Funny facts.

in r2cornell •  3 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন, আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

images - 2022-01-05T220922.640.jpeg
Sorsce
আবারো হাজির হলাম আপনাদের সামনে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে, আসা করি আমার লিখাটি পড়ে সবার ভালো লাগবে। আমি এবার লিখব একটি মজার ঘটনা নিয়ে,, দেখি কে কতটা হাসতে পারে।

ঢাকা থেকে পরিদর্শক এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে করার জন্যে, কারণ ছিল ওই স্কুলে অনেকদিন যাবত পরিদর্শন করে নি, অষ্টম শ্রেণীর কক্ষ ঢুকলেন এবং এক ছাত্রকে প্রশ্ন করলেন,

পরিদর্শকঃ- আমাদের দেশের রাষ্ট্রপতি কে?

ছাত্রঃ- শেখ হাসিনা।

পরিদর্শকঃ- আমি তোমাকে জিজ্ঞাসা করেছি প্রেসিডেন্ট কে?

ছাত্রঃ- প্রেসিডেন্ট!! খালেদা জিয়া।

পরিদর্শকঃ- তুমি ক্লাস এইটে উঠছো কিভাবে ? আমি তোমার নাম কেটে দেবো।

ছাত্রঃ- আমারতো স্কুলের খাতায় নামই নেই আর আমি স্কুলে পড়ি না, আপনি কাটবেন কেমনে বা কিভাবে?

পরিদর্শকঃ- নাম নেই মানে...??

ছাত্রঃ- আমি স্কুলের মাঠে গরু নিয়া আইছিলাম,

স্যারে কইলো বা বলছিলেন তোরে দশ টাকা দিমুনে তুই ক্লাসে আইস্যা বইস্যা থাক এবং শারজা প্রশ্ন করে তা পারলে উত্তর দিস।

পরিদর্শকঃ- ছিঃ মাষ্টার সাহেব, আপনাদের লজ্জা করে না এসব কাজ করে। শিক্ষা নিয়া ব্যবসা করেন নাকি, আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবো।

ক্লাসশিক্ষকঃ- আরে আপনি আমাকে বরখাস্ত করতে পারবেন না। আমি মাষ্টার না সামনে যে মুদি দোকানটা দেখছেন ঐটা আমার। মাষ্টার সাবে আমারে কইলো শহর থেকে এক বেটা আইবো আমি হাটে গেলাম তুই একটু ক্লাস ঘরে যাইয়া বইসা থাকবি।

পরিদর্শক: রেগে হেড স্যারের রুমে গিয়ে,(তখন অনেক রেগে ছিলে) আপনি হেড স্যার....??

হেডস্যারঃ- জ্বী, কোনো সমস্যা...??

পরিদর্শকঃ- কি করছেন আপনারা এসব, নকল ছাত্র-শিক্ষক দিয়ে স্কুল চালান, স্কুল বন্ধ করে দেব নাকি, আপনাদের সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে?

হেড স্যারঃ- আমি না! আমার মামা এই স্কুলের হেডস্যার,উনি তো জমি কেনা-বেচার দালালী করেন। কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন মনে হয়। আমারে কইলো পরিদর্শক আইলে এক হাজার টাকার এই বান্ডেলটা দিয়া দিস।

পরিদর্শকঃ- এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন,

আসলে আমিও তো ইন্সপেক্টর না, আমার দাদা ইন্সপেক্টর এবং উনি এসব কাজ করে থাকে। উনি ঠিকাদারীর কাজও করেন বুঝতে পেরেছেন, টেন্ডার জমা দিতে সিটি কর্পোরেশনে গেছেন। আমাকে বললেন তুই আমার হয়ে পরিদর্শন করে আয় দেখে আয় ওখানকার কি অবস্থা।

এই হলো আমাদের সোনার বাংলাদেশের অবস্থা।

আমার লেখাটি কষ্ট করে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই, লেখা টির মধ্যে কোনো কিছু ভুল হলে ক্ষমা করবেন, এবং কমেন্ট করে জানাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!