বন্ধুরা পোস্ট না লেখতে লেখতে নিজের মধ্যে একটা মরিচা ধরে গেছে যে মরিচা চাইলেও যেন ঠিক করতে পারছি না। আমরা সকলেই একটা জিনিস জানি যে ব্যবহৃত জিনিস যদি ফেলে রাখা হয় তাহলে সেটাকে মরিচা ধরে,, ঠিক সেরকমটাই আমার মধ্যেও হয়েছে। দীর্ঘদিন ধরে পোস্ট করা হচ্ছে না সেইসাথে কমেন্ট কিছুতেই আগের আমি, হয়ে উঠতে পারছি না।
pexels |
---|
একটা সময় প্রতিযোগিতা নিয়ে এই কমিউনিটিতে কাজ করতাম আর দিন দিন যেন অনেক দূরে হারিয়ে যাচ্ছি। শুধু মনে হয় আজ না কাল কাল না পরশু এভাবে করতে করতে পোস্ট করাই হচ্ছে না। আর পোস্ট না করতে করতে নিজের মধ্যে অনিহা চলে এসেছে। যে অনিহা থেকে কিছুতেই বের হতে পারছি না ।
pexels |
---|
এই পৃথিবীতে নিজের কাজ নিজেকেই করতে হয়। আপনি সারাদিন রুমের মধ্যে বসে থাকলে কেউ এসে আপনাকে বলবে না আপনি খেয়েছেন কিনা। নিজের খাবার যেমন নিজেকেই জোগাড় করতে হয় তেমনি নিজের কর্ম নিজেকেই করতে হয়। একজনের কর্ম কখনো অন্যজন করে দিতে আসে না। আজ অনেকদিন হয় পোস্ট করছি না এতে আমি নিজের ক্ষতি নিজেই করছি। যদি নিয়মিত পোস্ট করতাম তাহলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম।
pexels |
---|
আমরা সকলেই জানি, মানুষ পারে না এমন কোন কাজ। পৃথিবীতে হাজারো অসম্ভব কাজ মানুষ সম্ভব করে দেখাচ্ছে শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকার জন্য। আমি বা আমরা যত ব্যস্তই থাকি না কেন, আমরা যদি চাই এই কাজটা করব যত ব্যস্ত থাকি না কেন, তার মধ্য থেকেও সেই কাজটা করতে পারব কিন্তু সেই ইচ্ছা শক্তি আমাদের মধ্যে থাকতে হবে।
আমি আবারো আগের আমি হওয়ার চেষ্টা করব নিজের মধ্যে যে মরিচা আছে সেটাকে অবসান ঘটিয়ে নিয়মিত কাজ করার চেষ্টা করব। মাঝে মাঝে নিজের কাছেই প্রশ্ন বিদ্ধ হয় আমি যেন কোন কিছু থেকে পিছিয়ে যাচ্ছি। আগে কত সুন্দর ভাবে নিয়মিত কাজ করতাম আর আজ যেন করতেই পারছি না।
বর্তমান সময়ে কিছুটা ব্যস্ত থাকলেও পোস্ট ও কমেন্ট করার মত সময় আছে যেটা আমি কখনোই অস্বীকার করবো না। কিন্তু ইচ্ছাশক্তি টা যেন হারিয়ে ফেলেছিলাম আর সেটাকেই আবারও জাগ্রত করার চেষ্টা করছি। আমি চাইলে সবকিছু নিয়মিত করতে পারবো কিন্তু মাঝে মাঝে পোস্ট লিখতে যেয়ে পোস্ট লেখি না।। মনে করি থাক পরে লেখবো আর এভাবে করতে করতে অনেকদিন পার করে ফেললাম।
জানিনা মরিচা আদৌ ছাড়াতে পারবো কিনা কিন্তু আমি নিজের মধ্যে একটা ইচ্ছাশক্তি জাগ্রত করেছি যে আমি নিয়মিত পোস্ট করব সাথে কমেন্ট এখন দেখা যাক কি করতে পারি।
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
আমি লক্ষ্য করে দেখেছি আপনি পোস্টের মধ্যে সব সময় কপিরাইট ভিডিও ব্যবহার করেন। এটা খুব একটা ভালো কাজ নয়।