কাক ও শুকুন

in r2cornell •  13 days ago 

বর্তমান সময়ে আমরা আর কোথাও তেমন শকুন দেখতে পাই না। কদিন পরে কাকও দেখতে পারবো না। অথচ কাক আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে ব্যপক সাহায্য করে।

download (4).jpegsource

images (1).jpegsource

নব্বইয়ের দশকে যেমন শকুনের সংখ্যা কমতে শুরু করেছিলো এবং বর্তমান সময়ে তা প্রায় বিলুপ্ত। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে কাকের সংখ্যা যে হারে কমতে শুরু করেছে দুই হাজার পঞ্চাশ সালে হয়তো কাকও বিলুপ্ত পাখির তালিকায় নাম লিখাবে।

বিষয়টি হয়তো অনেকেই সাধারণ ভাবেই বিবেচনা করবে। যে কাক বিলুপ্ত হলে আমাদের কী আসে যাবে! আমরা তো বেঁচে থাকবো। কারণ আমরা সৃষ্টির সেরা জীব। আমরা বাঁচলেই হলো।

অথচ সৃষ্টিকর্তা পুরো পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছেন, যেখানে তিনি সবকিছুই পরিপূর্ণ করে দিয়েছেন। পুরো সৃষ্টির কোন এক সৃষ্টি যদি ধংস হয়ে যায় তাহলে তার প্রভাব কিন্তু আমাদের মাঝেই পরবে।

একবার ভাবুন তো আমাদের চারিপাশে প্রতিদিন এত এত প্রানী মারা যাচ্ছে তাদের খেয়াল আমরা কজন বা রাখি। কজন তাদের মরদেহ মাটিতে পুতে রাখি। রৌদ্রু, ঝড় বৃষ্টিতে সেগুলো পঁচে গলে যায়।

সেখান থেকে সৃষ্টি হয় বিভিন্ন রোগ জীবানু এবং সেই রোগ জীবানু গুলো বায়ু, পানি ইত্যাদির মাধ্যমে এসে আমাদের শরীরে বাসা বাঁধে। ধীরে ধীরে আমাদের সংক্রামিত করে এবং কোন কোন সময় ভয়ংকর রুপ ধারণ করে।

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GsXYg4h9mxQe3S4KCihFgKY5zbCj7dLjeVGknR6HyvEp5tCuberiPg5LYbXNYaUbLJAYoEKLNXGbJswQ95GuYzEJD3Jd5khM1X5PPBvn.jpegsource

download (3).jpegsource

তখন জীবন আর মরনের সাথে আমাদের যুদ্ধ করতে হয়। অথচ যদি শকুনের দল থাকতো। তাহলে কী বিভিন্ন প্রানীর এসব মৃতদেহ গুলো পঁচে গলে পরিবেশ দূষণ করতো? কখনই না। শকুনের দল সেসব প্রানীকে নিমিষেই খেয়ে ফেলতো।

পুরো বিশ্বে শকুনের বিলুপ্ত হওয়ার পেছনে মানুষেরাই দায়ী। মূলত জঙ্গল কমে যাওয়া, উঁচু সব গাছ কেটে ফেলা, শকুনের বাস স্থান নষ্ট করা, কীটনাশক প্রয়োগ ইত্যাদির কারণে শকুন আজ বিলুপ্ত।

কাক ঠিক তেমনি ভাবে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগের মতন আর কাক চারিদিকে দেখা যায় না। ভোর হলেই আগে যেমন চারিদিক কা কা শব্দে ভরে উঠতো এখন আর সেই শব্দ শোনা যায় না। সেদিন টেলিভিশনে দেখলাম কাকের সংখ্যা অত্যাধিক হারে ঢাকা শহরে কমেছে।

অথচ ঢাকা শহরের অর্ধেক ময়লা খেয়ে ছাপ করতো এই কাক। প্রতিটি অলিতে গলিতে পর্যাপ্ত কাকের দেখা পাওয়া যেতো। ঢাকা শহরে বসবাসরত মানুষের সকালে ঘুম ভাঙতো নাকি কাক এর কা কা শব্দ শুনে। কোথায় গেলো সেই শব্দ।

ধুলো বালি মাখা শহরে এখন কাকের দেখা পাওয়া বড্ড দুস্কর। কাক বিলুপ্তির জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। মুলত ঢাকা শহরের অপরিকল্পিত নগরায়ন, বাসস্থানের সংকট, খাদ্যের সংকট, ঘন ঘন মোবাইল টাওয়ার স্থাপন ইত্যাদির কারণে কাক আজ বিলুপ্তির পথে।

এই কাক কিন্তু আমাদের পরিবেশ সুস্থ এবং সুন্দর রাখতে শকুনের মতই সাহায্য করে থাকে। তাই শকুনের বিকল্প হিসেবে কাক কিছুটা হলেও আমাদের উপকারে আসছে।

কাক পৃথিবী থেকে হাড়িয়ে গেলে বিভিন্ন রোগ জীবানু নতুন করে আবার ছড়াবে এ বিষয়ে বলাই যায়।

সময় এখনো রয়েছে কাক নামক পাখিকে রক্ষা করার। এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে আরো বেশি কার্যকারী ভূমিকা রাখতে হবে।

কাক ধংসের কারণ অনুসন্ধান করে সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে। নয়তো কাকও একদিন বিলুপ্ত পাখির তালিকায় নিজের নাম লেখাবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আগের তুলনায় বর্তমানে কাকে দেখা খুবই কম পাওয়া যায় আমি ছোটবেলায় দেখতাম কাক সব সময় বাসায় কাকা করত কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় না বললেই চলে।

বাজারের দিকে কাকে দেখা মিলল এখানে সেখানে কাক যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাণীর প্রয়োজন আছে পশু পাখির প্রয়োজন আছে সবকিছু মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে ওঠে। আর হ্যাঁ আমরা অনেক সময় মনে করি বাসায় কাক কাকা করলে বাসার কোন বিপদ হবে এটা একদম ভিত্তিহীন কথা। তারপরও আগের মানুষেরা এগুলো বিশ্বাস করে বাড়িতে কাট বা তোতা পাখি ডাকাডাকি করলে সেই বাড়িতে অমঙ্গল হবে তা কোন দুর্ঘটনা অপেক্ষা করতেছে এরকম বিশ্বাস তাদের মধ্যে রয়েছে।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErJNWHyn7TzjNWFrEf7A28Ajkj7hB4H7n23SvFKYJhTJobWafsSnfmvXLBQ8rRSi6QnD4sDy6Qr461MPFyDXVKaHyabp4W8Tn78r.jpegsource

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GQM7ScAoMjmwjgRmLPHk49wmzUVxKhHXGewC1grcqBnn2X7pJmjfZ37ivjm7BLbsfZAR85oJqjsvAKgWVDrXdQXn3fzgXVtVn8tc3gQN.jpegsource

Nowadays we don't see vultures like that anywhere else. After a few days I will not be able to see the crow. But the crow helps us a lot to keep our surroundings clean.

As of the 1990s, vulture numbers began to decline and are now almost extinct. In the same way, at the rate at which the number of crows has started to decrease, in the year 2050 the crow may also be listed as an extinct bird.

Many people may consider this matter in a general way. What do we care if the crow disappears! We will survive. Because we are the best creatures in creation. We have to survive.

But the creator has arranged the whole world in such a way that he has perfected everything. If any creation of the whole creation is destroyed, then its effect will wear on us.

Think for a moment that so many animals are dying around us every day, how much do we pay attention to them? Some bury their bodies in the ground. They rot and melt in the sun and rain.

Different pathogens are created from there and those pathogens come through air, water etc. and settle in our body. It gradually infects us and sometimes takes a terrible form.

Then we have to fight with life and death. But if there was a group of vultures. So what if these dead bodies of different animals rot and pollute the environment? never A group of vultures would eat those animals in no time.

Humans are responsible for the extinction of vultures all over the world. Vulture is extinct today mainly due to reduction of forests, cutting of tall trees, destruction of vulture habitat, application of pesticides etc.

Crows are similarly becoming extinct now. Crows are not seen around like before. At dawn, as earlier, the surroundings were filled with the sound of ka ka, now that sound is no longer heard. That day I saw on television that the number of crows has decreased at an extreme rate in Dhaka city.

But this crow used to eat half of the garbage of Dhaka city. There were enough crows to be seen in the alleys in every alley. People living in Dhaka city used to wake up in the morning by hearing the sound of crows. Where did that word go?

It is now very difficult to see crows in the dusty city. But we ourselves are responsible for the extinction of the crow. Mainly due to unplanned urbanization of Dhaka city, shortage of habitat, shortage of food, frequent installation of mobile towers, crows are on the verge of extinction.

These crows help to keep our environment healthy and beautiful just like vultures. So the crow as an alternative to the vulture is somewhat beneficial to us.

It can be said that if the crow is removed from the earth, various diseases will spread again.

There is still time to save the crow. Higher authorities should play a more active role in this regard.

The cause of crow decay should be investigated and solved. Or the crow will one day write its name in the list of extinct birds. You will notice one thing that crows are rarely seen nowadays as compared to before. As a child I used to see crows always crowing at home but nowadays it is almost impossible to see them.

Who was seen towards the market here and there crows disappearing day by day. Animals need animals for natural beauty, animals need birds, natural beauty grows by combining everything. And yes, we often think that crowing at home will cause any danger to the house, it is completely baseless. Still, the earlier people believed that if a cat or a parrot calls the house, it will bring bad luck to that house and there is a belief that some accident is waiting for them.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!