একটি দিনের কার্যক্রম

in r2cornell •  18 days ago 
Picsart_24-11-26_17-03-17-376.jpg

বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি জায়গায় ধানের কাজ চলছে তাই প্রতিটি মানুষ অনেক বেশি ব্যস্ত, বিশেষ করে যারা কৃষক আছে তারা এখন রাত দিন পরিশ্রম করছে। আমাদেরও বাসায় ধানের কাজ চলছে এখনো ধান কাটা শেষ হয়নি। অগ্রিম কিছু ধান কাটা হয়েছিল সেগুলো বাসায় নিয়ে আসা হয়েছে এবং মাড়াই করা ও শেষ। আর ধান কাটার কাজ চলমান খুব শীঘ্রই শেষ হবে।

IMG_20241125_115457.jpg
IMG_20241125_115434.jpg

আপনারা জানেন প্রতি বছরই ধানের কাজ শেষ হলে ভুট্টা রোপণ করার কাজ চলে ঠিক এই বছরও চলছে। অগ্রিম একটা জমিতে ধান কাটা হয়েছিল আর গতকালকে সেই জমিতে ভুট্টা লাগানো হয়েছে। আর আমরা এই বছর প্রতিটি জমিতে শুধু ভুট্টা লাগিয়ে থাকি অন্য কোন ফসল ফলানো হয় না। যেহেতু এখনো ধান জমিতে রয়েছে সেগুলো আস্তে আস্তে বাসায় নিয়ে আসব তার পর ভুট্টা রোপন করার প্রক্রিয়া চলবে। প্রতিবছরই এই সময়ে প্রতিটি কৃষক অনেক বেশি ব্যস্ত থাকে ফসল বাসায় নিয়ে আসার পর আবারও ফসল ফলানোর কাজে।

IMG_20241125_115600.jpg

যাইহোক ভুট্টা রোপন করার পরে বাসায় চলে আসি আর বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে বের হই আর দেখতে পাই আমার চাচাতো ভাই গুলো ধান মাড়াইরের কাজ করতেছে। পরে সেখানে যেয়ে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকি আর আমাদেরও দুই তিন দিনের মধ্যে সকল ধান বাসায় নিয়ে আসবে তখন আমাদেরও ধান মাড়াই করতে হবে।

IMG_20241125_115632.jpg

পরে সেখান থেকে বাসায় চলে আসি আর রুমে এসে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখি তার একটু পরেই দুপুরের আজান হয়ে যায়। বর্তমানে শীতের প্রভাব বেড়েই চলছে তাই দুপুরের মধ্যে গোসল করার চেষ্টা করি। পরে প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে খাবার খেয়ে রুমে চলে আসি আর ফোনে কিছু কাজ ছিল সেগুলো করি। পরে প্রতিদিনের মতোই দুপুর একটু ঘুমাই, আর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার কিছু কাজ ছিল সেগুলো করি।

IMG_20241125_115702.jpg

তারপর বাসা থেকে একটু বাইরে বের হই, আর আমার একটা বন্ধুর সাথে দেখা হয় পরে সে সহ রাস্তায় হাঁটাহাঁটি করতে থাকি। বাসা থেকে কিছুটা দূরে একটা নতুন ব্রিজ হচ্ছে সেখানে যাই আর দেখতে পাই সেখানে ঢালাই এর কাজ হচ্ছে। যখন ঢালাইয়ের কাজ হয় তখন অনেক মানুষের প্রয়োজন হয় আর সেখানে আমরা দেখতে পাই অনেক শ্রমিক কাজ করতেছে।

বেশ কিছু সময় সেই দৃশ্য দেখে বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। আর বাসায় আসার পর প্রতিদিনের মতোই রুমে এসে শুয়ে থেকে ফোন দেখতে থাকি। আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।

At present rice work is going on in every part of Bangladesh so every people are very busy especially those who are farmers are working day and night now. We are also working on paddy at home, yet the harvesting of paddy is not finished. Some paddy harvested in advance is brought home and threshed and finished. And the work of cutting rice will be completed soon.

You know that every year when the rice work is done, the work of corn planting is going on, this year too. In advance, paddy was harvested in a field and corn was planted in that field yesterday. And we are planting only corn in each field this year, no other crops are grown. Since the paddy is still in the field, I will slowly bring it home and then the process of planting corn will continue. Every year at this time, every farmer is very busy after bringing home the crops and growing the crops again.

Anyway, after planting the corn, I came home and after coming home fresh, I went out and found my cousins working on threshing rice. Later we went there and stood for some time and we will bring all the rice home in two or three days then we have to thresh the rice.

Later I went home from there and after coming to the room I lay down and looked at the phone for some time. At present the effect of winter is increasing so I try to take a bath in the afternoon. Later, like every day, after taking a shower at noon, I went to the room and did some work on the phone. Later, like every day, I sleep a little in the afternoon, and in the afternoon I wake up and do some housework.

Then I went out of the house a little, and met a friend of mine and started walking along the street with him. A new bridge is being built a little far from the house, I go there and see welding work going on there. When welding work is done many people are needed and there we see many workers working.

After watching that scene for some time, I came home and it was already evening. And after coming home, like every day, I came to the room and looked at the phone. And that's how I spent my day yesterday.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!