বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় ভাই ও বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলো নিয়ে আলোচনা করব তা হলো, হে সত্যের সৈনিক!
সত্যের পথে তুমি নির্ভয় এক অভিযাত্রী। তোমার পায়ে বারবার কাঁটা ফুটবে, ফোটা ফোটা রক্ত ঝরবে। বহু বাধা বিপত্তি পাড়ি দিয়ে তোমাকে বসতে হবে পথের শেষ প্রান্তে মাকছূদ যেখানে। তবেই না তোমার পথ চলা সার্থক হবে, জীবন তোমার ধন্য হবে।
ভয়- ভীতি সংশয় তোমার জন্য নয়। তুমি তো ঈমানের বলে বলিয়ান এক মর্দে মুমিন। মুমিন এগিয়ে চলবে আর পথের বাঁকে বাঁকে আল্লাহর গায়বি কুদরত দেখতে পাবে।
আর চলার পথে ঝড় আসে, তুফান আসে, অন্ধকার নামে, কিন্তু তোমার বুকে শঙ্কা জাগে না, তোমার পথ চলা থামেনা। কেননা আসমান থেকে নেমে আসা গায়েবী মদদ তোমাকে সাহস যোগায়। তাই তুমি নির্ভয় নিঃসংশয়।
তোমার শক্তি সাহসের মোকাবেলায় বাতিলের ঝড়-তুফান নেমে যায়। তোমার বিশ্বাসের আলো জুলমাতের ঘোর অন্ধকার কেটে যায়। সেই আলোতে তুমি পথ চলো, তুমি পথ চালাও। তুমি পথ দেখো, তুমি পথ দেখাও। তুমি যাত্রী, তুমি অভিযাত্রী।
অতীত তোমার প্রেরনা, তুমি আগামীর অনুপ্রেরণা। তোমার আগে যারা সত্যের পথে চলেছেন, ভয় কে জয় করে, প্রলোভনকে দমন করে এবং জীবন বিসর্জন করে সত্যকে অর্জন করেছেন, তারা তোমার আদর্শ। তুমি তাদের পথে চলো, তাদের জীবন থেকে আলোক গ্রহণ করো।
তাদের মত তুমিও আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল আদর্শ তৈরি করো। তাদের জন্য পথ চলা সহজ করো। তুমি সত্যের সৈনিক। তুমি হকের জানবাজ সিপাহী। তুমি সেনাপতি, তুমি সিপাহসালার।
পথে পথে তোমার রয়েছে বিপদ, তবুও তুমি নিরাপদ। কেননা তোমার সঙ্গে রয়েছে আল্লাহর গায়েবী মদদ।
তুমি মিথ্যার জাল ছিন্ন করো, বাতিলের শির খন্ডিত করো।
শয়তানের দুর্গে তুমি তাকবীরের ধ্বনি তুলো। ইবলিশের বুকে ত্রাস সৃষ্টি করো। তুমি সত্যের পতাকা বহন করো। এলেমের ঝান্ডা উঁচু করো এবং আখলাকের নমুনা কায়েম করো।
তুমি বর্তমানের আশা, আগামী দিনের ভরসা। হে সত্যের সৈনিক তুমি আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করো। সত্যের পথে তোমার এই মহান অভিযাত্রায় আমাকেও সাথে নিয়ে চলো। আজকের এই ঘোর অন্ধকারে তোমার বিশ্বাসের আলো থেকে আমিও আলো পেতে চাই।
আমাকে পথ দেখাও, আমাকে আলোর ইশারা দেখাও। আমাকে ছোবহে উম্মতের মুজদা শোনাও।
আমাদেরকে সত্যের সৈনিক হওয়ার তৌফিক দান করুন আমিন।।