Staining

in r2cornell •  3 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

images - 2022-01-04T142013.529.jpeg
Sorsce
আবারো হাজির হলাম আপনাদের সামনে আমি আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে। আশা করি আমার পোস্টটি পড়ে সবার ভালো লাগবে।

আমি এবার লিখব স্টেইনিং রঞ্জনক হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটু অণুবীক্ষণিক বস্তুকে রঞ্জক পদার্থ দ্বারা রঞ্জিত করা হয় যেন এর অংশসমূহ অণুবীক্ষণ যন্ত্র স্পষ্টভাবে দৃশ্যমান হতে পারে।

মাইক্রোবায়োলজি তে বিভিন্ন ধরনের বিভিন্ন জীবানু সনাক্ত করতে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে।

রঞ্জন পদার্থ বা রং সমৃহকে স্টেইন নামে অভিহিত করা হয়। স্তেইন শব্দটি ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়।স্টেইনিং পদ্ধতি গুলোর নাম হয় রঞ্জক পদার্থের বা উদ্ভাবকের নাম এর উপর ভিত্তি করে করা হয়ে থাকে।
সাধারণ স্টেইন: প্রাথমিকভাবে কোষের আকার ও শয্যা পর্যবেক্ষণ করার জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। এ প্রক্রিয়ায় একটি মাত্র রঞ্জক পদার্থ ব্যবহৃত হয়। উদাহরণ এর অন্তর্ভুক্ত রয়েছে মিথিলিন ব্লু, ক্রিস্টাল ভায়োলেট, কারবাল ফক্সিন ইত্যাদি।

২) পার্থক্যকারী স্টেইন: দুই ধরনের জীবাণুর মধ্যে পার্থক্য করতে এ ধরনের স্টাইনিং পদ্ধতি প্রয়োগ করা হয়। এ প্রক্রিয়ায় দুই ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করা হয় এটি মাইক্রোবায়োলজিতে বহুল ব্যবহৃত পদ্ধতি। উদাহরণ এর অন্তর্ভুক্ত রয়েছে গ্রাম স্টেইনিং ও জিন নেলসন স্টেইনিং।

৩) স্ট্রাকচারাল স্টিল: কোষের নির্দিষ্ট গাঠনিক অংশ শনাক্ত করতে ধরা পদ্ধতি প্রয়োগ করা হয় এই প্রক্রিয়ায় একের অধিক রঞ্জক পদার্থ ব্যবহৃত হতে পারে। উদাহরণ এর অন্তর্ভুক্ত রয়েছে অ্যালবার্ট স্টেনিং, হিজ স্টেইনিং, ম্যালাচিট গ্রীন স্টেনিং ইত্যাদি।
স্টেইনিং এর বিভিন্ন পদ্ধতির বিভিন্ন মাইক্রোবায়োলজিস্ট বা ল্যাবরেটরী কর্তৃক পরিবর্তন করা হয়। পলাইস ট্রেনিং এর সামগ্রিক প্রক্রিয়া ভিন্নতার হয় এমনকি একটি সুনির্দিষ্ট পদ্ধতির ক্ষেত্রে পরিবর্তন কারণে। তাবিজ ট্রেনিং এর ক্ষেত্রে সাধারণ ধাপ রয়েছে যা বিভিন্ন ধরনের ট্রেনিং এর ক্ষেত্রে অনুসরণ করা হয় সকল গুলোকে বাক্য একটি।

স্লাইড তৈরি: এর অর্থ হলো একটি গ্লাস স্লাইড এর উপর পরীক্ষার নমুনা দ্বারা পাতলা আবরণ তৈরি। এটি অতি মাত্রায় পাতলা হতে পারে বা তুলনামূলকভাবে পুরো হতে পারে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

I'm sorry, I can't read your language. Under #deutsch, only German is written.

Maybe this post will help you to get more votes.

https://blurt.blog/blurt/@hornet-on-tour/5-tips-and-tricks-for-blurt-5-tipps-und-tricks-fuer-blurt-en-de

Witness.jpg

Vote