আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমি আবার লিখতে যাচ্ছি গ্রামের একজন কৃষকের জীবন কাহিনী সম্পর্কে আশাকরি আমার লেখা টি আপনাদের সবার ভালো লাগবে।
Sorsce
প্রথমেই বলি কৃষক কাকে বলে যিনি জীবিকা অর্জনের জন্য জমি চাষ করেন এবং বিভিন্ন প্রকার ফসল ফলান তিনি কৃষক। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ দেশের লোকজন কৃষিকাজ করে থাকেন। শতকরা ৮০ ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত এবং আমাদের অর্থনীতি বেশিরভাগই কৃষিনির্ভর। একজন কৃষকের ফলে আমরা আমাদের প্রয়োজনীয় খাদ্য পাচ্ছি।
একজন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আমাদের জন্য ফসল ফলান এবং দেশের জন্য খাদ্যের অভাব দূর করেন কিন্তু ওই কৃষকই সমাজের কাছে অবহেলিত, তাকে কোন সম্মান দেয়া হয় না কারণ সে একজন কৃষক এইভাবে চলে একজনের কৃষকের জীবন।সাধারণত একজন কৃষক দরিদ্র ব্যক্তি এবং গ্রামে বাস করেন। বাংলাদেশ কৃষকের জীবন শোচনীয়। বেশির ভাগ কৃষকের তাদের নিজস্ব কোনো জমি নেই তাই বেশিরভাগ সময়ে তাকে অন্যের জমি চাষ করতে হয়। প্রায় বেশিরভাগ কৃষক অশিক্ষিত হয়ে থাকে এর ফলে তাঁরা জানেন না কিভাবে তার জমি বিজ্ঞানীক ভাবে চাষাবাদ করতে হয় এবং বেশি ফলন পাওয়া যায়। তার কাছে থাকে শুধুমাত্র একজোড়া ষাঁড় এবং কিছু হাতে তৈরি যন্ত্র। প্রায়ই তার কাছে বীজ সার এবং কীটনাশক কেনার পর্যাপ্ত টাকা থাকে না ফলে তিনি তার নিজের জন্য এবং পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে পারেন না। তিনি প্রতিদিন মাঠে কাজ করে যে অর্থ পান তা দিয়ে ঐদিনের পরিবারের খরচ চালান, এক কথায় বলা যায় দিন আনেন দিন খান।
একজন কৃষকের জিবনেও রয়েছে আনন্দ ও বেদনা। কৃষক যখন ভালো ফসল পান তখন তার মুখে আনন্দে ভরে ওঠে কারণ ওই বছর ওই কৃষকের পরিমাণমতো খাদ্য তার ঘরে থাকে পরিবার নিয়ে সুখে থাকে কিন্তু তিনি যদি ভালো ফসল না পান তার দুঃখের সীমা থাকে না কারণ পরিবারকে তিনি ভালোভাবে খাদ্য দিতে পারবেন না এবং প্রয়োজনীয় খাদ্য তার ঘরে থাকেবে না ওই জন্য। জমি চাষযোগ্য করার নিমিত্তে বা শস্য বীজ বোনার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন। কৃষকেরা ফসল ফলিয়ে তার ঘরে তুললেই আমাদের অন্নের সংস্থান হয়। কঠোর পরিশ্রম করে তিনি ব্যাপক ফলন উৎপাদন করেন যা আমাদের জাতীয় অর্থনীতিকে উন্নত করতে সাহায্য করে। তাই জাতীয় অর্থনীতির উন্নতিকল্পে সরকারের উচিত কৃষি ভর্তুকি দিয়ে কৃষকদেরকে সাহায্য করা যাতে করে কৃষকরা ভালো ফসল উৎপাদন করতে পারে এবং দেশের খাদ্য সংকট দূর করতে পারে। তাদের প্রাচীন আমলের নাঙ্গল এর পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করতে উৎসাহিত করা উচিত। তাদেরকে একই সাথে আধুনিক কৃষি চাষ পদ্ধতি শেখানো উচিৎ এবং এভাবেই একজন কৃষকের উন্নয়ন সম্ভব।
কৃষক কত কষ্ট করে তারা ফসল ফলান এবং দেশের খাদ্য চাহিদা পূরণ করেন এটা আমাদের জন্য মহৎ কাজ। কৃষক ফসল উৎপন্ন না করলে আমরা অনাহারে থাকবো দেশে চলে আসবে দুর্ভিক্ষ তাই একজন কৃষককে আমরা কখনো অবহেলা করবো না কারণ তারাই দেশের সম্পদ। তাকে আমরা যথেষ্ট সম্মান দিবো তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। প্রয়োজনে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে উপকৃত করব যাতে করে তারা নতুন নতুন ফসল ফলানোর উৎসাহিত হয় এবং বড় পরিকল্পনা গ্রহণ করেন এতে আমাদের দেশের অর্থনীতিতে অনেক উপকৃত হবে এবং আমরা প্রয়োজনীয় খাবার পাব।