দুষ্টু বানর।

in r2cornell •  3 years ago 

আসসালামু আলাইকুম।

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা শিক্ষামূলক গল্প শেয়ার করবো।

এক গ্রামে একটি পানির কূপ ছিল। গ্রামের লোকজন যখনই পানি তুলতে পানির কূপে বালতি ফেলতো শূন্য রশি উঠে আসত কিন্তু বালতি ও পানি কিছুই উঠতো না। এমনটা বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে, পানির কূপটি ছিলো ভূতুড়ে।। এখানে ভূতেরা বসবাস করে। কিন্তু একসময় গ্রামের মানুষরা একত্র হলো ও তারা বলল এর একটা সমাধান করা দরকার। গ্রামে পানির অন্য কোনো কূপ না থাকায় সবাই বিপদে পড়লো। তখন একজন পরামর্শ দিলো কেউ একজন নেমে কূপটা দেখতে আসলে এই ঘটনা কেনো ঘটতেছে। কিন্তু গ্রামের কেউ কূপে নামতে রাজী হলো না। আবশেষে এক সাহসী যুবক বললো সে পানির কূপে নামতে চায় ও সে দেখবে আসলে সেখানে কোনো কিছু আছে নাকি। তবে সে একটা শর্ত দিলো তা হলো তার কোমরে যে রশ্মি বাঁধা হবে ঐ রশ্মির অপর প্রান্তে অবশ্যই সবার সাথে তার ভাইকে ও থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে কিছুটা আশ্চর্য হলো। সবাই যুবককে বুঝানোর চেষ্টা করলো। কিন্তু যুবকের একটাই কথা তার ভাইকে সাথে রাখতে হবে। অবশেষে সবাই মিলে যুবককে পানির কূপে নামিয়ে দিল। পানির কূপে নেমে সে দেখল কূপ একটি বানর। এই বানরটিই বালতি রেখে দিত। যুবক বানরটিকে তার কাঁধে বসিয়ে রশ্মি টানার নির্দেশ দিল। বানরটি যুবকের কাঁধে থাকায় সর্বপ্রথম বানরের চেহারা দেখা গেলো তখন সবাই ভাবলো হয়তো ভূতটা উঠে আসতেছে। তখন সবাই রশ্মি ফেলে ছুটে পালালো। কিন্তু তার ভাইটি রশ্মি ছাড়ল না ও বহুকষ্টে ভাইকে টেনে তুলল উপরে। আর যুবকটা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেচে গেল। তখন সবাই বুঝতে পারল কেনো যুবক তার ভাইকে রশ্মি ধরার শর্ত দিয়েছিলো।

এই গল্প পড়ে আমরা এটাই বুঝলাম পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও ভাই সরবে না ও এজন্যই বাবার পরে ভাইয়ের স্থান।

images - 2021-12-22T142654.131.jpeg
Sorsce

আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

#deutsch, also ich kann nichts in meiner Sprache lesen, auch der Übersetzer ist völlig überfragt. @romzan12 warum der #deutsch, wenn hier nicht in Deutsch geschrieben wird?