প্রতারণা করে কখনো বড় হওয়া যায় না

in r2cornell •  7 days ago 

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি।

আমরা অনেকেই আছি যারা অন্যকে ঠকাতে ভালোবাসি। অন্যের সাথে প্রতারণা করে আনন্দ পাই। গর্বে নিজের বুক ফুলিয়ে অগ্রসর হই। ভাবি যে, আমি সার্থক, আমার বুদ্ধির কাছে সে পরাস্থ হয়েছে। তাকে আমি ঠকিয়েছি। সে আমার কাছে প্রতারিত হয়েছে। কিন্তু এটা আদোতেও কোন স্বার্থকতা নয়।

2VZXybTSZJq1AreaDn1D7Jp7ZEvgLC9TvJctofX1ChMgSZpP6h7pu8huqtNjYQ7zKwCSUsX3PPE2S6oy78RLTxzPcUHkSTSXwoBnK53uA7N7QY8ZTk4K1nZbKzXUnyVW9n2icQ4TEJkrv2fkHjWWXkLEiCE.jpeg source

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrDU54AjzBuLUqhvz1RXf2b7MMJHDT1yScT9gmZh27eJsP27EnPbb9y2bYuA8TBxajbYsFmn61yuwcU9262xtBRsFn7YLUfVTQwhEudZMcet4d9gQSi.jpegsource

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScUmzYpxeWjHsemPejhzaePqU8DQyrptobHwUYzTWhpgUNG4iN7pqsuufwsodq47HYuhfF63ea7Svv8nUFSdPyRFBjoELe25GZfce2P44qVg.jpegsource

সত্যি বলতে কাউকে ঠকিয়ে বা কারো সাথে প্রতারণা কখনো আপনি চিরস্থায়ী সুখ লাভ করতে পারবেন না। আজ যার সাথে আপনি প্রতারণা করবেন, যতটুকু প্রতারণা করবেন কাল বা পরশু তার থেকেও আপনি বেশি প্রতারিত হবেন।

কেন জানিনা সৃষ্টিকর্তা মনে হয় প্রতারণার শাস্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দিয়ে থাকেন। বাস্তবে আমি এমন অনেক দেখেছি। এখনো দেখছি। যে যেভাবে অন্যের সাথে প্রতারণা করেছে সে ঠিক একইভাবে অন্যের কাছ থেকে আরো বেশি প্রতারিত হয়েছে।

আজ আপনি একজনের কাছ থেকে প্রতারণা করে দশ টাকা খাবেন কিন্তু পরবর্তীতে হিসাব মিলিয়ে দেখবেন এর থেকেও তিনগুণ টাকা আপনার পকেট থেকে বেড়িয়ে যাবে। হয়ত বিপদ হবে, নইলে রোগ নইলে পরিবারের কারোর বড় কোন সমস্যা।

কিন্তু যে প্রতারিত হয় তার প্রত্যক্ষ ভাবে ক্ষতি হলেও সে কিন্তু সেই প্রতারণা থেকে শিক্ষা গ্রহণ করে এবং পরবর্তীতে সে ওই সমস্ত কাজ এবং ওই সমস্ত লোকেদের থেকে দূরে থাকে।

আজকে আমি যার সাথে প্রতারণা করলাম কাল কিন্তু সে আর আমার কোন কাজে আসবে না। আমি যতই ভালো হইনা কেন সে আমাকে কখনই বিপদে সাহায্য করবে না। কারণ প্রতারণা মানুষের মনে একধরণের ক্ষত সৃষ্টি করে।

আর এই ক্ষত শুখাতে হয়তো দীর্ঘসময় লেগে যায়। প্রতারক আর প্রতারিত হওয়া ব্যক্তির মাঝে পরবর্তীতে বন্ধুত্ব হওয়ার সম্ভাবণা খুব কম থাকে।

আজ যারা অসৎ উপায় অবলম্বন করে মানুষকে প্রতারিত করছে এবং নিজে সম্পদের পাহাড় গরছে, একটু খোঁজ নিয়ে দেখবেন তার আদো সুখে আছে কী না। যদিও সুখে থাকে তাহলে সেই সুখ কতটা স্থায়ী হবে সেটাই দেখার বিষয়।

মানুষ ছাড় দিলেও নিজের বিবেক কিন্তু কখনো ছাড় দেয় না। একসময় না একসময় গিয়ে কিন্তু বিবেকের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে। তখন বিবেককে কী উত্তর দেবেন।

প্রতারণা করে সম্পদশালী হওয়া একজন মানুষ আর সৎ ভাবে চলা একজন মানুষের মধ্যে তফাত কীসে বলুন তো? আমার মতে ভালো এবং ফ্রেস ঘুম। যিনি দিন আনে দিন খায় এবং সৎ ভাবে চলে তিনি কিন্তু দুবেলা দুমুঠো ভাত খেয়ে আরামের ঘুম দিতে পারে। তার থাকে না কোন দুশ্চিন্তা। থাকেনা কোন প্রেশানি।

কিন্তু যিনি প্রতারণা করে অঢেল সম্পদের মালিক হয়েছেন তার কিন্তু মোটেই ভালো ঘুম হয় না। প্রতিদিন হয়তো ঘুমের ঔষধ খেয়ে তাকে ঘুমাতে হয়। দুশ্চিন্তা বিভিন্ন প্রেশানিতে সবসময় জর্জরিত থাকে।

তাই আসুন সকলে উত্তম জীবন গড়ি। ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। প্রতারণাকারীকে ঘৃণা করি এবং নিজেও প্রতারণা থেকে বিরত থাকি। তবেই তো গড়ে উঠবে একটি সুখী এবং সমৃদ্ধ সমাজ। সেই সমাজে বড় হবে আপনার আমার সকলের ভবিষ্যৎ প্রজন্ম।

How are you friends? I am well in the infinite mercy of the Creator.

There are many of us who love to deceive others. I get pleasure from cheating others. I advanced with my chest puffed up with pride. Thinking that I am worthy, he is defeated by my intellect. I cheated him. He cheated on me. But it is not selfishness in Ado either.

Honestly you can never get eternal happiness by cheating or cheating on someone. Whoever you cheat today, you will be cheated more than tomorrow or tomorrow.

I don't know why God seems to punish cheating while living in the world. In fact I have seen many such. still watching He who has cheated others has been cheated more by others in the same way.

Today you will cheat someone and eat ten rupees but later you will see that three times more money will come out of your pocket. Maybe there will be danger, or disease or some big problem of someone in the family.

But the one who is deceived learns from the deception, even if he is directly harmed, and thereafter he stays away from those activities and those people.

The person I cheated on today will be of no use to me tomorrow. No matter how good I am he will never help me in danger. Because cheating creates a kind of wound in people's mind.

And this wound may take a long time to heal. The cheater and the cheater are less likely to become friends later.

Today, those who are deceiving people by using dishonest means and making a mountain of wealth for themselves, take a little look and see if their ado is happy or not. However, if there is happiness, it remains to be seen how long that happiness will last.

Even if people make concessions, their conscience never concessions. At one point or another you have to stand on the scales of conscience. Then what answer to Vivek.

What is the difference between a person who gets rich by cheating and an honest person? Good and fresh sleep in my opinion. He who eats day after day and walks uprightly, can only sleep comfortably by eating two handfuls of rice twice a day. He has no worries. No worries.

But he who has cheated and become the owner of abundant wealth does not sleep well at all. He may have to sleep by taking sleeping pills every day. Anxiety is always associated with various stressors.

So let's all build a better life. I try to be a good person. Hate a cheater and refrain from cheating myself. Only then will a happy and prosperous society develop. All future generations of you and me will grow up in that society.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!