বাংলাদেশের যেসব সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে দুর্নীতি কারণ, দুর্নীতি আজ এক শ্রেণীর মানুষের কাছে প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে।
রাষ্ট্রীয় প্রশাসনের উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সমাজের সর্বস্তরে দুর্নীতির কালো থাবা বিস্তার করেছে। দুর্নীতির কারণে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, অগ্রগতির চাকা ধীরে ধীরে পশ্চাদমুখী হচ্ছে। আমাদের সামাজিক ব্যাধি ছাড়তেই হবে, তাছাড়া সমাজ একেবারেই ধ্বংসের মুখে। দেশকে দুর্নীতিমুক্ত করে কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করতে হবে, তা ছাড়া উপায় নেই।
দুর্নীতিকে বলা হয় সর্বগ্রাসী রূপ আসলে এটাই ঠিক।দুঃখের ও লজ্জার বিষয় যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর জরিপে পরপর পাঁচবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রথম সারিতে নিন্দিত অবস্থানে ছিল আমাদের এই বাংলাদেশ।
দুর্নীতির বিস্তার দেখা যায় সমাজের সর্বস্তরে। ব্যাংক থেকে ঋণ নিয়ে বেমালুম হজম করে ফেলা সরকারের সম্পত্তি অবৈধভাবে দখল করা গরিবের জন্য বরাদ্দকৃত ত্রাণের টিন, খাদ্য, বস্ত্র, চাউল, তেল থেকে শুরু করে সকল জিনিসে আত্মসাৎ করা।
তারা সকল ক্ষেত্রে দুর্নীতি করে বিদ্যুৎ, পানি ও গ্যাস চুরি করে চুরি করে, আয়কর ফাঁকি, শুল্ক ফাঁকি, চাকরির নামে হায় হায় কোম্পানি খোলা, চোরাচালান, কালোবাজারি, শেয়ারবাজারে কারচুপি, প্রকৃত অপরাধের অভিযোগ থানায় মামলা না নেওয়া, এসব থেকে শুরু করে কোথায় নিয়ে দুর্নীতি?
এমনকি দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত গম, এতিমদের বস্ত্র, দুর্গত মানুষের জন্য ঢেউটিন ও খয়রাতি সাহায্য নিয়ে দুর্নীতি রয়েছে এসব টাকা তারা আত্মসাৎ করে।
উন্নয়নের নামে তারা করে টেন্ডারবাজি, শিক্ষা, স্বাস্থ্য, চাকরিতে নিয়োগ, যোগাযোগ, এমনকি বিচারব্যবস্থায়ও রয়েছে দুর্নীতি।
সীমাহীন দুর্নীতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। মূল্যবোধ, ন্যায় নীতির প্রতি মানুষ ধীরে ধীরে আস্থা হারাচ্ছে। যে দেশের মানুষ রক্ত খায় যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলো, সে দেশের মানুষ কখনো দুর্নীতির কাছে পরাজিত হতে পারে না।
বাংলাদেশে দুর্নীতির ভয়াবহ সাধারণ মানুষের প্রত্যাহিত জীবন জর্জরিত। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ সবকিছুতেই কুলুষিত রয়েছে সর্বগ্রাসী দুর্নীতি।
চাঁদাবাজকে রাষ্ট্রীয়করণ করা হয়েছে, টেন্ডারবাজি, দলবাজিতে দিয়ে মাধ্যমে দুর্নীতি ও সন্ত্রাসের চরিত্র ধারণ করেছে। তারা সমাজে সম্পদ লুটে নিচ্ছে এবং দুর্নীতিগ্রস্ত হচ্ছে হাজারো দুর্বল মানুষ।
দুর্নীতিতে শিকার হচ্ছে হাজার রকমের মানুষ এর মধ্যে রয়েছে গরিব লোক, মধ্যবিত্ত লোক। তারা দুর্নীতির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঠিক বিচার পাওয়ার জন্য আইনের আশ্রয় নিলেও দুর্নীতি শিকার হয়।
বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে একমাত্র দুর্নীতি। সাধারণ মানুষের শ্রমের বিনিময়ে অর্জিত সাফল্য দুর্নীতির কারণে ম্লান হয়ে যায়। দেশপ্রেমহীন নেতা-নেত্রী এবং দলতন্ত্রের ফলে প্রত্যাশীত উন্নয়ন সার্বিক ভাবে ব্যবহৃত হচ্ছে।
অনুষ্ঠিত হচ্ছে দেশের মূল্যবান সম্পদ, ব্যক্তি ও দলের স্বার্থে সেগুলো পাচার হয়ে যাচ্ছে বিদেশে। জনগণের দুঃখ দরিদ্র বিমোচন তো দূরের কথা, ক্রমেই বেড়ে চলেছে ভূমিহীন দরিদ্র মানুষের সংখ্যা।
এসবের ফলে সৃষ্টি হচ্ছে বিপুল ধান বৈষম্য। সাম্প্রতিককালে বিভিন্ন সংস্থা ও দাতা দেশ, দুর্নীতিকে বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছে।
দুর্নীতিতে বাংলাদেশের সামাজিক সমস্যা। মানুষ প্রায়ই দুর্নীতিতে লিপ্ত হয়। যেখানে কিছু আত্ম দেখে সেখানে দুর্নীতি করে। মনে হয় তাদের কাছে দুর্নীতি ছাড়া আর কিছুই মনে হয়না।
দুর্নীতি করে করে তারা নিজেদের সম্পদ বৃদ্ধি করছে এবং সাধারণ জনগণকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। তাই আমাদের উচিত দুর্নীতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সতর্ক থাকা।