাওয়ার জন্য অনেক সময় জীবনের মোড় যেন ঘুরে যায়।
আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলি। যখন আমি এসএসসি পরীক্ষায় পাস করি তখন আমাকে অনেকেই অনেক পরামর্শ দেয় অনেক জায়গায় ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমি কোনভাবেই সঠিক পরামর্শ পাচ্ছিলাম না। অথচ আমার বন্ধুরা সঠিক মানুষের পরামর্শে সঠিক জায়গায় ভর্তি হওয়ার পরিকল্পনা করে ফেলেছে। ।
pexels |
---|
বেশ কয়েকজনের পরামর্শে আমি অনার্স করার পরিকল্পনা নেই।। আর যখন অনার্সে ভর্তি হয়ে যায় তখন একজন আমাকে পরামর্শ দেয় তুমি অনার্স না করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রিপারেশন নিতে পারতে এবং তিনি আরো কিছু গাইডলাইন আমাকে দেয়। দুর্ভাগ্যশত ইতিমধ্যেই আমি অনার্সে এডমিসন হয়ে গেছি। আর তখন আমি ভাবতেছিলাম যদি ওনার সাথে আমার আগে দেখা হতো তাহলে নিশ্চয়ই আমি ভার্সিটির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম।
আসলে কিছু কিছু মানুষের,, নিজেদের ট্যালেন্ট দ্বারা অন্য ব্যক্তিরা সামনের দিকে এগিয়ে যেতে পারে কিন্তু সেই এগিয়ে যাওয়াটা তার পক্ষে অনেক বেশি কঠিন হয়। প্রতিটি মানুষের একটা জিনিস মাথায় রাখা উচিত যে মানুষ একটি সামাজিক জীব। আর এই সামাজিক জীবের অনেক দায়িত্ব থাকে সেটা সমাজের প্রতি হোক বা অন্যান্য মানুষের প্রতি। আমরা যদি মানুষের সাহায্য নিয়ে সামনের দিকে সৎ ভাবে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো।।
যদি আমাদের খারাপ পরিস্থিতির সময় আমাদের কাছের মানুষ বা বন্ধুরা পাশে না থাকে। তাহলে তারা কখনো আমাদের প্রিয় মানুষ হতে পারে না। প্রিয় মানুষ তারাই যারা কিনা খারাপ পরিস্থিতির সময় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াবে সাহায্য করবে। আর এই খারাপ সময় যে ব্যক্তি গুলো পাশে থাকবে তারাই হলো জীবনের সবচাইতে প্রিয় মানুষ।
এইজন্য আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যারা কিনা খারাপ সময় দূরে সরে যায় এবং বিভিন্ন অজুহাত দেখায় তাদের মত মানুষ আমাদের জীবনে না রাখাই ভালো। যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে এবং প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থাকবে এরকম মানুষই জীবনে রাখা দরকার।।