বন্ধুরা দুইদিন রোদের দেখা পেলেও আবারও শীত যেন ফিরে এসেছে।। ঘুম থেকে উঠতেই কুয়াশা দেখতে পাই তাই আর না উঠে আরো কিছু সময় শুয়ে থাকি।। প্রায় দশটার পর ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে বসে ছিলাম। পরে বাবা বলতেছিল একটা জমিতে পানি দিতে হবে আর ওখানে আমার আঙ্কেল আগে থেকে পানি দিচ্ছিল তাই আমার আর কষ্ট করতে হচ্ছিল না। শুধু বলতেছিল তেল নিয়ে যেয়ে পানির লাইন দিতে।
![]() |
---|
![]() |
---|
আর আমি একটু তাড়াহুড়া করেই তেল নিয়ে সেখানে চলে আসি আর এসে দেখি আমার আঙ্কেলের পানি দেওয়া প্রায় শেষ তাই আমি কিছু সময় অপেক্ষা করি। মূলত কয়েকটা জমিতে মেশিনের সাহায্যে পানি দিতে হয় আর বাকি জমিগুলোতে মটর দিয়ে।। ছোটবেলায় বন্ধুরা মিলে এই মেশিনের পানিতে গোসল করেছি কত আনন্দ কত ভালো লাগা,, দিন দিন যেন সবই হারিয়ে যাচ্ছে। বর্তমান সময়ের ছেলেদের আর আগের মত আনন্দ করতে দেখি না সবাই ডিভাইস নিয়ে ব্যস্ত।।
![]() |
---|
যাইহোক পানি দিতে প্রায় এক ঘন্টার মত সময় লাগবে আর যেহেতু শুক্রবার আবার নামাজে যেতে হবে,, তাই একটু তাড়াহুড়া করেই পানি দেওয়ার চেষ্টা করি। ঠিক ১২.২০ মিনিটে আমার পানি দেওয়া শেষ হয়। পরে আমি সেখান থেকে বাসায় চলে যায়।
![]() |
---|
আর বাসায় যাওয়ার পরে ই আযানের শব্দ শুনতে পাই, তাই দেরি না করে তাড়াহুড়া করে গোসল করে নেই। পরে রেডি হয়ে চলে যায় মসজিদে। আর মসজিদে যাওয়ার পর ইমাম সাহেবের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনি সেই সাথে নামাজ আদায় করে বাসায় চলে আসি।
![]() |
---|
বাসায় আসার পর কিছু সময় শুয়ে থেকে ফোন দেখতে ছিলাম একটু পরেই মা বলতেছিল খাবার খেতে তাই দেরি না করে খাবারটা খেয়ে নেই। আর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে থেকে কিছু সময় অনলাইনে কাজ করতে ছিলাম তার একটু পরেই ঘুমিয়ে যাই।।
![]() |
---|
পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠি আর ফ্রেস হয়ে একটু বাইরে বের হই। অনেকদিন হয় হাঁটাহাঁটি করা হয় না, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি সেই সাথে একটা জমিতে ভুট্টা দেখতে যাই ,কয়েকদিন আগে সেখানে পানি দেওয়া হয়েছে। পরে জমিতে যেয়ে ভুট্টাগুলো দেখি বেশ বড় হয়ে গেছে।। আসলে যে কোন জিনিসের যত্ন না করলে সেটার ফল কখনো ভালো হয় না।।
আমরা যদি যত্ন না করে ভালো কিছুর আশা করি সেটা কখনোই সম্ভব না।। কোথায় আছে যতনে রতন মিলে, তাই আমাদের যেকোনো কিছুতেই যত্ন করতে হবে।। যাইহোক পরে সেখান থেকে বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে আর বাসায় আসার পর হালকা নাস্তা করে প্রতিদিনের মতোই পড়তে বসি। আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।।