The importance of time.

in r2cornell •  3 years ago 

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আশা করি, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

আমি আজ আপনাদের সামনে 'সময়, নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ।

সময়,, সময় আমাদের জীবনের অত্যন্ত এক দামি জিনিস। মানুষ গাড়ি-বাড়ি, কল-কারখানা, ফসলের জমি, ফল- ফুলের বাগান, টাকাপয়সা ইত্যাদি, অনেক রকম সম্পদ জীবনে ভোগ করে থাকে। মানুষ সম্পদের মূল্য বোঝে, দুনিয়াতে এমন একজন মানুষ তুমি খুঁজে পাবে না, যে অন্য কাউকে তার সম্পদের ভাগ দিতে রাজি হবে।

যার যতটুকু সম্পদ আছে সে তাতে সন্তুষ্ট নয়। বরং সে তো তার জন্য আরো চায়, আরো চায়, সেটা বৈধ বা অবৈধ হোক। যে পথের হোক না কেন, সে সম্পদ চায়। এমনকি কবরে যাওয়ার আগে তার সম্পদ চাহিদার কোনো শেষ নেই। তাইতো আমাদের নবী কারীম (সা:)আদম সন্তানদের কে বলেছেন-- যদি এক মাঠ ভর্তি সোনাদানা দেওয়া হয়, তাহলে সে আরেক মাঠ ভর্তি সোনাদানা চাইবে, কবরের মাটি ছাড়া অন্য কিছুতে তার পেট ভরতে পারে না।

তবে এই সমস্ত সম্পদ, সব মানুষের নেই, ধনীদের আছে গরিবের নেই। যার আছে সে বড়াই করে আর যার নেই সে আফসোস করে।

কিন্তু এমন এক সম্পদ আছে, যা মাটির উপরে এবং মাটির নিচে যত সম্পদ আছে তার চেয়ে অধিক দামি, এর নাম হচ্ছে সময় সম্পদ। সময় সম্পদের কেন এত মূল্য? দুনিয়ার সম্পদ গেলে আবার আসে। কিন্তু সময় এমন এক সম্পদ, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসেনা। আর সময় সম্পদ ধরে রাখার কোনো উপায় নেই।

দিনের পর রাত আসবে, আবার রাতের পর দিন আসবে, এভাবেই সময় চলে যাবে, সময়ের গতি কেউ থামিয়ে রাখতে পারবেনা। নদীর স্রোত হয়তো তুমি রোধ করতে পারো, কিন্তু সময়ের স্রোত কখনো রোধ করতে পারবে না।

কারণ সময়ে রোধ করার সাধ্য আমাদের নেই। সময় যখন ফুরিয়ে যাবে জীবন তখন ইতি হয়ে যাবে।

আর আমি যদি না থাকি, তাহলে আমার গাড়ি-বাড়ি জায়গা জমি কি কাজে আসবে? আমি পড়ে থাকব কবরের অন্ধকারে, আর মানুষ আমদফুর্তি করবে আমার সেই ঝলমল বাড়িতে।

দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে, আমরা সবাই সম্পদের মূল্য বুঝি, এবং হিসাব করে ব্যয় করি। কিন্তু সময় সম্পদের মূল্য বুঝিনা, তাই সময়ের কোন হেফাজত করি না। এবং সময়ের অপচয় সম্পর্কে কোন চিন্তাও করি না।

সত্যিই যদি আমরা সময়ের মূল্য বুঝতাম, তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য সময় নষ্ট না করে, চিরস্থায়ী আখিরাতের পথে সময় ব্যয় করতাম। তাহলে আমাদের জীবন সার্থক হত।

images - 2021-12-29T212850.063.jpeg

Sorsce

তাই আল্লাহ তা'আলা আমাদের সকলকে সময়ের মূল্য বুঝে সময়ের সদ্ব্যবহার করার তৌফিক দান করুন--- আমিন।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!