বিসমিল্লাহির রহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
গত পোস্টে আমি লিখেছি কলমের আত্মকথা, এই পোস্টো লিখব ,,কালির প্রতিবাদ,,
আমি কালি, তুমি কলম। কয়েকটি লেখা পড়ে মনে হলো তুমি বেশ অহংকারী। খুব গর্ব করে তুমি তোমার আত্মপরিচয় দিয়েছো। কিন্তু তুমি ভুলে গিয়েছো যে, আল্লাহ অহংকার পছন্দ করেন না।
Sorsce
কোরআনের আয়াতে তোমার কথা আছে, আলীমের হাতে তোমার ব্যবহার আছে, এই জন্য তোমার উচিত ছিল কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বিনয়ী হওয়া।
আচ্ছা একটা কথা বল দেখি, কালি ছাড়া তোমার কি কোন মূল্য আছে? বিরাস করি ততক্ষন মানুষ তোমাকে আদর করে, কদর করে। কিন্তু যখন কালি ফুরিয়ে যায়! তখন তো তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। কেউ ফিরেও তাকায় না, তুলে নেওয়া তো দূরের কথা।
পক্ষান্তরে আমার কথা ভেবে দেখো, কালিতে লেখা কোন কাগজ কোথাও পড়ে থাকলে মানুষ যত্ন করে তা তুলে নেই।
লেখার প্রয়োজন না হলে তোমার দিকে কেউ ফিরেও তাকায় না।
কিন্তু আমি কালি, সব সময় মানুষের চোখের সামনে থাকি।
কুরআন-হাদীসের সব জায়গায় ছড়িয়ে আছে। একবার যখন আমি কাগজের স্পর্শ পাই তখন আমি শত শত বছরের আই লাভ করি। হাজার বছর আগে যে কিতাব লেখা হয়েছে, তার পাতা উল্টে দেখো কালো হরফের গায়ে আমাকে তুমি দেখতে পাবে। কিন্তু যে কলমের ভিতর আমি ছিলাম কোথায় আজ সে কলম?
সুতরাং তোমার এত কিসের অহংকার? তুমি যদি জ্ঞানী হতে তাহলে অবশ্যই শুকুর গুজার হতে, কেননা তুমি এলেমের ক্ষুদ্র এক বাহন হতে পেরেছো।
এবং সত্য ন্যায়ের পথের মানুষদের দুই আঙুলের ফাঁকা জায়গায় স্থান লাভ করেছো।
তুমি যদি জ্ঞানী হতে তাহলে অবশ্যই তুমি আমার ও কৃতজ্ঞতা স্বীকার করতে। কেননা আমি তোমার প্রাণ। আমার কারণেই তুমি মল্যবান।
শহীদের রক্তের চেয়ে মূল্যবান বলা হয়েছে আমাকে। তবু তো আমি অহংকার করি নি কখনো!
শেষ কথা শোনো হে বন্ধু! আমি কালি তুমি কলম। আমরা দু'জনেই ইসলামের সেবক। আমি ছাড়া তুমি যেমন অচল, তেমনি তুমি ছাড়াও আমি মূল্যহীন। কালি ছাড়া কলম যেমন কিছু লিখতে পারে না, তেমনি কলম ছাড়াও কালি হরফের আকার ধারণ করতে পারে না। আবার আলেম, সত্যবাদী ও ন্যায়-পরায়ন মানুষের হাত ছাড়াও আমরা দু'জনই মূল্যহীন। সুতরাং আমাদের প্রয়োজন আলেম সত্যবাদী ও ন্যায়-পরায়ন মানুষের কাছে কৃতজ্ঞ থাকা।।