আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা শিক্ষামূলক গল্প শেয়ার করবো।
একদা এক রাজ্য একটা পরিবার বাস করতো। ঐ পরিবারে স্বামী ও স্ত্রী ছাড়া আর কেউ থাকতো না। একদিন সকালে স্বামী তার স্ত্রীকে রেখে কাজে চলে যায়। কাজ শেষে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দেখে তার স্ত্রী কান্না করছে। স্বামী তাকে কেনো কান্না করতেছে জিজ্ঞেস করতে স্ত্রী জবাব দিলো, গাছের উপর যে দোয়েল পাখিগুলো বসে, সেগুলো তাকে হিজাব ছাড়া দেখে ফেলেছে ও এই জন্য আল্লাহর ভয়ে সে কান্না করতেছে। লোকটা তখন তার স্ত্রীকে স্বান্তনা দেয় ও তার দুই চোখের মাঝে চুমু খায় তার আল্লাহ প্রতি ভীতি দেখে। পরের দিন লোকটা একটা কুড়াল এনে গাছটা কেটে ফেলে। একদিন লোকটা কাজে যায় ও ঐদিন কাজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসে।এসে সে দেখলো তার স্ত্রী পর পুরুষ এর সাথে ঘুমিয়ে আছে। লোকটা তার স্ত্রীকে কিছু না বলে রাগে-দুঃখে ঐ শহর ছেড়ে অন্য শহরে চলে যায়। কিছুদিন পর নতুন শহরে চুরি হয় ও রাজার অনেক সোনার মোহর নিয়ে যায়। ঐদিন লোকটা কাজে যাওয়ার সময় দেখে সবাই রাজার প্রাসাদের কাছে জড়ো হয়ে আছে। সে সেখানে গেলো ও একটা লোককে জিজ্ঞেস করলো কি হয়েছে? একজন উত্তর দিলো,রাজ্য চুরি হয়েছে। তখন লোকটা দেখলো তার পাশ দিয়ে এক লোক পায়ের আংগুলের উপর ভর দিয়ে দিয়ে চলছে। তখন লোকটাকে একজন বললো এই লোকটা আংগুলের উপর ভর দিয়ে চলেন যাতে কোনো পিঁপড়া মাড়িয়ে দিয়ে আল্লাহর অবাধ্য না হোন এজন্য। লোকটা তখন রাজার দরবারে গেলো ও রাজার কাছে বললো "আপনার রাজ্যর স্বর্ণমুদ্রা চুরি করেছে শহরের ঐ লোকটা যে আংগুলের উপর ভর দিয়ে চলে। এটা যদি মিথ্যা হয় তবে আপনি আমাকে যে শাস্তি দিবেন তা আমি মেনে নিবো। তখন রাজা নির্দেশ দিলো ঐ লোককে ধরে আনতে। রাজার প্রহরীরা লোকটাকে ধরে আনলো ও জিজ্ঞাসাবাদের পর ঐ লোকটা চুরির কথা স্বীকার করলো। তখন রাজা আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করে, কিভাবে বুঝেছিলে সে চোর? লোকটা উওর দেয়, যখন দেখবেন কেউ দোষ থেকে বাঁচার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করছে তখন বুঝবেন সে নিজের কোনো বড় দোষকে ঢাকছে।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀
#deutsch, also ich kann nichts in meiner Sprache lesen, auch der Übersetzer ist völlig überfragt. @romzan12 warum der #deutsch, wenn hier nicht in Deutsch geschrieben wird?