দ্রব্যমূল্য বৃদ্ধি

in r2cornell •  3 years ago 

দ্রব্যমূল্য বৃদ্ধি

মূল্য বৃদ্ধি বলতে পণ্যসামগ্রীর দাম বাড়াকে বুঝায়। আমাদের দেশে বর্তমানে মূল্য বৃদ্ধির ঘটনা খুবই স্বাভাবিক ব্যাপার। খাদ্যদ্রবা থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক দামে বিক্রি হয়। মূল্য বৃদ্ধির চাপে বাজারে বিরামহীন আগুন জ্বলছে এই কথাটি জনগণকে বর্তমানে বলতে শোনা যায়। তেল, বিদ্যুৎ, গ্যাস বিল, গাড়িভাড়া সবকিছুই এখন সাধারণ মানুষের সহনক্ষমতার বাইরে চলে যাচ্ছে। একটি ত্রুটিপূর্ণ সরকারি ব্যবস্থাপনার কারণে দেশে প্রায়ই মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে।

images - 2022-02-06T193834.660.jpeg
Sorsce
অনেক মজুতদার অবৈধভাবে পণ্য মজুত করে রাখছে। নেতৃস্থানীয় ব্যক্তিরা দুর্নীতির পাহাড় গড়ছে আর এসবের কারণে মব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের অসংখ্য অসাধু ব্যবসায়ীদের কারণে মুদ্রাক্ষীতির সাথে পারা দিয়ে ঐ দ্রব্যমূল্য বৃদ্ধিও তীব্রতর হচ্ছে। তারা মাঝে মাঝে আসন্ন বাজেট সম্পর্কে বিভিন্ন গুজব ছড়ায় এবং বাজারে মূল্য বৃদ্ধি ঘটায়। আমাদের সাহাবর মানুষের আয় কখনো এ মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই যা লাগামহীন বাজারমূলা বৃষ্টির ফলে আমাদের দেশের অধিকাংশ মানুষধ সর চাহিদা মেটাতে ব্যর্থ হয়। এজন্য জাতি ও সমাজে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অবশ্যই প্রতিহত করতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!