আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো।
একদা এক ঠিকাদার ছিলো। তার অধীনে একজন অভিজ্ঞ রাজ মিস্ত্রি কাজ করতো। এক সময় ঐ অভিজ্ঞ রাজ মিস্ত্রি কাজ ছেড়ে দেওয়ার জন্য মনস্থির করলো। সে তার ঠিকাদার মালিককে বললো, স্যার আমি আর কাজ করতে চাই না। তখন ঠিকাদার বললো, কেনো.. কোনো সমস্যা আছে নাকি। কিন্তু ঐ অভিজ্ঞ রাজ মিস্ত্রি সঠিক কোনো কারণ দেখাতে পারে নি। তখন ঠিকাদার বললো, তুমি কাজ করো। কোনো সমস্যা হলে আমি আছি। তখন ঐ অভিজ্ঞ রাজ মিস্ত্রি আবার ঐ ঠিকাদারের কাজ করতে লাগলো। এইভাবে কেটে গেলো অনেক বছর। একসময় ঐ অভিজ্ঞ রাজ মিস্ত্রি বৃদ্ধ হয়ে যেতে লাগলো। তখন তিনি ঠিকাদারকে জানালেন তিনি এইবার অবসরে যেতে চান। তখন ঠিকাদার দেখলো সত্যি এখন তার অবসরে যাওয়া উচিত। তিনি অভিজ্ঞ রাজ মিস্ত্রিকে বললেন, আপনাকে এই জায়গায় একটা ঘর বানাতে হবে। তারপর আপনি অবসরে যেতে পারেন। এতে অভিজ্ঞ রাজ মিস্ত্রি খুশি হয়ে বললো, আচ্ছা ঠিক আছে। তখন তিনি ঘর তুলতে লাগলেন। তিনি অবসরে যাবেন খুশিতে তিনি প্রায় সময় অনেক কাজ ভুল করতে লাগলেন। ঠিক মত আগের মত কাজে মনোযোগ দিতে পারেন না। যাক বেশ কিছু দিন পর তিনি ঐ ঘরটা কম্পিলিট করলেন। তিনি ঐ ঠিকাদারের কাছে গেলেন ও বললেন, স্যার আমি আপনার ঐ ঘর তৈরী করা শেষ করেছি। এই নিন ঘরের চাবি। তখন ঠিকাদার চাবি নিলো ও বললো, আপনি আমার অধীনে অনেক কাজ করছেন এবং আপনার কাজগুলো ছিলো অত্যন্ত নিক্ষুত। আপনার কাজের কারণে আমি অনেক বড় বড় কাজ পেয়েছি। এই নিন আপনার প্রাপ্য টাকা। এই বলে ঐ অভিজ্ঞ রাজ মিস্ত্রির সকল টাকা পরিশোধ করলো ও বললো ধরুন এই চাবিটা নিন। তখন ঐ অভিজ্ঞ রাজ মিস্ত্রি চাবিটা নিলো আর বললো এটা দিয়ে আমি কি করবো?? তখন ঠিকাদার বললো, আসলে আমি ঘরটা আপনাকে উপহার দিবো বলেই তৈরী করিয়েছি। ঘরটা আজ থেকে আপনার। তখন ঐ অভিজ্ঞ রাজ মিস্ত্রি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এইবার রাজ মিস্ত্রি তার বানানো ঐ ঘরে আসলো ও আফসোস করতে লাগলো কারণ অবসরের চিন্তা করতে করতে তিনি ঘরের অনেক কাজ ভুল ও বলতে লাগলেন, আমি যদি জানতাম এই ঘর আমার জন্য তাহলে আমি আমার জীবনের সেরা কাজটা করতাম।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀
#deutsch, also ich kann nichts in meiner Sprache lesen, auch der Übersetzer ist völlig überfragt. @rokib1212 warum der #deutsch, wenn hier nicht in Deutsch geschrieben wird?