আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি।
নতুন আরেকটি লেখা নিয়ে আমি আপনাদের সামনে আবারো হাজির হলাম। আশা করি আমার লিখাটি পড়ে সবার ভালো লাগবে।
আমি আবার লিখব বিদ্যালয়ের শিশুদের স্বাস্থ্য সেবা সম্পর্কে।
বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মসূচী:
বিদ্যালয় বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে শিক্ষাদান করা হয়। কমিউনিটি মেডিসিন এর ভাষায় বিদ্যালয় বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে শিশুদের শিক্ষাদান করা হয়।
বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মসূচী সামাজিক স্বাস্থ্য কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের শিশুদের সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদান।
বিদ্যালয়ে স্বাস্থ্য সেবার উদ্দেশ্য-
• স্বাস্থ্যের উন্নয়ন।
• রোগ প্রতিরোধ।
• স্বাস্থ্য ত্রুটি সমূহের প্রাথমিক অবস্থায় চিহ্নিতকরণ ও তার চিকিৎসা।
• শিশুদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি।
• স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি।
বিদ্যালয়ে স্বাস্থ্য কার্যক্রমের উপাদান সমূহ-
১) স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরন।
২) স্বাস্থ্য শিক্ষা।
৩) সমন্বিত স্বাস্থ্যসেবা।
স্বাস্থ্যকর পরিবেশ ব্যবস্থাপনা:
একটি বিদ্যালয় পরিবেশে অনেকগুলো অবশিষ্ট থাকতে হবে যেমন,
১) একটি বিদ্যালয় ভবন মহাসড়ক সংলগ্ন হতে পারবেনা। বস্ত তম স্থান যেমন সিনেমা হল, কলকারখানা, বাজার এবং রেলপথের দূরত্ব বজায় রাখতে হবে।
২) বিদ্যালয়ের সীমানা যথাযথভাবে চারদিক ঘেরা থাকতে হবে।
৩) জমির উচ্চতা একটু উঁচু স্থানে হতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে।
৪) আয়তন একটি আদর্শ পরিমাপ হতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের জন্য পাঁচ একর এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 10 একর হতে পারে।
৫) স্থাপনা বহুতলবিশিষ্ট হতে পারে এবং তৎসঙ্গে নিরাপত্তামূলক ব্যবস্থা থাকতে হবে। দেওয়ালে এমন পুরো হতে হবে যেন তাপ ও শীতলতা প্রতিরোধ করতে পারে।
৬) শ্রেণিকক্ষ একটি নিজস্ব প্রবেশপথ থাকতে হবে। একটি শ্রেণিকক্ষের আয়তন 480 বর্গফুটের কম হবে না। প্রতিটি শিক্ষার্থীর জন্য 15 বর্গফুট স্থান বরাদ্দ থাকতে হবে। শ্রেণিকক্ষের উচ্চতা হবে 12 ফুট। সংলগ্ন বারান্দাযুক্ত শ্রেণিকক্ষ আদর্শ ইত্যাদি আরো অনেক কিছু থাকতে হবে।
স্বাস্থ্যব্যবস্থা:
নিরাপদ পানির সরবরাহ থাকতে হবে, যাতাযাত পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে, অত্যাবশ্যকীয় অংশ, শিশুদের যেখানে সেখানে প্রস্রাব করা থেকে বিরত রাখতে হবে, প্রতিটি বিদ্যালয়ে যথেষ্ট সংখ্যক পায়খানা থাকতে হবে, প্রতিটি কক্ষে একটি আবর্জনা রাখার ঝুড়ি থাকতে হবে, প্রতিটি কক্ষে ঝাড়ু দিয়ে পানি দ্বারা মুছে পরিচ্ছন্ন রাখতে হবে এবং আবর্জনা একটি ঝুড়িতে রাখতে হবে এরপর এগুলো যথাযথ উপায় ধ্বংস করতে হবে।
আমার লেখাটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।
I'm sorry, I can't read your language. Under #deutsch, only German is written.
Maybe this post will help you to get more votes.
https://blurt.blog/blurt/@hornet-on-tour/5-tips-and-tricks-for-blurt-5-tipps-und-tricks-fuer-blurt-en-de