বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
Sorsce
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আবারো হাজির হলাম আপনাদের মাঝে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে আশা করি আমার এই লেখাটি পড়ে সবাই উপভোগ করবেন।
আমি আজকে লিখব নতুন বছর নিয়ে। আমাদের উচিত সকল দুঃখ-কষ্ট ভুলে নতুন স্বপ্ন দেখা। যে বছর অতীত হয়েছে ওই বছরে যত দুঃখ কষ্ট হয়েছে সব ভুলে নতুন স্বপ্ন নিয়ে গবেষণা করা কিভাবে জীবনটা সুন্দর হয় কষ্ট দূর হয় এ ব্যাপারে সতর্ক থাকা।
আজ আমাদের নতুন নতুন কল্পনা করা উচিত এবং পুরনো দিনের সব যন্ত্রণা ভুলে যাওয়া উচিত। না হলে সারা বছর কষ্ট হবে।
আজ থেকে শুরু হল নতুন বৎসর, শুরু হল আমার জীবনের নতুন আরেকটি বছর, যে বছর অতিত হয়েছে ওই বছরে হয়তো আমার অনেক নেক আমলে ঘাটতি হয়েছে তাই এ বছর যেন কোনোভাবেই ওই নেক আমলের হাতে না হয় এজন্য এবছর সময়কে কদর করা এবং সময়ের সদ্ব্যবহার করা। তবেই তো সুখি হবে আমাদের এই নতুন বছর আমাদের এই জীবন।
একটু চিন্তা করলে বোঝা যায় নতুন একটি বছর চলে গেল শুধু চলে গেল না বরং আমাদের জীবনের হায়াত থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল আমাদের জীবনের গড়ে হায়াত হলো 60 বছর তার থেকে আরেকটি বছর অতিবাহিত হয়ে গেল আমি মৃত্যুর দিকে আরেকটি বছর আগে গেলাম কিন্তু নেক আমল কতটুকু করতে পারলাম কি নিয়ে কবরে যাব এই চিন্তা করা। অতিত বছরের জন্য আফসোস করা হয় একটি বছর চলে গেল আমার নেক আমল যতটুকু করার কথা ছিল ততটুকু করতে পারি নাই এ বছর যেন সে রকম টা না হয় এ বছর যেন আমি সঠিক ভাবে পুরো বছরে নেক আমল করে হক আদায় করতে পারি।
এসেছে নতুন বছর সুখী হোক সকলের জীবন এই কামনা করি আমি সারাক্ষণ।