আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আমি এবার লিখব আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকদিন কার নিয়মিত রুটিন সম্পর্কে। আমি সারাদিন কি কাজ করব তার একটি সংক্ষিপ্ত রুটিন। আশা করি আমার লিখাটি পড়ে সবার ভালো লাগবে।
সকাল বেলা থেকেই শুরু করা যাক। আমি সকাল ছয়টায় বা সাতটার দিকে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ফ্রেশ হয়ে নিই। তারপর পড়াশোনা করতে বসি। দেড় থেকে দুই ঘন্টা পড়ার পর আমি সকালের নাস্তা খাই। তারপর সকাল আটটা চল্লিশ এর দিকে কলেজে যাওয়ার জন্য রওনা হই।
কারন আমার কলেজের ক্লাস শুরু হয় 9:10 এ দিকে। তাই আমাকে নয় টার মধ্যেই কলেজে উপস্থিত হতে হয়। তারপর থেকে প্রায় 4 ঘন্টা ক্লাস করি। এবং অবশেষে একটার দিকে কলেজ ছুটি হয়। এবং আমি বাড়ির দিকে রওনা হই।
তারপর আমি একটা বেজে ত্রিশ মিনিটে বাড়ি এসে পৌঁছায়। বাড়িতে আসার পর আমি কাপড়চোপড় চেঞ্জ করে বাইরে বের হই। এবং কিছুক্ষণ পর গোসল করি। তারপর গোসল করার পর দুপুরের খাবার খাই। দুপুরের খাবার খাওয়ার পরে আমি কিছুক্ষণ বিশ্রাম নেই। এবং তিনটার দিকে আমি আবার পড়াশোনা করতে বসি। প্রায় দেড় ঘন্টা পড়াশোনা করার পর চারটা বেজে তিরিশ মিনিটে আমি পড়াশোনা শেষ করি।
তারপর খেলাধুলা করার জন্য বা ঘোরাফেরা করার জন্য বাইরে যাই। এক বা দুই ঘন্টা গোরা ফেরা করার পর আমি আবার বাড়ির দিকে রওনা হই। এবং মাগরিবের আজান হলে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। নামাজ পড়ে আমি বাড়ির দিকে রওনা হই। মাগরিবের নামাজ পর থেকে শুরু করে 9 টার দিক পর্যন্ত আমি পড়াশোনা করি।
রাত 9 টার দিকে পড়াশোনা শেষ করে আমি সিড়ি প্লাটফর্মে পোষ্ট করার জন্য লেখা শুরু করি। এবং 30 থেকে 40 মিনিট লেখার পর নয়টা পঞ্চাশের দিকে কিংবা তার কিছুক্ষণ আগেই পোস্ট করি।
তারপর আবার একই লেখা ব্লাড প্লাটফর্মে পোস্ট করি। এরমধ্যে কিছুক্ষণ হ্যাংআউটে জয়েন হওয়ার চেষ্টা করি। তারপর দশটা সারে দশটার দিকে আমি খাওয়া-দাওয়া করি এবং রাত 11 টার দিকে ঘুমাতে যাই।
তো বন্ধুরা এই হলো আমার প্রত্যেকদিন কার রুটিন। এর মধ্যেই অন্যান্য কিছু কাজকর্ম করি সেগুলো উল্লেখ করিনি।
আমার লেখাটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।