গল্পটি শুরু করছি ৩ বছর পিছনে গিয়ে।
আমরা দীর্ঘ ১২ বছর ঢাকাতে থেকে গ্রামে এসে নতুন করে ঘর বাড়ি দিলাম।এলাকার তেমন কাউকেই আমি চিনতাম না খুব শান্তসিস্ত শিলাম আমি।
আমাদের বাড়ির পাশেই ছিলো একটি দাখিল মাদ্রাসা। তবে আমি সেই মাদ্রাসাই পড়তাম না আমি শহর অন্চলে একটি হাই স্কুলে ভর্তি হয়েছিলাম।
একদিন আমার এক বন্ধু বললো চল মার্দাসা থেকে ঘুরে আছি আমি প্রথমে দুনামুনা করলেও পরে আমিও ওর সাথে যেতে রাজি হলাম।
আমরা মাদর্সার সব ক্লাস ঘুরতে ঘুরতে ক্লাস ৭ এ আসলাম সেই ক্লাস এ আমার ছোট চাচাতো বন ও পড়তো।
সে সেদিন ক্লাসে আসেনি।তবে যখনই আমি ক্লাসে ডুকলাম একটা ডানা কাটা পরির ভুবন ভুলানো মিষ্টি হাসি দেখে আমি ফিদা হয়ে গেলাম, অসম্বব ছিলো তার মিষ্টি হাসিটা।
সিনেমার কোনে গল্প বলছি না তার হাসিটা ছিলো খুব মিষ্ট তাই হয়তো তাকে দেখার পর থেকে আমার ডাইবেটিকস শুরু হয়ে যায়😁😁😍🤩
তবে সেই ডাইবেটিকস বেশি ক্ষণ থাকেনি যখনই জানতে পারলাম সে আমার ছোট বোনের বান্ধবি তখন নিজেকে খুব ছোট মনে হচ্ছিলো। তখন থেকে আমি ওকে ফলো করা বাদ দিলাম😔😔😔
এইভাবেই চললো এক দেড় মাস। হঠাট একদিন ওর সাথে রাস্তায় দেখা 😍😍😍আবারো তার ভুবন বুলানো মিষ্টি ☺ হাসি। 🤩 তবে এবার আর ছাড়বার পাত্র আমি নই ছুটে ছুটে যেতে লাগলাম ওর মনের বিতরে।🦄🦓
ওর ক্লাসমেন্ট ছিলে আমাদের এলাকার ছোট ভাই সব সময় আমাদের সাথেই চলতো। তারপর থেকে ওর পিছন পিছন গোরা পিছন থেকে ওর প্রসশংসা করা ওর মিষ্টি হাসিটা দেখা ছিলে আমার প্রতিদিনের কাজ।
আমার একটা দূর্বলতা ছিলে এখনো আছে সেটা হলো ওর সামনে গিয়ে কথা বলতে না পারা।খুব নার্বাস হয়ে যেতাম বা এখনো হয়ে যায় ওর কাছে গেলে।☺️☺️☺️
তাই ভাবলাম ওকে চিটি লিখবো।তবে এখানেই গন্ডগোল হয়ে গেলো লিখবোটা কি? কিবলে শুরু করবো🤔🤔🤔🤔সারা দিন ভাবলাম কিন্তু মনের মতে কিছুই মিলাতে পারলাম না। শেষমেষ নেট দেখে লিখলাম।