বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
(Sorsce)
[https://www.google.com/search?q=Road+photo&oq=Road+photo&aqs=chrome..69i57j0l4.3998j0j9&client=ms-android-transsion&sourceid=chrome-mobile&ie=UTF-8#imgrc=mvWG4Gz8sNDBOM]
আমি আজকে আপনাদেরকে বলবো ঢাকা সফর নিয়ে কিছু কথা।
আমি নবাবগঞ্জ একটা মাদ্রাসায় পড়াশোনা করি। তো একদিন বৃহস্পতিবার চিন্তা করলাম যে একটুও ঢাকা সফর করে আসি তাই সফরের উদ্দেশ্যে মাদ্রাসার শিক্ষকদের থেকে ছুটি নিয়ে বের হলাম ঢাকার উদ্দেশ্যে,,
তো বিআরটিসি একটা গাড়িতে উঠলাম ভাড়া নিল 70 টাকা আমাকে গুলিস্থান নেমে দেওয়ার কথা। এরপর আমি ফোনে যোগাযোগ করলাম আমার বন্ধুদের সাথে যে আমি প্রথমে যাব বাংলাবাজার তো কোথায় নামলে ভালো হবে এরপরে আমার এক বন্ধু বলল নয়াবাজার নামতে। তো আরেক বন্ধুর সাথে যোগাযোগ করলাম ও বলল বাবুবাজার ব্রিজে নামতে এরপরে আমি চিন্তা করে একজনকে জিজ্ঞাসা করলাম উনি বললো যে সামনে একটা মোর আছে সেখানে নামতে পারেন তো আমি তার কথামতো ওখানে নেমে পরলাম, তো আমি জিজ্ঞাসা করলাম একজনকে বাংলা বাজার রাস্তা কোনটা উনি আমাকে দেখিয়ে দিলেন এদিকে যান পরে আমি ঐদিকে গিয়ে রাস্তা পার হলাম এরপরে এক ভদ্রলোক বললেন এই এখান থেকে একটা বাসে করে তুমি সদরঘাটের দিকে যাও সদরঘাটের একটু আগেই নেমে পড়বে, বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি যখন রাস্তা পার হয়ে একটা বাসে উঠলাম সদরঘাটের একটু আগে নামলাম। নামার পরে একটু ভিতরে যাব তো এই পরিমাণ জ্যাম ছিল যে হাটাই বড় কষ্টকর হয়ে যাচ্ছে একদিকে গাড়িঘোড়ার জ্যাম আরেকদিকে মানুষের ভিড় ধীরে ধীরে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি একটা 18 বছরের যুবক সামনের
এক মেয়ের পিছনে একটা ব্যাগ ছিল সে তার ব্যাগের চেইন ধীরে ধীরে খুলছিল। আমি বিষয়টা বারবার দেখতে ছিলাম হঠাৎ করে আমার মনে হল একটা অন্যায় হচ্ছে আমার উচিত তাকে জানিয়ে দেওয়া কারণ আমি সেখানে একা ছিলাম আরো লোকজন হয়তো ছিল কিন্তু আমার পরিচিত কেউ ছিলনা তাই আমি তাকে কিছু বললাম না সামনের আপুকে বললাম আপনার ব্যাগ খুলছে একটু সতর্ক হয়ে যান এরপর তার সাথে একটা যুবক ছিল সে বলল বলল যে ব্যাগে মূল্যবান কিছু আছে নাকি। তখন মেয়েটা বলল না মূল্যবান কিছু নেই এরপর তারা সতর্ক হয়ে চলে গেলো আর পিছনের এই বাটপার যুবকটা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো এবং সে পিছপা হয়ে চলে গেল আর আমি তাকে বললাম ভাই ভালো হয়ে যান। এরপর আমি সেখান থেকে আমার বন্ধুর সাথে যোগাযোগ করে বাংলাবাজার গেলাম এবং কিছু কিতাব সংগ্রহ করলাম।
শহরের চলতে হলে খুব সাবধানতার সাথে চলতে হবে কারণ শহরের অবস্থা খুবই খারাপ। না বলে কিছু নেওয়ার মানুষ শহরে অভাব নাই।
বাকিটা আগামী পর্বে বলবো ইনশাআল্লাহ।।