শীতের প্রবাহ বর্তমান সময়ে কিছুটা কম সকালে উঠতেই রোদের দেখা পাওয়া যায়, যদিও রাতে বেশ ঠান্ডা পড়ে। আর হ্যাঁ ঘুম থেকে উঠতেও খুব বেশি তাড়া নেই বাসায় তেমন কাজ নেই। ঘুম থেকে উঠেছিলাম নয়টার পর আর ওঠে ফ্রেশ হয়ে বাইরে কিছু সময় বসে ছিলাম।
আপনারা জানেন বোন এসেছে তাই এখন বেশ আনন্দের সাথেই সময় গুলো পার হচ্ছে। বোন বাসায় থাকলে অনেক ভালো লাগে গল্প করার একজন মানুষ থাকে। ঘুম থেকে উঠার পর বাইরে যেয়ে রোদে বসে থেকে বোনের সাথে কিছু সময় গল্প করতে ছিলাম তারপরে সকলের খাবার খেয়ে নেয়। বর্তমান সময়ে দিন কিছুটা বড় হতে শুরু করেছে আসলে দিন ছোট থাকলে মুহূর্তের মধ্যেই একটি দিন পার হয়ে যায়।
আর হ্যাঁ আমরা নতুন বছরের খুবই কাছাকাছি এসে গেছি আর মাত্র চার-পাঁচটা দিন তারপরে আমরা নতুন বছরে দেখা পাব আর ২০২৪ সালকে বিদায় জানাবো। যাই হোক বাসায় কিছু ধান সিদ্ধ করেছে সেখানে কিছু সময় মাকে সাহায্য করতেছিলাম। বর্তমান সময়ে রোদ উঠেছে তাই ধান শুকানোর কোন ঝামেলা নেই।
বেশ কিছু সময় বাহিরে থাকার পর রুমে চলে আসি আর কিছু সময় ফোন দেখতে থাকি। তার একটু পরেই আজান হয়ে যায় তাই দেরি না করে প্রতিদিনের মতোই গোসল করে নেই আর বাইরে এসে কিছু সময় রোদ উপভোগ করি। তারপরেই প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে নেই। আর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে থেকে কিছু সময় অনলাইনের কাজ করি। এদিকে বোন বলতেছিল পুটিন বানাবে, আর বাসায় সব ছিল।
বিকাল মুহূর্তে বোন পুটিন তৈরি করে আর দেখতে বেশ মজাদার ছিল। আর আমাকে বলতেছিল খেয়ে একটু রিভিউ দিতে অবশেষে আমি খাওয়ার পর প্রথম অবস্থায় ব্যাড রিভিউ দিলাম পরে বললাম না সব ঠিক আছে ভালোই হয়েছে। তার একটু পরেই বাসার কিছু কাজ ছিল সেগুলো ছেড়ে নেই।
আর হ্যাঁ বর্তমান সময়ে পড়াশোনা দিকেও বেশ মনোযোগী দিচ্ছি প্রতিদিনই ১-২ ঘন্টা পড়তে বসি যদিও পড়তে ইচ্ছে করেনা। আর ফাইনাল ইয়ারে উঠে গেছি ভালোভাবে অনার্সটা পাস করতে পারলেই হয়। যাই হোক কিছু সময় পরেই আমার ছোট ভাইগ্না কে নিয়ে বিছানার উপর খেলা করতে থাকি। এখন ধীরে ধীরে বড় হচ্ছে আর কথা বলার চেষ্টা করে। দেখতে দেখতে ছয় মাস অতিবাহিত হয়ে গেল এখন বেশ বাড়তি খাবারও খাওয়া শিখেছে।
আর কয়েকদিন থাকার পর বোন আমারও চলে যাবে তখন অনেক বেশি খারাপ লাগবে। ছোট ভাগনাকে দেখলেই মনটা জুড়িয়ে যায়, যখনই খুলে নিব অনেক খুশি হয়। যাই হোক এভাবেই আমি আমার একটা দিন অতিবাহিত করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
The winter current is a little less sunny at dawn, although it gets quite cold at night. And yes, there is no rush to wake up, there is not much work at home. I woke up after nine o'clock and sat outside for some time after getting fresh.
You know that sister has arrived so now the time is passing very happily. It is very nice to have a sister to talk to when she is at home. After waking up, I went outside to sit in the sun and chat with my sister for some time, then everyone ate their food. Nowadays the days have started getting a bit longer in fact if the days are shorter then a day passes in no time.
And yes we are very close to new year and only four or five days then we will meet in new year and say goodbye to 2024. Anyway, I boiled some rice at home and helped my mother there for some time. At present the sun has risen so there is no problem in drying the paddy.
After staying outside for some time, I went to the room and looked at the phone for some time. After that, Azan is called, so I don't take a bath as usual and come out and enjoy the sun for some time. After that he did not eat lunch as usual. And after eating I came to the room and lay down and worked online for some time. Meanwhile, the sister was saying she would make poutine, and there was everything at home.
In the afternoon the sisters made poutine and it was quite fun to watch. And they told me to give a little review after eating. Finally, after eating, I gave a bad review in the first place, then I said no, everything is fine, it was good. A little later he had some housework to do.
And yes, at present I am paying attention to my studies and I sit for 1-2 hours every day even though I don't want to read. And I got up to the final year only if I can pass the honors well. Anyway after some time I started playing on the bed with my little niece. Now slowly growing up and trying to talk. Six months have passed and now he has learned to eat extra food.