বন্ধুরা দেখতে দেখতে রমজান একদম শেষ মুহূর্তে আর মাত্র ছয়টি রোজা রয়েছে। তারপরেই আমাদের পবিত্র ঈদুল ফিতর চলে আসবে যেটা মুসলমানদের সবচাইতে বড় উৎসব। আর এই পবিত্র ঈদুল ফিতর নিয়ে প্রতিটি মুসলমানের অনেক কল্পনা জল্পনা রয়েছে। বছর শেষে রমজানের ঈদে প্রতিটি মানুষ অনেক বেশি আনন্দ করে।
![]() |
---|
প্রতিদিনের মতোই গতকালকে ও সেহরিতে ঘুম থেকে ওঠা। রাতে একটু দেরি করে ঘুমানো হয়েছিল তাই সেহেরিতে উঠতে বেশ কষ্ট হয়েছে তারপরও অলসতা না করেন প্রতিদিনের মতোই সঠিক সময়ে উঠি। তারপরেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। প্রতি রমজানেই আমাদের সেহরিতে উঠতে সমস্যা হয় মানে সময় হওয়ার পরে জাগনা পাই কিন্তু এ বছর এখনো হয়নি জানিনা হবে কিনা।
![]() |
---|
যাই হোক সেহেরিতে খাবার খেয়ে প্রতিদিনের মতোই ঘুমিয়ে যায়। আর গতকালকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে ছিলাম। আর ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে ভাইয়া ডাকতেছিল যে জমিতে পানি দেবে। তাই ঘুম থেকে উঠে জমিতে চলে যায়।
![]() |
---|
আর জমিতে যাওয়ার পর দুই ভাই মিলে পানি উঠিয়ে জমির লাইন দেই। তারপর কিছু সময় সেখানে অতিবাহিত করে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসে প্রতিদিনের মতই পড়তে বসি। আর মাত্র ১৭ দিন পর আমার পরীক্ষা অনেক বেশি টেনশনে রয়েছে।
যাই হোক বেশ কিছু সময় পড়াশোনা করে আমি একটু বাইরে বের হই। আর বাইরে কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি আর ইতি মধ্যেই দুপুরের আযান হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে রুমে চলে আসি।
আর রুমে এসে কিছু সময় মোবাইল ব্যবহার করে প্রতিদিনের মতোই একটু ঘুমিয়ে যায়। আর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠি আর অনেক বেশি খারাপ লাগতেছিল। এমনিতে রমজান মাস তার ওপর তাপমাত্রা পরিমাণ অনেক বেশি বিশেষ করে বিকেল মুহূর্তে।
![]() |
---|
পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে কিছু সময় হাঁটাহাঁটি করি। তারপর দেখতে পাই ভাইয়া হাঁসের বাচ্চাকে খাওয়াচ্ছে। দেখতে দেখতে বাচ্চা গুলো বেশ বড় হয়ে গেল। বাচ্চা আনা হয়েছিল ৪০ টা এখন ৩৮ টা রয়েছে দুইটা হারিয়ে গেছে।।
![]() |
---|
যাই হোক পরে বাহিরে থেকে রুমে চলে আসি আর শুয়ে থেকে প্রতিদিনের মতোই একটা পোস্ট লিখে ফেলি। তার একটু পরেই ইফতারের সময় হয়ে যায়। তারপর প্রতিদিনের মতোই সবাই মিলে ইফতার করে নেই। আর ইফতার করা শেষ হলে আমি রুমে চলে আসি। আর শুয়ে থেকে কিছু সময় মোবাইল ব্যবহার করি, সেই সাথে একটা বন্ধুর সাথে কথা বলি। আর বন্ধুর সাথে কথা শেষ হওয়ার পরই প্রতিদিনের মতোই পড়তে বসি। আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।।