আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি। এবার আমি লিখব ইংরেজি ভাষার গুরুত্ব সম্পর্কে।
Sorsce
#blurt
যে ভাষাটি সারাবিশ্বে স্বাচ্ছন্দ্যে যোগাযোগের জন্য ব্যবহার হয় তা হল আন্তর্জাতিক ভাষা। কয়েক শতাব্দী ধরে আন্তর্জাতিক একটি নিঝঞ্ঝাট যোগাযোগের মাধ্যম হিসাবে বিভিন্ন দেশে ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটা বিশ্ব আবেদন সৃষ্টি করেছে এবং বহুমুখী যোগাযোগের ক্ষেত্রে একটি অত্যাবশ্যক বিষয়ে পরিণত হয়েছে এ কারণে ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সত্যি বলতে বর্তমান বিশ্ব ইংরেজি ব্যতীত একদিনও চলতে পারে না। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজিতে আমাদের ভালো দক্ষতা থাকতে হবে। অন্যান্য দেশের সাথে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। বিশেষ করে বিশ্বের সর্বাধুনিক জ্ঞান এবং গবেষণায় প্রবেশ করতে হলে আমাদের ইংরেজি শেখা অতি প্রয়োজন কারণ ওইখানে অধিকাংশ ডকুমেন্টস সংরক্ষিত লেখা এবং বিবরণ ইংরেজিতে লেখা হয়। ইংরেজি না শিখলে কোনকিছুই এগুলো জানতে পারব না এবং শিখতে পারবো না। এমনকি সকল আন্তর্জাতিক পত্রিকা ম্যাগাজিন প্রবন্ধ এবং বিবরণী ইংরেজিতে লেখা হয়ে থাকে। তাছাড়াও আমাদের উচ্চশিক্ষার জন্য ইংরেজি শেখাটা উচিত কারণ ইংরেজি শেখার ফলে আমরা অনেক সুফল লাভ করতে পারব।
ইংরেজি না শিখলে কোন কিছুই ভালোভাবে শেখা হবে না কারণ আন্তর্জাতিক ভাষা ইংরেজি। আমাদের যখনই এ দেশ থেকে অন্য দেশে যাওয়া লাগবে বা ভ্রমণ করব তখনই আমাদের এই ভাষার ব্যবহার করতে হবে কারণ এই ভাষা ছাড়া আমার নিজস্ব যে ভাষা আছে ওই ভাষা ওখানকার কোন লোকই বুঝবে না আর যখনই আমি ইংরেজি ভাষা বলতে শুরু করব তখন সবাই বুঝবে এমনকি পুরা বিশ্বে যেকোনো স্থানে যায় না কেন সব স্থানে ইংরেজির ব্যবহার আছে। এটি সারা বিশ্বে ব্যবসায় সম্প্রসারণ করতে আমাদের সহায়তা করে কেননা এটি বিশ্বব্যাপী ব্যবহৃত ভাষা। এটি শিখে আমরা আমাদের ভবিষ্যতের কর্মজীবন নিশ্চিত করতে পারি ইংরেজিতে জাতের ভালো দক্ষতা রয়েছে চাকরির বাজারে তাদের মূল্য অনেক বেশি।
আমাদের দেশে ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয়। উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক।আমাদের জাতীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণভাবে বিদ্যমান।আমাদের বেসরকারি কোম্পানি গুলোর অধিকাংশ আর্থিক কার্যক্রমে ইংরেজিতে সম্পন্ন হয়। ইংরেজি ভাষা শিক্ষা উন্নতি করতে হলে গ্রামারের নিয়মকানুন সতর্কতার সাথে শিখতে হবে গ্রামার শেখা ব্যতীত ইংরেজি ভালো দক্ষতা থাকা সম্ভব নয়। কমিউনিকেটিভ উদ্দেশ্যে রচিত আমাদের বর্তমান পাঠ্যবইগুলো ইংরেজি শেখার এবং বাস্তব জীবনে এটাকে ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক। তাই আমাদেরকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে যাতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি।