The life of a street beggar.

in r2cornell •  3 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি এবার লিখব একজন পথের ভিক্ষুকের জীবন সম্পর্কে।

images - 2021-12-31T222812.923.jpeg
Sorsce
দরিদ্র হতভাগা ব্যাক্তি যে রাস্তায় রাস্তায় টাকার জন্য ভিক্ষা করে বেড়ায় তাকে বলা হয় পথের ভিক্ষুক। তাকে জনাকীর্ণ স্থানে যেমন বাস স্ট্যান্ড রেলস্টেশন পাবলিক স্কয়ার ওভার ব্রিজে বসে থাকতে দেখা যায়। একজন পথের ভিক্ষুক বা রাস্তার ভিক্ষুক অন্ধ বোবা বিকলাঙ্গ অথবা শারীরিক প্রতিবন্ধী ও বিভিন্ন বয়সের হতে পারে। একজন রাস্তার ভিক্ষুককে খুব দুর্দশা পূর্ণ জীবন যাপন করতে হয় সে নোংরা এবং জরাজীর্ণ পোশাক পরিধান করে কারণ তার কাছে পোশাক কেনার মত কোন অর্থ থাকে না যার ফলে তাকে এ অবস্থায় থাকতে হয়।

একজন পথের ভিক্ষুক সাধারণত খুব সকালে ঘুম থেকে উঠে। সে খাওয়ার জন্য পর্যাপ্ত খাবার পায় না তাকে খুব সামান্যই খেতে হয় এবং ভিক্ষা করতে রাস্তায় বের হয়। সে যদি পর্যাপ্ত ভিক্ষা না পায় তবে তাকে ২-১ দিয়েন অথবা অনেক দিন না খেয়ে থাকতে হয়। ওই ভিক্ষুক সবসময়ই অপুষ্টি এবং বিভিন্ন রোগে ভোগে কিন্তু সে তার অসুস্থতার জন্য সঠিক চিকিৎসা পায় না কারণ তার কাছে প্রয়োজনীয় কোন অর্থ থাকে না। অনেকে সঠিক চিকিৎসার অভাবে মারা যায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় কারণ তারা অপরিষ্কার নোংরা স্থানে বসবাস করে যার ফলে রোগ আক্রান্ত বেশি হয়।এভাবেই চলতে থাকে একজন পথের ভিক্ষুকের জীবন।

সাধারণত একজন রাস্তার ভিক্ষুকের হাতে একটা থালা থাকে যখন সে কোন পথচারীকে দেখে তখন সে তার থালাটি বাড়িয়ে দেয় তার নিকট ভিক্ষা চায়। যদি সে ভিক্ষা পায় তবে খুশি হয় এবং যে ব্যক্তি ভিক্ষা দিল তার জন্য সে দোয়া করতে থাকে। কিছু রাস্তার ভিক্ষুক পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ভিক্ষা করে কেউ কেউ খুবই বিরক্তিকর ভিক্ষুক তারা ভিক্ষা না পেলে কোন ব্যক্তিকে সহজে ছাড়তে চায় না শেষে তাদের পরিশ্রম যদি ব্যর্থ হয় তাহলে তারা নাখোশ হয়। একজন রাস্তার বা পথের ভিক্ষুক কে কেউ পছন্দ করেনা কারণ ভিক্ষাবৃত্তি সমাজে কিছু দেয় না তবুও যে সমস্ত রাস্তার বা পথের ভিক্ষুক কাজ করতে অক্ষম তাদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত যাতে করে তারা নিজের এবং পরিবারের ভরণ পোষণ করতে পারে। তাই আমাদের উচিত যেসব পথের ভিক্ষুক কাজ করতে সক্ষম তাদের প্রতি সদয় হওয়া এবং তাদেরকে একটু মোটা অংকের ভিক্ষা দেওয়া যাতে তারা ভালোভাবে চলতে পারে। কারণ ব্যাখ্যা করা সর্বনিম্ন পন্থা তারা কোনো উপায় না পেয়ে ভিক্ষা করে কারণ এছাড়া তাদের চলা প্রায় অসম্ভব। তাই আমরা তাদেরকে ভিক্ষা দেবো এবং তাদের সাথে ভাল আচরণ করব তাতে তারা কষ্ট না পায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!