কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।
পৃথিবীতে বিশ্বাস অর্জন বোধয় একটু কঠিন কাজ। এর থেকেও কঠিন কাজ ভাঙ্গা বিশ্বাস জোড়া লাগানো। আমরা তো সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি।
কিন্তু সে যখন সেই বিশ্বাসের অমর্যাদা করে তখন তার প্রতি আমাদের ঘৃণা ছাড়া আর কিছুই দেবার মত থাকে না। যুগে যুগে মানুষ মানুষকে বিশ্বাস করেছে।
একে অপরের উপর নির্ভর করে দিনাতিপাত করেছে। যারা গরীব, অসহায়, দূর্বল তাদের পাশে ধনীরা দাঁড়িয়েছে।
জীবনে যে কোন মানুষের সাথে সুসম্পর্ক গড়ার পেছনে অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করা বিশ্বাস। যদি বিশ্বাস না থাকে তাহলে দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠতে পারে না আর করে উঠলেও সেটা দীর্ঘস্থায়ী হবে না। আর মানুষ যতটা সহজ ভাবে বিশ্বাস করে ঠিক ততটা সহজ ভাবে শেষ বিশ্বাস ভেঙে যায় আর একবারও বিশ্বাস ভেঙ্গে গেলে সেটার কখনোই একত্রিত হয় না। তাই যেকোন মানুষের সাথে সম্পর্ক করার পিছনে ভেবে চিন্তে করা উচিত আর বিশ্বাস করলে তাকে করার মত করাটাই প্রয়োজন।
সমাজে এমন কিছু লোক আছেন যারা আর্থিক দিকে থেকে অনেক সামর্থবান। কাজের চাপ এবং সময়ের অভাবে এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাদের হয়তো সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারা অর্থ দিয়ে ঠিকই এসব মানুষদের সাহায্য করে আসছেন।
এই অর্থগুলো তারা হয়ত সরাসরি দান করছেন না, কোন মধ্যস্থ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে দান করছেন।
মূলত তারা এখানে মধ্যস্থ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশ্বাস করে দান করছেন এবং ভাবছেন এই দানগুলো হয়তো গরীব অসহায় মানুষের কাছে পৌঁছাবে।
বাস্তবে পৌঁছাচ্ছে। কিন্তু কতটুকু পৌঁছাচ্ছে সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ। যাইহোক আমি সেদিকে যাবো না। যাদের বিশ্বাস করে আমরা অর্থ বা অন্য কিছু দান করলাম তারা যদি আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে তাহলে সেখানে বলার মত আর কীবা থাকে।
গতকাল থেকে খবরের কাগজে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ খেয়াল করছি। নিউজটি একটি বৃদ্ধাশ্রমকে ঘীরে। সেখানটায় নাকি সেবার আড়ালে বিভিন্ন কুকর্ম চলছে।
অসহায়দের আশ্রয় দেয়ার নাম করে সেখানে এনে তাদের কিডনি ও অঙ্গপ্রতঙ্গ কেটে বিক্রি করা হচ্ছে। নিউজটি দেখে সত্যি অবাক হয়েছি। মানুষ এতটাও নিষ্ঠুর হতে পারে।
যিনি এই বৃদ্ধাশ্রমটির মালিক তিনি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। যাইহোক কাউকে নিয়ে সমালোচনা করার ইচ্ছা আমার নেই। কিন্তু আশ্রয়দাতা যখন জালিম ও ঘাতক হয় তখন তার বিচার কেমন হওয়া উচিত।
আমাদের দেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো নাকি সেবামূলক প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ইয়াতিম বাচ্চাদের লালন পালন করা হয়, এরপর বৃদ্ধ মানুষগুলোকে দেখে শুনে রাখার জন্য তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম।
এই প্রতিষ্ঠানগুলো মূলত ব্যক্তি মালিকানা হয়ে থাকে। অনেক সময় প্রতিষ্ঠান চালাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। তখন তারা বাইরে সাহায্যের জন্য আবেদন করে থাকে।
সমাজের যারা বিত্তবান লোক তারাই এই সব প্রতিষ্ঠানগুলোতে দান করে থাকে। নিঃসন্দেহে এটি একটি মহৎ কাজ। কিন্তু যারা দান করেন তাদের প্রতি আমার আহব্বান থাকবে তারা প্রত্যেকেই যেন পর্যাপ্ত খোঁজ খবর নিয়ে এসব প্রতিষ্ঠানগুলোতে দান করেন।
কেননা এমনটা হতেও পারে আপনার দান মূল যায়গান না পৌঁছে অন্যদের আঙ্গুল ফুলে কলাগাছ হতে সাহায্য করছে। উপোরক্ত প্রতিষ্ঠানের মত আমাদের দেশে আরো অনেক প্রতিষ্ঠান আছে।
এমন সেবামুলক প্রতিষ্ঠান অসহায় মানুষগুলোর অনেক উপকারে আসে। যারা ইতিম শিশু তাদের লিখা পড়া, খাওয়া দাওয়া, নিরাপত্তা সবকিছুর ব্যবস্থা তারা করে থাকে।
যারা সৎ উদ্দেশ্যে সমাজের এমন উপকার করছে তাদের প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
আর যে প্রতিষ্ঠানগুলো অন্যের টাকায় আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে এবং বিজ্ঞাপন হিসেবে অসহায়, অসুস্থ, বৃদ্ধ মানুষদের ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
ভালো থাকবেন সকলে। আল্লাহ্হাফেজ।
How are you friends? By God's infinite mercy I am healthy and well. Health is the greatest blessing of Allah Ta'ala. And I am very happy to have this blessing.
Gaining faith in the world is a difficult task. Even harder is mending broken trust. We easily trust anyone.
But when he violates that trust, we have nothing to offer him but our hatred. People have trusted people for ages.
They depended on each other. The rich stand by those who are poor, helpless, weak.
There are some people in the society who are financially very capable. Due to the pressure of work and lack of time, it may not be possible for them to stand by these helpless people. But they have been helping these people with money.
They may not be donating these funds directly, but through an intermediary person or organization.
Basically they are donating here by trusting middlemen or organizations and thinking that these donations will reach the poor and helpless people.
Coming to reality. But to what extent it is reaching is questionable. However, I will not go there. What is there to say if those whom we believe we have donated money or anything else are playing with our faith.
I am noticing a news in newspaper and social media since yesterday. The news revolves around an old age home. There, various crimes are going on under the cover of service.
In the name of providing shelter to the helpless, their kidneys and organs are being cut and sold. I am really surprised to see the news. People can be so cruel.
The owner of this nursing home is quite popular on social media. However, I do not wish to criticize anyone. But what should be the judgment when the harborer is a tyrant and a murderer?
There are many institutions in our country which are service institutions. There are many institutions where orphans are cared for, then old age homes are set up to care for the elderly.
The wealthy people of the society donate to these institutions. Undoubtedly, it is a noble work. But I would like to appeal to those who donate to donate to these organizations after doing adequate research.
Because it may be that your donation does not reach the root and is helping others to blossom into banana trees. There are many more institutions like the above institutions in our country.
Such service-oriented institutions are of great benefit to the needy people. They provide education, food and security for the orphans.
I have a lot of respect and love for those who are doing such good to the society for a good cause.
And it is the demand of time to take legal action against those companies who are using other people's money and are using helpless, sick and old people as advertisements.
Be well everyone. Allah Hafez