কেমন আছেন বন্ধুরা আশা করি প্রত্যেকে অনেক ভাল আছেন সুস্থ আছেন আমিও সৃষ্টিকর্তা রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি। আজকে আবার আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম চলুন তাহলে শুরু করা যাক।
শীতের সময় শীত পড়বে আর গরমের সময় গরম করবে এটাই প্রাকৃতিক নিয়ম। তাই যখন যে রকম আবহাওয়া হোক না কেন সব আমাদের মেনে নিতে হবে। বর্তমান সময়ে আবারও শীত পড়েছে আর এই শীতে মানুষজন অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে কারণ হঠাৎ করে রোদ উঠে আবার হঠাৎ শীত এতে করে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে।
যাই হোক গতকালকে ঘুম থেকে উঠেছিলাম নয়টার পর আর ওঠার পর ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে কিছু সময় রুমে বসে ছিলাম। তার একটু পরেই বাবা বলতেছিল ধান মাড়াই করবে যদিও অল্প কিছু ধান রয়েছে। পরে আমি বললাম ঠিক আছে তাহলে ধান মাড়াই করি। পরে সবকিছু রেডি করে নিলাম আর এমন সময় বিদ্যুৎ চলে গেল। তখন অনেকটা রাগ উঠে যাচ্ছিল কারণ সবকিছু রেডি করার পর বিদ্যুৎ চলে গেল।
পরে কি আর করা কিছু সময় বসে থাকতেই আবারও বিদ্যুৎ আসলো পরে ধান মাড়াইরের কাজ শুরু করে দিলাম। একটা পরিবারে অনেক কাজ থাকে আর সেই কাজ শুধু বাবার উপর ছেড়ে দিলে হয় না, সন্তানের ও অনেক দায়িত্ব থাকে। তাই যতটুকু পারি বাবাকে সাহায্য করি, এতে করে বাবারও অনেক উপকার হয় সেই সাথে আমারও অনেক দক্ষ হচ্ছে।
যাইহোক প্রায় দুপুর পর্যন্ত এই ধানের কাজ করি, তারপর গোসল করে নেই তুলনামূলক অনেক দেরি হয়ে গেছে গোসল করতে কারণ কাজ করতে করতে দুইটা বেজে গেছিল।। আর শীতের মধ্যে দুইটার সময় গোসল করতে একটুও ইচ্ছা করছিল না তারপরও গোসলটা করে নিলাম। আর গোসল করার পর প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি। বেশ ঠান্ডা করতে ছিল সেজন্য নাপের নিচে ঢুকে শুয়ে থেকে বেশ কিছু সময় ফোন দেখলাম।
তারপর একটু বাইরে বের হই আর বাসার কিছু কাজ ছিল সেগুলো করি। বিকাল মুহূর্তে একটু ক্রিকেট খেলার মাঠে যাই যেয়ে দেখি ছোট ভাইয়েরা ইতিমধ্যেই খেলা শুরু করে দিয়েছে পরে আমিও তাদের সাথে যুক্ত হই। ক্রিকেট খেলা দেখলে আমার খুব খেলতে ইচ্ছে করে,, তাই খেলা দেখলেই মাঠে নেমে যায়। পরে বেশ কিছু সময় ক্রিকেট খেলে বাসায় চলে আসে ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে।
আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে দুইটা মিষ্টি খাই তারপর প্রতিদিনের মতোই পড়তে বসি। আর এর মধ্যে আমার একটা বন্ধু ফোন করে বলে একটু বাজারে যেতে। আপনারা জানেন আমার এক বন্ধুর বিয়ে ১২ তারিখ আর এই বিষয়ে আলোচনা করব। পরে আমি বাজারে যাই আর বন্ধুদের সাথে এ বিষয়ে আলোচনা করি আর সেখান থেকে বাসায় চলে আসি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।