আজকে যেই ফুলটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেই ফুলটির নাম হলো মরিচ জবা ফুল বা লঙ্কা জবা ফুল ৷ আর এই ফুলটি আমাদের দেশে অনেক বিখ্যাত একটি ফুল যেই ফুলটি আমরা সচরাচর দেখতে পাই ৷ বিশেষ করে এই ফুলটিকে আমরা কোন প্রতিষ্ঠান বা মন্দিরে বেশ দেখতে পাই তবে বেশীরভাগে মন্দিরে এই ফুল গুলো দেখতে পাওয়া যায় ৷
ফুল গুলো দেখতে লাল এবং দেখতে অনেকটা মরিচের মত সেজন্য এই ফুলটির নামকরণ করা হয়েছে লঙ্কা জবা ফুল ৷ তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর সবচেয়ে মজার বিষয় হলো ফুলের মাথায় একটি শীর্ষক রয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে ৷
ফুলের পাপড়ি গুলো ফুলটিকে ঘিরে মোড়ানো রয়েছে তারপর এই ফুলের মধ্যে মধুও রয়েছে যেই মধু টা পোকা গুলো সংগ্রহ করে থাকে ৷ তারপর আমরা যখন ছোট ছিলাম এই ফুল গুলোকে খুজে বের করে ফুলের ভিতরের মধুটাকে চুষে চুষে খেতাম তখন এই সব করতে খুবই ভালো লাগতো ৷
তারপর নানা ধরনের প্রজাপতি গুলোকে দেখতে পাই ফুলের মধ্যে থেকে মধু সংগ্রহ করতে ৷ তারপর আমরা সেই প্রজাপতি গুলোকে ধরতে যাই কিন্তু ধরতে পারি না কাছে গেলেই উড়ে চলে যেত ৷
ফুল গুলো যখন পুরো গাছে ফুটে থাকে তখন পুরো গাছটি দেখতে অনেক সুন্দর লাগে ৷ ফুল গুলোর নিজস্ব সুবাস রয়েছে কিন্তু এই সুবাস দুরে যায় না ফুলের গাছে গেলে বুঝা যায় যে এই ফুলের বেশ সুন্দর একটি সুবাস রয়েছে ৷
বিশেষ করে এই ফুল গুলো আমরা মন্দিরের পূজা অর্চনা করার জন্য ব্যবহার করে থাকি ৷ অনেক সময় ফুল পাওয়া যায় না বা গাছে তেমন একটা ফুল ফুটতে দেখা যায় না তখন এই লঙ্কা জবা ফুল গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল পাওয়া যায় আর তখন এই ফুল দিয়েই আমরা দেবদেবীর পূজা অর্চনা করে থাকি ৷
সাধারনত এই লঙ্কা জবা ফুল গুলো বেশীরভাগে শীতকালীন সময়ে ফুটতে দেখা যায় ৷ আর গ্রীষ্মকাল আসতে আসতে ফুলের গাছে ফুল ও পাতা গুলো ঝরে পরে যায় যখন আবার শীতকালীন সময় চলে আসে তখন আবার নতুন পাতা গজিয়ে ফুল ফুটা শুরু করে দেয় ৷
এই আকর্ষণীয় ফুল গুলো আমাদের আশেপাশে দেখা গেলেও আমরা সেরকম দৃষ্টিতে এই ফুল গুলোকে দেখি না কিন্তু আমার মনে হয় এরকম অনেক ফুল আমাদের দেশে রয়েছে যেই ফুল গুলোকে মন ভরে না দেখলে আমরা কখনোই ফুলের মর্ম বুঝতে পারবো না ৷
এই লঙ্কা জবা ফুল গুলো আমার মন ও নজর দুটোই কেরেছে সেজন্য আজকে সময় নিয়ে এই ফুল গুলোর বেশ কিছু ফটোগ্রাফি করেছি ৷
ফুল গাছের নিচে অনেক গুলো ফুল ঝরে পরেছিল আমি দেখে বেশ কয়েকটি ফুল মাটি থেকে তুলে হাতে নিলাম তারপর মনে মনে ভাবলাম ফুল গুলোকে যদি এভাবে হাতেই
The flower that I am going to share with you today is the name of Chili Jaba flower or Lanka Jaba flower. And this flower is a very famous flower in our country which we often see Especially we can see this flower in any institution or temple but mostly these flowers can be seen in temples.
The flowers are red in color and look like chilies, hence the name Lanka jaba flower But the flowers look very beautiful, the most interesting thing is that the head of the flower has a title which looks very beautiful
The flower petals are wrapped around the flower then there is honey in this flower which is collected by insects. Then when we were little we used to find these flowers and suck the honey inside the flower and it was very nice to do all this.
Then we see different kinds of butterflies to collect honey from the flowers Then we go to catch those butterflies but we can't catch them, they fly away as soon as we get close
When the flowers bloom on the whole tree, the whole tree looks very beautiful Flowers have their own fragrance but this fragrance does not go away. If you go to the flower plant, you can understand that this flower has a very beautiful fragrance.
Especially we use these flowers to worship the temple Many times flowers are not available or not a single flower is seen on the tree then sufficient amount of flowers are available on this Lanka jaba flower tree and then we worship the gods and goddesses with these flowers.
Generally, these lanka jaba flowers are seen to bloom mostly during winter And when the summer comes, the flowers and leaves of the flower plant fall off, when the winter comes again, new leaves grow and flowers start to bloom.
Although these interesting flowers are seen around us, we do not see these flowers in that way, but I think there are many such flowers in our country, we will never understand the meaning of flowers if we do not see them with our hearts.
These lanka jaba flowers have captured my mind and eyes, so today I took some time to photograph these flowers.
Many flowers were falling under the flower tree. I saw several flowers and picked them up from the ground.
আলহামদুলিল্লাহ ভাই জবা ফুলেরআপনার ফটোগ্রাফি অনেক ভালো হয়েছে আমারও অনেক পছন্দের ফুল জবা ফুল আমিও যখন চোখের সামনে দেখি তখন আমি দু একটা ফটোগ্রাফি করার চেষ্টা করি।