Mental torture

in r2cornell •  19 days ago 

A few days ago, after dinner, I went up to the roof for a while. While doing some shopping on the roof, I saw a middle-aged boy standing at the corner of the roof in a very worried state. After talking to him for a while, I found out that the boy also lives in the same mess where I live, his room is right next to mine. I am a new guy, so maybe I haven't noticed his movements for a while. After getting to know him, I have been talking to him regularly for a few days. My post today is about what I have learned about him in these few days of acquaintance.

download.jpegsource

download (1).jpegsource

Last year, he took the HSC exam. His results in the exam were surprising to everyone. I mean, full marks in every subject. He was one of the few students in his police station who got Golden A+. Not only did he do well in this exam, he also passed all the board exams in the past classes with a GPA-5. After he took the exam last year, he was admitted to medical coaching at the request of his family. After three months of coaching, when the Bangladesh Medical Admission Test was held, he also participated in it.

But unfortunately he did not get the chance. His family is very upset with him. They taunt him for various reasons, saying that his father's friend's son got the chance, why did he not get it? His family sometimes even gives him food. He is getting very mentally disturbed day by day due to such mental torture from his family. He left home because his parents did not treat him well at home and is now coaching us to give the second time medical exam. Every time I meet him, I see that he is very depressed. I think his family is the only one to blame for his situation.

A few days ago, I read a news that a student studying in a reputed university committed suicide by jumping from the roof because he could not get good results in the exam. A person does such things only when he is in a lot of depression. And family mental torture plays a major role behind these depressions. When boys or girls commit suicide while dealing with severe depression, the family members who are forcing them to do such heinous acts are the ones who cry the most

কয়েকদিন আগের ঘটনা, রাতের খাবার পর একটু ছাদে উঠেছিলাম। ছাদে পাইচারি করতে করতে সেখানে দেখলাম একজন মাঝ বয়সি ছেলে খুবই চিন্তিত অবস্থায় ছাদের কোণায় দাঁড়িয়ে আছে৷তার সাথে কিছুক্ষন কথা বলার পর জানতে পারলাম, আমি যে মেসে ভাড়া থাকি ওই ছেলেও সেই মেসেই থাকে, আমার রুমের ঠিক পাশেই তার রুম।আমি নতুন উঠেছি তাই হয়তো তার চলাচল আমার দৃষ্টিগোচর হয়নি এতোদিন। পরিচিত হবার পর বেশ ক'দিন হলো তার সাথে নিয়মিতই কথা হয় বা হচ্ছে।এই ক'দিনের পরিচয়ে তার সম্পর্কে যা জানতে পেরেছি তা নিয়েই আমার আজকের পোস্ট।

গত বছর সে এইচএসসি পরিক্ষা দিয়েছিলো।পরিক্ষায় রেজাল্ট করেছিলো সবাইকে অবাক করে দেওয়ার মতো। মানে প্রত্যেকটা বিষয়েই ফুল মার্ক।তার থানায় যতজন গোল্ডেন A+ পেয়েছিলো, তার মধ্যে সেও একজন।সে যে শুধু এই পরিক্ষায় ভালো করেছে তা কিন্তু না,বিগত ক্লাসগুলোতে যতগুলো বোর্ড পরিক্ষা হয়েছে সবগুলোতেই সে জিপিএ-৫ পেয়ে পাশ করেছে৷সে গত বছর পরিক্ষা দেওয়ার পর পরিবারের ইচ্ছায় তাকে ভর্তি করানো হয়ছিলো মেডিকেল কোচিংয়ে। তিনমাস কোচিং করার পর যখন বাংলাদেশ মেডিকেল ভর্তি পরিক্ষা হয়েছিলো, সেও সেখানে অংশগ্রহণ করেছিলো।

কিন্তু দূর্ভাগ্যজনক সে চান্স পায়নি। এতে তার পরিবার তার উপর খুবই মনঃক্ষুণ্ন। তাকে নানা কারণে খোটা দেয় এই বলে যে, তার বাবার অমুক বন্ধুর ছেলে নাকি চান্স পেয়েছে,সে কেনো পেলো না।এই নিয়ে তাকে মাঝে মাঝে খাওয়ার খোটাও দেয় তার পরিবার৷ পরিবারের পক্ষ হতে এমন মানসিক টর্চারে সে দিনে দিনে খুবই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে৷ বাড়িতে বাবা মা খুব ভালো ব্যবহার করে না বলে সে বাড়ি ছেড়ে আমাদের এই মেসে উঠে এখন সেকেন্ড টাইম মেডিকেল পরিক্ষা দেওয়ার জন্য কোচিং করছে৷তার সাথে যতবার দেখা হয় ততবারই দেখি সে ভিষণ মন মরা হয়ে থাকে।আমি মনে করি, তার এমন পরিস্থিতির জন্য একমাত্র দ্বায়ী তার পরিবার।

এইতো কয়েকদিন আগে একটা নিউজ পড়লাম, একটা রেপুটেড ভার্সিটিতে পড়া একজন শিক্ষার্থী পরিক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি বলে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে৷এরকম কাজগুলো তখনই একজন মানুষ করতে যায় যখন সে প্রচুর ডিপ্রেশনে থাকে। আর এসব ডিপ্রেশনের পেছনে পারিবারিক মানসিক টর্চার মূখ্য ভূমিকা পালন করে।অধিক ডিপ্রেশন মোকাবিলা করতে করতে যখন ছেলে বা মেয়েগুলো আত্মহত্যা করে তখন সবচেয়ে বেশি আহাজারি করে পরিবারের মানুষগুলোই যারা তাদের এমন গর্হিত কাজ করতে বাধ্য করছে।

আচ্ছা বলুনতো, মেডিকেলে চান্স পাওয়া কিংবা দুনিয়ার সমসাময়িক পরিক্ষায় ভালো রেজাল্ট করতে পারলেই কি জীবন সফল....? বিজ্ঞ মহলের কাছে এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!